এখন থার্মোকল ওয়ান টাইম থালা বা প্লেট বাটির খুব চাহিদা। কারণ কাগজের ওয়ান টাইম থালা বা প্লেট বাটির থেকে থার্মোকল ওয়ান টাইম থালা বা প্লেট বাটি
ভালো। আজকাল যেকোনো পার্টি, বিয়ে বা অনুষ্ঠানে এই থার্মোকল ওয়ান টাইম প্লেটের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। থার্মোকল ওয়ান টাইম প্লেটের মদ্যে
অনেক সময় ধরে খাবার গরম ঠাণ্ডা রাখা যায় । এই সব সুবিধার জন্য এই থার্মোকল ওয়ান টাইম প্লেটের ব্যাপক চাহিদা। বিভিন্ন পিকনিকে বা অনুষ্ঠানে একসাথে
অনেক গুলি প্যাকেট বেঁধে নেয়া যায় এই থার্মোকল ওয়ান টাইম প্লেট দিয়ে। থার্মোকল ওয়ান টাইম প্লেট বিভিন্ন সাইজের হয়ে থাকে।
তাহলে কিভাবে শুরু করবেন এই থার্মোকল ওয়ান টাইম প্লেটের উৎপাদন ব্যবসা, কি কি মেশিন লাগবে এই থার্মোকল ওয়ান টাইম প্লেট উৎপাদন করতে?
মেশিনের দাম কত ? কত টাকা লাভ করা সম্ভব এসব বিষয় নিয়েই আজকের পোষ্ট।
কিভাবে ব্যবসা শুরু করবেন?
ব্যবসা শুরু করার আগে আপনাকে বাজার সম্পর্কে আইডিয়া নিতে হবে। বাজার সম্পর্কে আইডিয়া মানে বাজারে কি পরিমাণ এই থার্মোকল ওয়ান টাইম প্লেটের
চাহিদা আছে ? কোথায় বিক্রি করা যাবে? ইত্যাদি নিয়ে ভালো ধারণা থাকতে হবে।
আসলে থার্মোকল ওয়ান টাইম প্লেট বহুল প্রচলিত একটি বস্তু । তাই এই পণ্য বিক্রি নিয়ে তেমন কষ্ট করতে হবেনা।শুরু করার জন্য আপনাকে ঢাকা বা বাংলাদেশের
মফস্বল শহর গুলিতে একটি কারখানা স্থাপন করতে হবে। এই মেশিন বসাতে বেশী জায়গার প্রয়োজন হয়না। অল্প কিছু যায়গা নিয়েই শুরু করা যাবে।
যেখানে সড়ক বা নদী পথে মোটামুটি ভালো যোগাযোগ ব্যবস্থা আছে সে রকম জায়গায় থার্মোকল ওয়ান টাইম প্লেট তৈরির কারখানা স্থাপন করতে হবে।
এছাড়া এ প্রকল্পের জন্য বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হয়। সেজন্য বিদ্যুতের ব্যবস্থা আছে সে রকম এলাকায় কারখানা স্থাপন করতে হবে।
তবে আপনি চাইলে পাইকারি কিনেও ব্যবসা শুরু করতে পারবেন পাইকারি ওয়ান টাইম প্লেট গ্লাস , থার্মোকল বক্স ইত্যাদি।
থার্মোকল ওয়ান টাইম প্লেট তৈরির মেশিনের দাম কত ??
থার্মোকল ওয়ান টাইম প্লেট তৈরির জন্য দুই ধরনের মেশিন কিনতে পারেন । একটি ফুল অটোম্যাটিক মেশিন আরেকটি সেমি অটোম্যাটিক মেশিন।
একটি ফুল অটোম্যাটিক থার্মোকল ওয়ান টাইম প্লেট তৈরির মেশিন দাম ১৫ লাখ টাকা পড়বে। চায়না থেকে এই মেশিন আমদানি করতে হবে।
এছাড়া দেশে তৈরি সেমি অটোম্যাটিক মেশিন কিনতে পারবেন ৪ লাখ টাকায়।
কোথায় থেকে মেশিন ক্রয় করবেন ?
সকল ইন্ডাস্ট্রিয়াল মেশিন ক্রয় করতে আমাদের ওয়েবসাইটে এখানে ক্লিক করুন ।
ঢাকার নবাবপুরে এসব মেশিনের দেশীয় ভার্সন পাবেন আরও কম দামে।
কাঁচা মাল কোথায় পাবেন ?
পুরান ঢাকায় বিক্রি হয় এই থার্মোকল ওয়ান টাইম প্লেট তৈরির প্ল্যাস্টিক সীট গুলি । তবে যেখান থেকে মেশিন কিনবেন তারাই বলে দিবে কোথায় থেকে রাবার শীট কিনতে হবে।
সুতরাং প্ল্যাস্টিক শীট কিনা নিয়ে তেমন ছিন্তা করতে হবেনা।
কোথায় সেল করবেন ?
পণ্য উৎপাদন করা করা খুব সহজ কিন্তু বিক্রি করা খুব কঠিন। তাই বিক্রির মার্কেট আগেই ঠিক করে নিতে হবে। গ্রামে বা শহরে মুদি দোকান গুলিতে বিক্রি হয় এই
থার্মোকল ওয়ান টাইম প্লেট । এছাড়া মফস্বলের পাইকারি দোকান গুলিতেও
বিক্রি করতে পারবেন। তবে আপনি চাইলে একজন লোক দিয়ে মার্কেটিং করেও বিক্রি করতে পারবেন।
কত টাকা লাভ হতে পারে ?
