B2B,B2C,C2C সাইট কি? B2B সাইটের সুবিধা কি ? বাংলাদেশে প্রথম B2B সাইট

B2B,B2C,C2C সাইট কি? B2B সাইটের সুবিধা কি ? বাংলাদেশে প্রথম B2B সাইট


Posted on: 2020-04-02 20:13:27 | Posted by: eibbuy.com
B2B,B2C,C2C সাইট কি? B2B সাইটের সুবিধা কি ? বাংলাদেশে প্রথম B2B সাইট

বাংলাদেশের সবচে বড় পাইকারি আনলাইন B2B মার্কেট প্লেসে আপনাকে স্বাগতম। আজকের পোস্টটি কাস্টমার ও সাপ্লায়ার এর অনুরোধে তৈরী। আজকের পর্বটি আমরা দুই ভাগে ভাগ করেছি। আজকের পর্বে আমরা আলোচনা করব, 


১. B2B সাইট কি?
২. B2B সাইটে কিভাবে পন্য বিক্রি করা হয়??
৩. আমাদের www.eibbuy.com (B2B) ওয়েব সাইট তৈরির উদ্দেশ্য??
৪. আমাদের eibbuy.com B2B সাইট এর ফিচার সমুহ.
৫. কিভাবে আমাদের সাইটে সাপ্লাইয়ার বা বিক্রয় করার একাউন্ট খুলবেন।
৬. কিভাবে eibbuy.com থেকে পন্য ক্রয় করবেন।
 

এবং থাকছে ক্রয় ও বিক্রয় এর ক্ষেত্রে নিরাপত্তা পলিসি eibbuy cash wallet এর ব্যবহার যা দিয়ে কাস্টমার সম্পুর্ন নিরাপদে পন্য ক্রয় করতে পারবে এবং সাপ্লায়ার নিরাপদে পন্য বিক্রিয় করতে পারবেন । এবং সর্বশেষ থাকছে কিভাবে বিনা-পুজিতে আমাদের B2B সাইট দিয়ে আয় করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এবং থাকছে সাইটটি লাঞ্চ করার পর আপনাদের করা কিছু প্রশ্ন এবং তার উত্তর। 


★ B2B ই-কমার্স সাইট কি???
আমাদের প্রথমে জানতে হবে B2B মানে হল বিজনেস টু বিজনেস। অথ্যাৎ এটি হলো পন্য উৎপাদন করে বিক্রেতা ও পাইকারী বিক্রেতার একমাত্র আনলাইন সাইট। একজন খুচরা বিক্রেতা বা খুচরা ব্যবসায়ী জন্য হতে পারে এ সাইট তার ব্যবসার গুরুত্বপূর্ণ দিক। একজন খুচরা বিক্রেতার পক্ষে আপডেট এবং সঠিকভাবে ভাবে এক দিনে পন্য কেনা সম্ভব নয়। আবার একজন পান্তিক বা গ্রামের দরিদ্র উৎপাদন কারী শহরে দোকান দিয়ে পন্য বিক্রি তার পক্ষে সম্ভব নয়।
তাই এ সবের কথা চিন্তা করে মুলত আমাদের এই সাইটটি তৈরি। 


★ B2B সাইটে কিভাবে পন্য বিক্রি করা হয়???
এ সাইটে সকল পন্য পাইকারী বিক্রি করা হয়। তাই এ সাইটে একটি নির্দিষ্ট পরিমানের কমে পন্য বিক্রি করা হয় না। তবে এটি পন্যের ধরন অনুযায়ী নির্ধারিত করা হয়। যেমনঃ বড় পন্য একটি এবং ছোট পন্য কমপক্ষে ৩ টি। এ সাইটে পন্য বেশি অর্ডার করার পূর্বে কাস্টমার আপনার কাছে থেকে সেম্পল চাইতে পারে । এই সাইটে পন্য ক্রয় ও বিক্রির ক্ষেত্রে ওয়েবসাইট এর কৃতপক্ষ কোন তদারকি করে না। শুধু বিক্রেতার পন্য বিক্রি হোক এ চিন্তা থাকে।