এই ৪ লাখ টাকা দামের সেমি অটোম্যাটিক মেশিন দিয়ে আপনি যদি প্রতিদিন ৪০০০-৫০০০ পিস তৈরি করতে পারবেন। সে হিসাবে মাসে পাবেন
১৫০০০০ হাজার পিস অনয়সে তৈরি করতে পারবেন।
মেশিন পরিচালনা করতে আপনি সহ এক জন লোক লাগবে। প্রত্যেকটি থার্মোকল ওয়ান টাইম প্লেটে .২৫ পয়সা থেকে ।৩০ পয়সা লাভ করা যাবে।
১ লাখ ৫০ হজার প্লেট থেকে সে হিসাবে আপনি প্রতি মাসে ৪০০০০-৪৫০০০ টাকা আয় করতে পারবেন।
বিদ্যুৎ, লেবার সহ এক জোড়া রাবার স্যান্ডেল বানাতে খরচ পড়বে সব মিলিয়ে ৩০-৩৫ টাকার মত খরচ। পাইকারি দরে বিক্রি করলে প্রতি জোড়া
৪০ টাকায় বিক্রি করতে পারবেন। জোড়া প্রতি ৫ টাকা লাভ করলে মাসে ১০০০০০-১২০০০০ টাকা লাভ করতে পারবেন।
সব কিছু ঠিক থাকলে প্রতিদিন ৩০০০-৪০০০ টাকা লাভ করা যাবে।
সাবধানতা
এই সব থার্মোকল ওয়ান টাইম প্লেট পরিবেশের জন্য ক্ষতিকর । সরকার এসব থার্মোকল ওয়ান টাইম প্লেট যে কোন সময় ব্যান করে দিতে পারে । তাই
খুব সাবধানে এই ব্যবসা শুরু করতে হবে। এছাড়া এখন বাজারে কাগজের ওয়ান টাইম প্লেট পাওয়া যায়। তাই আপনার এই পণ্য প্রতিযোগিতার সামনে
পড়তে পারে।
যারা সল্প পুজি নিয়ে বিজনেস করতে চান আজকের আইডিয়াটি তাদের জন্য। যারা
নতুন নতুন বিজনেস আইডিয়া পেতে তারা এ সাইটি বিজিট করুন। আজকে আমি যে
বিজনেস আইডিয়া শেয়ার করব তা হলো হাওয়াই মিঠাই বিজনেস আইডিয়া। হাওয়াই মিঠাই
এর সাথে আমরা প্রায় সকলে পরিচিত বিশেষ করে ছোটরা বেশি পরিচিত। ছোটদের জন্য
এটি প্রিয় জিনিস। শহর, গ্রামে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে হাওয়াই মিঠাই
এর দোকান লক্ষ করা যায়। এ বিজনেসটি শুরু করতে যেমন কম পুজির লাগে তেমনি
লাভ ও বেশি। আবার আপনি চাইলে সাইড বিজনেস হিসেবেও শুরু করতে পারেন। এবং
দোকান দিলেও হবে আবার আপনি চাইলে ফেরি করেও বিক্রয় করতে পারেন। তো চলুন
বিস্তারিত আলোচনা শুরু করা যাক।
কিভাবে শুরু করবেন?
এ বিজনেসটি আপনি কয়েক ভাবে শুরু করতে পারেন। আপনি নিজে বিক্রি করে বা কারো মাধ্যমে বিক্রি করে বা পাইকারি দরে বিক্রি করে। তবে বিজনেসটি শুরু করার পূর্বে অবশ্যই ভেবে চিন্তে শুরু করবেন। হাওয়াই মিঠাই বিজনেস যেহেতু উৎপাদন বিজনেস তাই আপনাকে প্রথমে বিক্রির স্থান বের করতে। এবং আপনি কিভাবে বিক্রি করবেন তা চিন্তা করতে হবে। তো এসব বিষয় মাথায় নিয়ে আপনি চাইলে এ বিজনেসটি শুরু করতে পারেন।
হাওয়াই মিঠাই উৎপাদন ও বিক্রয় প্রক্রিয়া ঃ
হাওয়াই মিঠাই উৎপাদন করতে আপনাকে তেমন বেশি আবিজ্ঞতা লাগবে না। এটির মুল কাচামাল হলো চিনি। মেশিনের মাধ্যমে চিকন সুতার মত এক ধরনে আশ তৈরি হবে যা হাওয়াই মিঠাই। বিক্রি এর ক্ষেত্রে আপনি দুই সাইজ করে নিতে পারেন যেমন, ১০ টাকা ২০টাকা। তবে এর পরিমান সম্পর্কে আপনার আশেপাশে ব্যবসায়ীদের থেকে যেনে নিবেন। এরপর এগুলো কেউ পলিবেগে করে বিক্রি করে আবার কেউ খোলা ও বিক্রি করে।
কোথায় বিক্রয় করবেন?
হাওয়াই মিঠাই একটি মুখরোচক মিস্টি জাতীয় খাবার। এর প্রধান ভোক্তা হলো চোট শিশুরা। তবে এটি বড়দের ও প্রিয় খাদ্য। এটি যে কোন স্থানে বিক্রি করা যায়। আপনার আশেপাশে যে কোন শিক্ষা প্রতিষ্ঠান, বা জনকীর্ন স্থানে, বা কোন রাস্তার মোডে, বা জনবহুল বাজারে বিক্রি করতে পারেন। আবার আনেকে ভ্যনে করেও বিক্রি করে থাকে আপনি চাইলে সেভাবে বিক্রি করতে পারেন। খেয়াল রাখবেন আপনার পন্যটি যেন আন্যদের চেয়ে একটু ভালো মানের হয়।
প্রয়জনীয় র-মেটেরিয়াল এবং তা কোথায় পাবেন।
এ বিজনেসটি শুরু করতে হলে আপনাকে প্রথম আবস্থায় একটি মেশিন ক্রয় করতে হবে। যা দিয়ে আপনার পুরো বিজনেসটি চলবে।
এর পর হাওয়াই মিঠাই তৈরি করার জন্য কাচামাল লাগবে, চিনি ও ফুড কালার।
হাওয়াই মিঠাই তৈরি মেশিন আপনি আনলাইন থেকে কিনতে পারবেন। তবে আপনি আপনার শহরের যে কোন স্থান থেকে কিনতে পারবেন। এর কাচামাল আপনার নিকটস্থ যে কোন বাজারে পেয়ে যাবেন।
কত টাকা ইনবেস্ট করতে হবে?
এ বিজনেসটির জন্য আপনাকে তেমন বেশি ইনবেস্ট কতে হবে না। আপনাকে প্রথম আবস্থায় মেশিন বাবাদ ১৫ হাজার টাকা ইনবেস্ট করতে হবে। আর যদি আপনি চায়না মেশিন কিনেন তাহলে আপার খরচ বেশি হবে। আর এর কাচামাল দৈনিক ১০০ থেকে ১৫০টাকার মত খরচ হতে পারে তবে সেটি আপনার বিক্রিয় এর উপর নির্ভর করবে। এবং আপনি যদি ভ্যনে করে বিক্রি করেন তাহলে সে বাবদ আরো ১০ হাজার টাকা তো সব মিলিয়ে ২০ থেকে ২৫ টাকা ইনবেস্ট করলেই হবে। তবে আপনার বিক্রি উপর ইনবেস্ট নির্ভর করবে।
লাভ লোকসানঃ
এখন অনেকেই ই কমার্স ব্যবসা করে থাকে । সৌখিন ব্যবসার মধ্যে অনলাইন টি শার্ট বিজনেস একটি জনপ্রিয় ব্যবসা। অনেকেই
অনলাইন টি শার্ট বিজনেস করে থাকেন । আমাদের দেশে এই অনলাইন টি শার্ট বিজনেস দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠতেছে।
কারণ অনলাইন টি শার্ট বিজনেস খুব কম মূলধনে শুরু করা সম্ভব। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে খুব
সহজেই একটি অনলাইন টি শার্ট বিজনেস শুরু করতে পারবেন।
কিভাবে অনলাইন টি শার্ট বিজনেস শুরু করবেন ?
অনলাইন টি শার্ট বিজনেস শুরু আপনি দুই ভাবে করতে পারবেন
১। ওয়েবসাইট খুলে ।
২। ফেসবুক পেজ খুলে ।
কিভাবে ওয়েবসাইট খুলে অনলাইন টি শার্ট বিজনেস করতে হবে
ওয়েবসাইট
খুলে অনলাইন টি শার্ট বিজনেস শুরু করতে আপনাকে ১০-২০ হাজার টাকা খরচ করতে
হবে। এজন্য প্রথমে আপনাকে একটি ই কমার্স সাইট খুলতে হবে।
একটি ই কমার্স
সাইট খুলে সেখানে পণ্য গুলি লিস্টিং করে ওয়েবসাইটের এস ই ও করে গুগোলের
রাঙ্কিং আনতে আরও ১০-২০ টাকা খরচ হবে। সব মিলিয়ে
ওয়েবসাইট দিয়ে একটি
অনলাইন টি শার্ট বিজনেস শুরু করতে ৩০-৪০ হাজার টাকা খরচ করতে হবে। এতেও
রিস্ক থেকে যায় । কারণ এই ধরনের অনেক ওয়েবসাইট
গুগলে অলরেডি রাঙ্ক করা আছে। আপনি নতুন করে রাঙ্ক পেতে অনেক সময় লাগবে।
কিভাবে ফেসবুক পেজ দিয়ে অনলাইন টি শার্ট বিজনেস ব্যবসা শুরু করবেন ?
ফেসবুক
দিয়ে ব্যবসা করা এখন খুব জমজমাট । ফেসবুকে বুস্ট করে অনলাইন টি শার্ট
বিজনেস অনেকে শুরু করেছেন । এক্ষেত্রে আপনি ফ্রিতে একটি ফেসবুক পেজ
খুলে
নিতে হবে। এর পর আপনার টি শার্ট গুলির ছবি সুন্দর করে তুলে ফেসবুক পেজে টি
সার্টের দাম এবং অন্যান্য তথ্য দিয়ে পোষ্ট করুন। আপনার ফ্রেন্ডলিস্টে যত
বন্ধু
আছে তাদের বলুন আপনার পেজ লাইক দিতে। দুই একশো লাইক পেলে ফেসবুকে পোষ্ট
বুস্ট করা শুরু করুন। প্রতি বুস্টে আপনাকে ৮০০-১০০০ টাকা খরচ
করতে হবে।
আজকাল চাকরিজীবীরা পেশার পাশাপাশি বাড়তি আয় করতে কিছু একটা পার্টটাইম ব্যবসা করতে চান ৷ এই পার্টটাইম ব্যবসা দ্বারা সংসারে বাড়তি কিছু আয়ও করা সম্ভব ৷ এছাড়া অনেকে আছেন যারা সোসাল ওয়ার্ক করতে ভালোবাসেন ৷ পার্টটাইম ব্যবসা থেকে করা আয় দ্বারা আপনিও পারবেন সমাজের মানুষের উপকারে নিজেকে বিলিয়ে দিতে ৷ চলুন বাংলাদেশের প্রেক্ষিতে কিছু পার্টটাইম ব্যবসা সম্পর্কে আলোচনা করি ৷
পার্টটাইম ব্যবসা আসলে কি ?