বিক্রেতার পন্য সকলের কাছে পোছানোর জন্য ফেসবুকে পোমট এবং গুগলে এর্ড দিয়ে থাকে। B2B সাইট তাদের কাস্টমার ও বিক্রেতার সুরক্ষা জন্য ক্রয় বিক্রয় পলিসি গ্রহন করে। এতে নিশ্চিন্তে উভয়েই ক্রয় বিক্রয় করতে পারে। তবে B2B সাইটে পন্য বিক্রির বা সাপ্লাইয়ার একাউন্ট খোলার ক্ষেত্রে তারা একটি বার্ষরিক ফ্রি নিয়ে থাকে। কিন্তু আমরাই সর্ব প্রথম বিনা পয়সা সম্পুর্ন ফ্রিতে আমাদের B2B সাইট ই-বাইতে সাপ্লাইয়ের একাউন্ট খোলার সুজোগ দিচ্ছি। সিমিত সময়ের জন্য। 


★আমাদের B2B Website ওয়েব সাইট তৈরির উদ্দেশ্য??
আমাদের সাইটটি মুলত ২০১২ সাল থেকে শুরু। আমরা প্রথম থেকে ২০২০ পর্যন্ত বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া এ সাইটে দিয়েছি। এ ছাড়া আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যাতে আমরা আমদানি রপ্তানি এবং ব্যবসায়িক আইডিয়া দিয়েছি।


এ সাইট তৈরির ক্ষেত্রে ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েব সাইট মুল অনুপ্রেরণা। আমাদের ব্যবসায়ী ভাইয়ের আমাদের আইডিয়ার নিচে কমেন্টে করে এবং ফোন করে বলে আপনাদের আইডিয়া মত উৎপাদন বা ব্যবসা শুরু করি কিন্তু বিক্রি আশানুরুপ নয়। তাই আমরা এ সকল ব্যবসায়ীদের কথা চিন্তা করে এ B2B সাইটটি তৈরি করা। যাতে তারা কোটিপতি উৎপাদন কারী ও কোটিপতি পাইকারি ব্যবসায়ীর কারনে তার ব্যবসার কোন ক্ষতি না হয় বরং যেন কোটপতি ব্যবসায়ীর চেয়ে তার ব্যবসা ভলো হয়।

বর্তমান ইন্টারনেট এর যুগে B2B পাইকারি সাইট ক্রয় বিক্রয়ের হতে পারে আন্যতম নিরাপদ স্থান। যেখানে মানুষ পছন্দ মত পাইকারি পন্য ঘরে বসে কিনতে পারে এবং টাকা নিয়ে ঝামেলা ছাড়াই তাকে টাকা পে করতে পারবেন। 


★আমাদের B2B Website সাইট এর ফিচার সমুহ.
আমাদের B2B সাইটের প্রবেশ করতে www.eibbuy.com তে ক্লিক করুন। এখন আমাদের সাইটটি ওপেন হবে। উপরে আমাদের সাইটটির লোগ। এর পর নিচে সার্চ বাটন। তার পাশে একটি মেনুবার র‍য়েছে তাতে পোডাক্ট কেটাগরি রয়েছে। এর পর আমাদের পোস্ট করা ব্লগ রয়েছে। কয়েকটির সব ব্লগ দেখুন এরুপ একটি আপশন রয়েছে যাতে সব ব্লগ দেখতে পাবেন। এর পর নিচের মেনুতে রয়েছে জনপ্রিয় পোস্ট গুলো। তার পর মেনুটি কাস্টমার এর জন্য। যারা পোডাক্ট খুজে পাচ্ছেন তারা এখানের ফরমটি পুরন করেলে আপনি যে পন্য খুজছেন সে পন্য যে সাপ্লাইয়ের এর কাছে আছে তারা আপনাকে পোন দিবে। এর পরের মেনুটি হচ্ছে কোন পন্য নিলামে তোলা যা সাইট কৃত পক্ষের জন্য নির্ধারিত। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের ইমেল করুন। এর পরে প্রোডাক্ট কেটাগরি আসবে এতে যার পোডাক্ট বেশি ভিউ হবে এই ভিত্তিতে প্রোডাক্ট শো হবে। 


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js