আসলে পার্টটাইম ব্যবসা মানে আপনি কিছু একটা করেন ৷ অবসর সময়ে কিছু করে বাড়তি আয় করতে চান ৷ অথবা ছোট আকারে কোন ব্যবসা শুরু করে সেটাকে পরবর্তিতে ফুল টাইম ব্যবসা হিসাবে দাড় করাতে চান ৷
কিভাবে শুরু করবেন ??
পার্টটাইম
ব্যবসা শুরু করার আগে আপনাকে প্রথমে জানতে হবে কোন সময়টাতে আপনি ব্যবসাটি
করবেন ? যেমন আপনি যদি চাকুরিজীবী হন তবে অবশ্যই সন্ধার পর সময় পাবেন ৷
আবার স্টুডেন্ট হলে সপ্তায় কিছু দিন সময় পাবেন ৷ আপনার সময় অনুসারে
আপনার ব্যবসা ঠিক করতে হবে ৷
কিভাবে পার্টটাইম ব্যবসা নির্বাচন করবেন ?
আসলে ব্যবসা হলো প্রাকটিক্যাল একটি বিষয় ৷ ব্যবসা শিখতে হলে আপনাকে ব্যবসার প্রাকটিক্যাল শিক্ষা নিতে হবে ৷ যারা জব করেন তারা তার জব রিলেটেড ব্যবসা বেছে নিতে পারেন ৷ যেমন কেউ গার্মেন্টে কমার্সিয়ালে জব করেন ৷ তিনি চেষ্টা করবেন কিভাবে ছোট ছোট আইটেম নিজে সাপ্লাই দিতে পারেন ৷ আবার কেউ এ্যাকাউন্ট সেকসনে কাজ করেন, আপনি চাইলে ভ্যাট প্রাকটিসনার হিসাবে কাজ করতে পারেন ৷ ভ্যাট নিয়ে একটা কোর্স করে এটা শুরু করতে পারেন ৷ যারা মার্কেটিং করেন তাদের জন্যতো মহা সুযোগ ৷ আপনি চাইলে কিছু প্রডাক্ট পাইকারী মার্কেট থেকে কিনে খুচরা দোকানে সেল করতে পারেন ৷ সবসময় চোখ কান খোলা রাখতে হবে ৷ চিন্তা করতে হবে কোন ব্যবসাটি সময়ের এবং কাজের সাথে ভালো মানাবে ৷
কি কি পার্টটাইম ব্যবসা সবাই করতে পারবেন ??
ই-কমার্স ব্যাবসা
এটা নিয়ে তেমন কিছু বলার নাই ৷ বাংলাদেশে অনেকেই পার্টটাইম ব্যবসা হিসাবে ই-কমার্স ব্যবসা করে ভালো আয় করে যাচ্ছেন ৷ মোটামুটি ৫০ হাজার টাকা দিয়েই আপনি একটা ই-কমার্স ব্যবসা শুরু করতে পারবেন ৷ আপনি চাইলে আপনার সখের যে কোন একটি পন্য নিয়েই শুরু করেত পারেন এ ব্যবসা ৷ যেমন আপনি নতুন নতুন পারফিউম কিনতে ভালোবাসেন ৷ আপনি চাইলে পারফিউম নিয়ে একটা ই-কমার্স সাইট খুলে ব্যবসা শুরু করতে পারেন ৷ ঢাকার চক বাজারে প্রচুর পারফিউম পাইকারী পাওয়া যাবে ৷ এছাড়া অনেকে বিদেশ থেকে পারফিউম বাংলাদেশে আমদানী করে থাকে ৷ আপনি তাদের থেকেও পাইকারী দরে ক্রয় করে সেল করতে পারবেন ৷ বিশাল ওয়েবসাইট খুলে ই-কমার্স ব্যবসা করতে হবে তা কিন্তু নয় ৷ আপনি চাইলে ফেসবুকে একটা পেজ খুলে পরিচিতজনদের কাছে সেল করে পার্টটাইম ব্যবসা শুরু করতে পারেন ৷
আবার আপনি যদি মেয়ে হন তবে ই-কমার্স ব্যবসা আপনার জন্য একটা পারফ্যাক্ট পার্টটাইম ব্যবসা ৷ অনলাইনে মেয়েদের আইটেম গুলি খুবই ভালো বিক্রি হচ্ছে ৷ আপনি চাইলে মেয়েদের থ্রিপিস, হিজাব, ইমিটেশন, আন্ডারগার্মেন্ট ইত্যাদি আইটেমগুলি বিক্রি করতে পারেন ৷ চাকরির ফাকে ফাকে যে কেউ চাইলে ফেসবুকে পেজ খুলে পার্টটাইম ব্যবসা শুরু করতে পারেন ৷
ফ্রীল্যান্সিং
এটা ঠিক ব্যবসা না ৷ পার্টটাইম জব বলতে পারেন ৷ ফ্রিল্যান্সিং এ সময়ের তারণ্যের একটি জনপ্রিয় পছন্দ হলো পার্টটাইম জব। সঠিক হিসেব না থাকলেও দেশের প্রায় ১ থে ২ লাখ তরুণ-তরুণী এই পার্টটাইম জবের সাথে জড়িত থেকে অনেক অর্থ কামিয়ে নিচ্ছে। ফ্রিল্যান্সিং কাজের মধ্যে রয়েছে সফটওয়্যার তৈরি ও উন্নয়ন, ওয়েবসাইট তৈরি ও ডিজাইন, মোবাইল অ্যাপস, গেমস, অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম, ভিওআইপি অ্যাপ্লিকেশন, ডেটা অ্যান্ট্রি, গ্রাফিক ডিজাইন, প্রি-প্রেস, ডিজিটাল ডিজাইন, সাপোর্ট সেবা, কাস্টমাইজড অ্যাপ্লিকেশন তৈরি, রক্ষণাবেক্ষণ ইত্যাদি এর সাথে আরও যুক্ত হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও সোশ্যাল মার্কেটিংয়ের কাজও।
তবে এসব কাজ রাত জেগে করতে হয় ৷ কারন বিদেশে যখন দিন থাকে আমাদের দেশে তখন গভীর রাত ৷ যারা চাকুরিজীবী তারা রাতের বেলায় পার্টটাইম জব করে টাকা আয় করাটা বেশ কঠিন ৷
কফিশপ
পার্টটাইম ব্যবসা হিসাবে এটা মন্দ না ৷ যে কেউ চাইলে এটা শুরু করতে পারেন ৷ চোট্র একটা দোকান নিয়ে সাথে একজন হেল্পার নিলেই হবে ৷ সাধারনত বিকাল বেলাই এসব কফিশপ জমে উঠি ৷ আপনি অফিস শেষ করে এই পার্টটাইম ব্যবসায় সময় দিতে পারেন ৷
মোটামুটি ২ লাখ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন ৷ তবে এই ব্যবসা শুরু করতে আপনাকে কিছু প্রশিক্ষনও নিতে হবে ৷ কারন হুট করে প্রফেশনালি কফি বানানো অনেকটা কঠিন হবে ৷
আজকে আপাদত এতটুকুই আলোচনা করলাম ৷ তবে একটি কথা ভালো করে মনে রাখবেন, যারা চাকরি করেন তারাও কিন্তু মানুষ ৷ ৮-৯ ঘন্টা কাজের পর যদি আবার পার্টটাইম ব্যবসা করেন তবে পারসোনাল লাইফে অনেক সমস্যায় পড়বেন ৷ ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে চলতে হবে ৷ না হয় মুল চাকরিতেও উন্নতি করতে পারবেন না ৷
আলিবাবা alibaba.com হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় B2B
অনলাইন মার্কেট প্লেস ৷ এখানে বিশ্বের হাজার হাজার কোম্পানি তাদের পন্য
পাইকারী বিক্রি করে ৷ এমন কোন পন্য নেই যা আলিবাবার ওয়েবসাইটে নেই ৷ দু
টাকার কলম থেকে দু কোটি টাকার মেশিন ৷ সব আছে আলিবাবাতে ৷
আজকের আর্টিকেলে আমি আপনাদেরকে কিভাবে আলিবাবাতে এ্যাকাউন্ট করতে হবে সেটা নিয়ে ধারনা দিবো ৷
আলিবাবার এ্যাকাউন্ট দুই ধরনের হয় ৷ প্রথমটি হলো সেলার ৷ আরেকটি হলো বায়ার ৷
সেলার
হলো আপনি বিক্রয় করবেন ৷ আর বায়ার হলো আপনি ক্রয় করবেন ৷ তবে আলিবাবাতে
একটি এ্যাকাউন্ট দিয়ে বায়ার সেলার দুটোই হতে পারবেন ৷ প্রথমে এখান থেকে ক্লিক করুন ৷ এবার আপনার ইমেইল দিয়ে alibaba.com এ একটি এ্যাকাউন্ট করুন খুব সহজেই ৷
প্রথমে
আপনি আপনার ইমেইল দিয়ে দিন। এবার তারা আপনাকে একটি ভেরিফিকেসন কোড পাঠাবে।
ইমেইল থেকে সেন্ড লিঙ্ক এ ক্লিক করে বাকি তথ্য দিয়ে আকাউন্ট কনফার্ম
করুন।
আলিবাবাতে এ্যাকাউন্ট না খুলেও আপনি পন্য ক্রয় করতে পারবেন ৷ তবে যোগাযোগ প্রক্রিয়া নির্ভরযোগ্য করতে alibaba.com এ এ্যাকাউন্ট করতে হয় ৷
এ্যাকাউন্ট
খুলা শেষ হলে আপনি সার্সবারে গিয়ে পন্য খুজুন ৷ যে পন্য চাইবেন ৷ যেহেতু
আপনি বায়ার, সেহেতু তেমন কোন তথ্য দেবার প্রয়জনীয়তা নেই ৷ মন চাইলে
দিবেন না হয় দিবেননা ৷
তবে আপনি যদি সকল তথ্য দিয়ে আকাউন্ট খুলেন তাহলে আপনার ইমেইল সেলারের কাছে ভালো গ্রহন যোগ্যতা পাবে।
তবে
আলিবাবাতে সেলার হিসাবে ফ্রি আকাউন্ট বর্তমানে বেস ঝামেলা করে। আগে এই
ধরণের সমস্যা হয়নাই। এখন আলিবাবা ফেক সেলার চিহ্নিত করতে গিয়ে গোল্ড
সাপ্লায়ার বাধ্যতা মূলক করতেছে। এজন্য ১০০০ ডলারের মত প্রতি বছর খরছ হয়।
আমাদের আগের পোস্ট এ আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভবে আপনারা পন্য আমদানী করার জন্য
alibaba.com এ এ্যাকাউন্ট খুলবেন৷ এবার আমি দেখাবো সেই এ্যাকাউন্ট দিয়ে কিভাবে alibaba.com থেকে পন্য অর্ডার করতে হয়।
একটি কথা প্রথমেই বলে রাখি , আপনি alibaba.com একাউন্ট না করেও পন্য ক্রয় করতে পারবেন ৷ তবে আকাউন্ট করা থাকলে সহজে সেলারের সাথে যোগাযোগ করতে পারবেন ।
আলিবাবা থেকে পন্য ক্রয় করার জন্য প্রথমে alibaba.com ওয়েবসাইটে প্রবেশ করুন ৷ উপরে একটি সার্চ বার দেখতে পাবেন ৷ সেখানে আপনার কাঙ্ক্ষিত পন্য এর নাম লিখে সার্চ করুন । যেমন কলম কিনতে চাইলে pen লেখে সার্স করলে দেখবেন কয়েক শ , কলম সেলারের সাইট চলে আসবে ৷
এবারের কাজ হলো গোল্ড সাপ্লায়ার খুজে বের করা ৷ চেষ্টা করবেন 5 Years gold suppliers চিহ্ন আছে এরকম কাউকে বেছে নেবার জন্য । তবে আপনি চাইলে তার কমও নিতে পারেন ৷ কিন্তু সাবধানে কাজ করবেন ৷
কিন্তু একজন ফাইনাল সেলার নির্বাচন করার আগে যে কয়টি বিষয় খুব জরুরি তার মধ্যে গুরুত্ব পূর্ণ হলো
১৷ অবশ্যই তাদের গোল্ড সাপ্লায়ার থাকতে হবে ।
২৷ দাম কি FOB নাকি CFR এটা ভালো করে দেখে নিবেন ৷
৩৷ Country of origin কোথায়, এটাও দেখে নিবেন ৷ না হয় চায়না পন্য, তাইওয়ান বলে চালিয়ে দিতে পারে ৷ অনেক সময় তারা এক দেশের সেলার আরেক দেশের পণ্য সেল করে । এটা করা যায় । কিন্তু আপনি চেষ্টা করবেন যে দেশের পণ্য সে দেশের সেলার থেকে ক্রয় করতে ।
৪৷ পন্য তারা কি উৎপাদন করে নাকি সোর্সি করে এটাও জানবেন । যদি তারা পন্য নিজেরা উৎপাদন না করে তবে তারা দাম বেশী চাইবে । কারন তারা Middle man হিসাবে কাজ করে । আর যদি তারা নিজেরা সরাসরি উৎপাদন করে তবে তারা অন্যদের চেয়ে কম দামে দিতে পারবে ।
যাহোক পন্য সিলেক্ট করলেই দেখবেন, পাশে Contact Seller বা Get latest price নামে সেলার কে মেসেজ বা ইমেইল করার বাটন আছে৷ বাটনে ক্লিক করে সেলারকে একটা মেসেজ করে আপনার কি পণ্য লাগবে সেটা বিস্তারিত বলুন।
সাথে আপনার পারসোনাল ইমেইল আইডিটা দিয়ে দিবেন৷ যাতে তারা পরবরতিতে আপনার সাথে যোগাযোগ করতে পারে । তবে যা কিছু লেখবেন অবশ্যই সেটা English এ হতে হবে ।নাহয় তারা বুঝবেনা । তবে ইংরেজিতে এক্সপার্ট হওয়া লাগবেনা ৷
স্বাভাবিক ভাবে লেখলেই চলবে ৷
মেসেজে আপনি তাদের জিজ্ঞাসা করবেন কোন পন্য কত দামে তারা বিক্রয় করে । তবে তারা অনলাইনে যে দাম প্রদান করে তা অধিকাংশ সময়ই সঠিক থাকেনা। তাই অনলাইনে কম দাম দেখে এত বেসি উৎসাহি হবেননা ।
এবার হলো অপেক্ষা করার পালা ৷ দেখবেন কিছু দিন পর তারা ইমেইলে আপনাকে রিপ্লাই দিবে ৷ অথবা আলিবাবাতে এ্যাকাউন্ট থাকলে ইনবক্স চেক করতে পারেন ৷
দাম দর ঠিক করুন ৷ আর পেমেন্ট করা, এলসি করা , শিপিং সিস্টেম ইত্যাদি ঠিক করুন ৷
আপনার প্রথম ধাপ শেষ ৷ এবার এলসি বিষয়ে জানতে হবে ৷ কারন আমদানী করতে এলসি করতে হয়৷
আমদানী রপ্তানি ব্যবসা একটি লাভজনক ব্যবসা ৷ দেশের উন্নয়নের সাথে সাথে আমদানী রপ্তানি প্রচুর পরিমানে বৃদ্ধি পেয়েছে ৷ অনেকেই আছেন যারা নতুন করে আমদানী রপ্তানি ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আজকে প্রথমিক কিছু ধারনা দেয়ার চেষ্টা করবো ৷ আজকে আমি দেখাবো কিভাবে আমদানী রপ্তানি লাইসেন্স করতে হয় ??
লাইসেন্সের প্রক্রিয়াটি সম্পন্য করতে প্রয়োজনীয় কাগজপত্র:
(যদি ব্যক্তিমালিকাধীন প্রতিষ্ঠান হয়)
১। মালিকের জাতীয় পরিচয়পত্র
এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নেই ৷ এখন সবখানেই প্রতিষ্ঠানের মালিকের জাতীয় পরিচয় পত্র বাধ্যতামুলক ৷
২। মালিকের ছবি
আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ৷
৩। ট্রেড লাইসেন্স
ট্রেড লাইসেন্স বাধ্যতামুলক ৷ আপনি প্রথমেই ট্রেড লাইসেন্স করে নিবেন ৷ ট্রেড লাইসেন্স কিভাবে করতে হয় সেটা আপনারা সবাই কম বেশী জানেন ৷
৪। ট্রেড লাইসেন্স ঠিকানায় ব্যাংক সলভেন্সী
ট্রেড লাইসেন্স করার কাজ শেষ হলে ব্যাংক এ্যাকাউন্ট করার পালা ৷ ব্যাংকে আপনার প্রতিষ্ঠানের নামে একটি এ্যাকাউন্ট খুলবেন ৷ কোন মতেই ভিন্ন নাম দিবেননা ৷ এবার কিছু লেনদেন করুন ৷ কিছু দিন পর ব্যাংক কে বলবেন আপনাকে একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে ৷
৫। ট্রেড লাইসেন্স ঠিকানায় ই-টিআইএন (টিন সার্টিফিকেট)
টিন সার্টফিকেট এখন অনলাইনে সহজেই পাওয়া যায় ৷ আপনি নিজেও আপনার টিন সার্টফিকেট নিতে পারবেন ৷ এটা করতে কোন ফি লাগেনা।
৬৷ ভ্যাট সার্টফিকেট
এখন প্রত্যেকটি উৎপাদন, সার্ভিস প্রদান কারী ইত্যাদি প্রতিষ্ঠানের জন্য ভ্যাট বাধ্যতামুলক ৷ অনলাইনে সহযেই ভ্যাট রেজিট্রেশন করা যায় ৷ তবে এক্সপার্ট কারো কাছে সাহায্য নিয়ে সহজেই কাজটি করে নিতে পারবেন ৷
৭। সংশ্লিষ্ট এসোসিয়েশনের সদস্যতা সনদ (মেম্বারশীপ সার্টিফিকেট) এবং সর্বশেষ আপনাকে যে কোন একটি ব্যবসায়ী সংঘঠনের থেকে সার্টফিকেট নিতে হবে ৷
তবে
যদি আপনার লিমিটেড কোম্পানী হয় সে ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালকের ছবি ও
জাতীয় পরিচয়পত্র। এছাড়া মেমোরেন্ডাম আর্টিকেল, ইনকর্পোরেশন এবং ফরম-১২।
কোথায় করবেন আমদানী রপ্তানি লাইসেন্স?
এসব কিছু নিয়ে আপনি মতিঝিল সি সি ভবনে গিয়ে নিয়ম অনুযায়ী ফি দিয়ে আমদানী রপ্তানি লাইসেন্স করতে পারবেন ৷
তবে
সবচেয়ে ভালো হলো কারো মাধ্যমে কাজটি করিয়ে নেওয়া ৷ কারন এগুলি প্রচুর
সময় সাপেক্ষ কাজ ৷ কারো দ্বারা করালে কিছু টাকা বেশী নিতে পারে ৷ কিন্তু
ঝামেলা বিহীন ভাবে অপনি লাইসেন্স পেতে পারেন ৷
মতিঝিল আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর
জাতীয় ক্রীড়া পরিষদ ভবন (এনএসসি টাওয়ার) ১৬ তলা,৬২/৩, পুরানা পল্টন,
ঢাকা-১০০০।
ই-মেইল controller.chief@ccie.gov.bd
ফোন-০২-৯৫৫৩৩৪৯ (হেল্প ডেস্ক) ফ্যাক্স-০২-৯৫৫০২১৭
আসসালামুয়ালাইকুম ভিজিটর, আসাকরি সবাই ভালো আছেন ৷ একজন আমাকে আমাকে করে প্রশ্ন করেছিল কিভাবে মাত্র ৫০০০ টাকা দিয়ে তিনি আমদানি ব্যবসা শুরু করতে পারবেন ? তো চলুন দেখা যাক কিভাবে মাত্র ৫০০০ টাকা দিয়ে আমদানী ব্যবসা শুরু করা যায় ৷ আমদানি ব্যাবসার দুইটি ধাপ রয়েছে ৷ প্রথমটি হলো পণ্য নির্বাচন , দ্বিতীয়টি পণ্য ক্রয় এবং চতুর্থটি হলো পণ্য বিক্রি ৷
আসুন
আমার পণ্য নির্বাচন নিয়ে আলোচনা করি ৷ আমদানি করার শুরুতে আপনাকে জানতে
হবে আপনি কোন পণ্য টি নিয়ে ব্যবসা শুরু করবেন ? অর্থাৎ কোন পণ্যটি আপনি
আমদানি করে মার্কেটে বিক্রি করতে পারবেন ৷ এজন্য প্রথমে আপনাকে পণ্য
নির্বাচনের কাজটি করে নিতে হবে ৷ এক্ষেত্রে আপনি মার্কেটে গিয়ে দেখতে পারেন
কোন কোন পণ্য চায়না থেকে মার্কেটে এনে বিক্রি করা যাবে ৷
আসুন আমরা কয়েকটা পন্য নিয়ে আলোচনা করি যেগুলোর বাজার মূল্য অনেকটা কম ৷
কম মুল্যের পণ্যের মধ্যে আমি দুই ধরণের পণ্য নির্বাচন করতেছি ৷
একটি হলো মোবাইল সামগ্রী আরেকটি হলো ইলেকট্রিক গেজেট ৷
আপনার নিশ্চই জানেন যে মোবাইলের বিশাল মার্কেট বাংলাদেশে রয়েছে ৷ এই পন্য এখন এক ধরণের নিত্য ব্যাবহৃত সামগ্রীর মতো ৷ আপনি চাইলে এটি নিয়ে ব্যবসা করতে পারেন কারণ এতে ইনভেস্টমেন্ট কম লাগবে ৷ এছাড়াও রয়েছে ইলেকট্রিক গ্যাজেট যা আমরা সাধারণত মোবাইলের মতই ব্যবহার করে থাকি ৷ আপনারা বিভিন্ন ই কমার্স সাইট থেকেও এগুলি দেখে নিতে পারবেন ৷
পণ্য
বাছাই করার পর আমাদের কাজ হলো পণ্য ক্রয় করা ৷ পণ্য ক্রয়ের জন্য বিভিন্ন ই
কমার্স সাইট থেকে নিতে পারেন ৷ তবে বর্তমান সময়ে সচেয়ে পপুলার হলো আলী
এক্সপ্রেস ৷ আলী এক্সপ্রেস হলো আলিবাবার একটি ওয়েবসাইট যেখানে আপনি ছোট ছোট
পণ্য ক্রয় করতে পারেবন ৷
কিভাবে আলী এক্সপ্রেস এ পণ্য অর্ডার করতে হয় ?
প্রথমে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করুন ৷ এরপর আপনার পণ্যটি লিখে সার্চ করুন ৷ এবার পণ্যের পশে দেখুন ফ্রি শিপিং লেখা আছে কিনা ৷ যদি থাকে তবে সেলারকে পে করুন ৷ পেমেন্ট মাস্টার কার্ড, ভিসা কার্ড দিয়েও নেয় ৷ আপনি চাইলে কারো মাধমে ওয়েস্টার্ন ইউনিয়ন ও পরিশোধ করতে পারবেন
আগের দুটি পোষ্টে আমি দেখিয়েছিলাম কিভাবে আলিবাবা থেকে পন্য ক্রয় করবেন ৷
আজকে আমি দেখাবো কিভাবে আলিবাবাতে পন্যের মুল্য পরিশোধ করতে হয় ৷
আলিবাবাতে
পন্যের মুল্য অনেক ভাবেই পরিশোধ করা যায় ৷ এদের মধ্যে সবচেয়ে নিরাপদ হলো
LC করে পন্যের মুল্য পরিশোধ করা ৷ তবে এলসি করতে কিছু খরচাপাতি আছে ৷
প্রায় ১৫ হাজার টাকার মত অতিরিক্ত খরচ হয় ৷ যদি আপনার পন্যের আমদানী
ভ্যালু কম হয় তবে LC করে পন্য আনাটা লোকসান জনক ৷
দ্বিতীয়
নিরাপদ পেমেন্ট সিস্টেম হলো TT করা ৷ তবে সেটা এল সি করার চেয়ে কোন অংশেই
কম ঝামেলার নয় ৷ এখানে শুবিধা হলো LC এর চেয়ে কম খরচ লাগবে ৷ আর কম
পেপারস্ হলেই চলে ৷
দুটোর জন্যই আপনার আপডেট IRC, VAT, TIN , Trade licence লাগবে ৷
তৃতীয়
মাধ্যম হলো ক্রেডিট কার্ড ৷ তবে সেটা বাংলাদেশদী ক্রেডিট কার্ড না ৷ সেটা
হতে হবে international credit card , আমাদের দেশে বিভিন্ন ব্যাংক এসব কার্ড
ইস্যু করে থাকে ৷ তবে এসব কার্ডে পেমেন্ট করা খুবই রিক্সের ৷ অনেক সময়
পেমেন্ট কমপ্লিট করেও পন্য পাওয়া যায়না ৷ তবে Ali express ইদানিং রিফান্ড
পলিসি গ্রহন করেছে ৷ আপনি যদি কাঙ্খিত পন্য না পান , তবে টাকা ফেরত পাবেন ৷
পেপল দিয়েও পেমেন্ট করা যাবে ৷ কিন্তু আমাদের দেশে পেপলের সার্ভিস নেই ৷
এছাড়া
Western Union দিয়েও টাকা পেমেন্ট করা যায় ৷ বিদেশে কেউ থাকলে তাকে
দিয়ে পেমেন্ট করিয়ে নিতে পারবেন ৷ কারন আমাদের দেশে Western Union দিয়ে
টাকা আনা যাবে কিন্ত পাঠানো যাবেনা ৷ তবে এটাও অনিরাপদ পেমেন্ট সিস্টেম ৷
আপনি
আপনার নিজের রিক্সে এসব মাধ্যমে পেমেন্ট করবেন ৷ তবে সেম্পল আনতে চাইলে
আপনি ফ্রীতে আনতে পারবেন ৷ কারন বড় কোন ওর্ডার করার ক্ষেত্রে আপনাকে ফ্রী
সেম্পল ওরাই দিবে ৷ আপনি কেবল ভাড়া পরিশোধ করবেন ৷
আর যদি ছোট খাট ব্যবসা করতে চান তবে Ali express থেকে পন্য আনাই ভালো হবে ৷ এটা নিয়ে আমি আগেও অকটি পোষ্ট করেছিলাম ৷ কিভাবে মাত্র ৫০০০ টাকায় আমদানী ব্যবসা শুরু করতে পারেন ৷
ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য। পোষ্ট থকে আপনি সহজ তিনটি প্রশ্নের উত্তর দিয়ে ১০০ ডলার সমমানের আমদানি করা আকর্ষণীয় গিফট সামগ্রী একটি পেতে পারেন। আপনিও অংশ গ্রহন করুন আর পুরস্কার জিতে নিন। কমেন্ট বক্স এ নিচের তিনটি প্রশ্নের উত্তর লেখুন নিজের মন মত করে। আর মাস শেষে বিজয়ীকে দেয়া হবে পুরস্কার।
এই মাসের ( আগস্ট ২০১৮) পুরস্কারটি এখান থেকে দেখে নিতে পারেন।
প্রশ্ন ১ঃআলিবাবাতে পন্যের মুল্য কত ভাবে পরিশোধ করা যায়?
প্রস্ন২ঃ দ্বিতীয় নিরাপদ পেমেন্ট সিস্টেম কি ছিল?
প্রশ্ন৩ঃ আপনার কাছে কোন সিস্টেম নিরাপদ মনে হয় এবং কেন?