যারা আমদানি রপ্তানির ব্যবসার সাথে জড়িত তারা কাস্টমস ট্যাক্স নিয়ে কম বেশী সবাই জানেন। অনেকেই আছেন বিদেশ থেকে পণ্য আমদানি করে প্রায় সবাই কাস্টমস ট্যাক্স নিয়ে ঝামেলায় পড়েন। আসলেই কি কাস্টমস ট্যাক্স ঝামেলা। না কাস্টমস ট্যাক্স কোন ঝামেলা নয়। সরকার কাস্টমস ট্যাক্স দিয়ে দেশের উন্নয়ন করে থাকে। বাংলাদেশের জাতীয় বাজেটে কাস্টমস ট্যাক্স বড় ভুমিকা রাখে।
দেশের উন্নয়নে কাস্টমস ট্যাক্স
খুব বেশী কাজে আসে। কিন্তু মানুষ সব সময় ভাবে কাস্টমস ট্যাক্স অনেক বেশী
রাখে। আসলে কাস্টমস ট্যাক্স বেশী না।
আমাদের যে কোন পণ্য আমদানি করতে
অবশ্যই আগে কাস্টমস ট্যাক্স জেনে নিতে হবে। সরকার যত ধরনের পণ্য আছে সব
কিচুরই একটা কাস্টমস ট্যাক্স নির্ধারণ করে দিয়েছেন। আমদের আমদানি করার আগেই
এই কাস্টমস ট্যাক্স জেনে নিতে হবে। প্রত্যেকটা পণ্য আমদানি করতে সরকার
নির্ধারিত কাস্টমস ট্যাক্স দেয়ার ফর্ম দেয়া হয় এবং সেটাকে এসেসমেন্ট পেপার
বলে। আপনি যখন কাস্টমস ট্যাক্স পরিশোধ করবেন তখন আপনাকে কাস্টমস
ট্যাক্সের সাথে একটা এসেসমেন্ট পেপার দেয়া হবে।
সেখানে বিস্তারিত দেয়া থাকবে আপনার আমদানি পণ্যের মোট কাস্টমস ট্যাক্স কত আসলো। কাস্টমস ট্যাক্স বলতে একটা সামস্টিক বিসয়কে বুঝায়। কাস্টমস ট্যাক্সে যোগ হয় আমদানি পণ্যের অবগরি শুল্ক, ভ্যাট, ট্যাক্স, অ্যাডভাঞ্চ ইনকাম ট্যাক্স ইত্যাদি। এছাড়া আমরা চাইলেই নিজেরা নিজেদের পণ্যের কাস্টমস ট্যাক্স দিতে পারিনা। সে জন্য আমাদের সহযোগিতা নিতে হয় কাস্টমস ক্লিয়ারিং প্রতিষ্ঠানের। তারা কাস্টমস ট্যাক্স দেয়ার সাথে সাথে তাদের কমিশন বাবদ কিছু টাকা এই কাস্টমস ট্যাক্সের সাথে যোগ করে থাকে।
কাস্টমস
ট্যাক্স নিয়ে ঢাকা এয়ারপোর্ট, চট্টগ্রাম সি পোর্টে, বেনাপোল ল্যান্ড
পোর্টে যদি কোন ঝামেলায় পড়েন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।
ভেকু
মেশিন বা Excavator এর সাথে সুমনের পরিচয় বেশি দিনের নয়। ভেকু মেশিনের
ব্যবসার (Excavator Business) সাথে কখনো নিজেকে জড়াবে তাও সে কল্পনাতেও
ভাবেনি। রিজিকের মালিক আল্লাহ। আমরা যেভাবে ভাবি, তার চাইতেও ভালো ভাবনা
আল্লাহ আমাদের জন্য ভেবে রাখেন। সুমনের রিজিকের বরকত ভেকু মেশিনের ব্যবসার
(Excavator Business) সাথে জড়িয়ে দিয়েছেন, সফলতাটা সুমন নিজের আগ্রহ,
কর্মনিষ্ঠা দিয়ে গড়ে নিয়েছে। গ্রামে টিউশনি করে সুমন দিন পার করতো। একবার
এক ছাত্রের বোনের বিয়ের দাওয়াতের জন্য অন্য এক গ্রামে গিয়ে দেখতে পায় ভেকু
মেশিন (Excavator) দিয়ে পুকুর কাটা হচ্ছে। ভেকু মেশিনের (Excavator) কাজ সে
এক দেখার মতো ব্যাপার। এক এক থাবাতে দশ পনেরো জন লেবারের মাটি তুলে ফেলে।
ভেকু মেশিন (Excavator) দিয়েই আবার মাটি সমান করার কাজও করা যায়। দুপুরের
সময়ে ভেকু মেশিনের (Excavator) ড্রাইভার খাবারের বিরতিতে, সুমন তার সাথে
আলাপ করে ভেকু মেশিনের ব্যবসার (Excavator Business) অনেক কিছুই সে জানতে
পারে। তার গল্পটা দিয়েই আমাদের আজকের টপিক "ভেকু বা Excavator মেশিনের
ব্যবসা (Excavator Business)"
ভেকু মেশিনের (Excavator) টেকনিকেল
ব্যাপার গুলো বলার আগে জেনে নিই সুমন কিভাবে ভেকু মেশিনের ব্যবসায়
(Excavator Business) সফলতা পেলো। দাওয়াত খেয়ে এসে সুমন অলসতায় ঘুমিয়ে
ঘুমিয়ে সফলতার স্বপ্ন না দেখে, খোঁজ নিয়ে ফেললো এলাকায় কে বা কারা ভেকু
মেশিন (Excavator) ভাড়া দেয়। যেহেতু ভেকু মেশিন (Excavator) হেভি মেশিনারিজ
এর ব্যবসা, তাই এলাকার হেভি ওয়েট লোকেরাই এর সাথে জড়িত থাকে। সুমন খোঁজ
পেলো এলাকার রাজনৈতিক এক হেভি মেশিনারিজ এর ব্যবসায়ির সাথে। উনি মাসিক
চুক্তিতে ভাড়া দিয়ে থাকেন। ভেকু মেশিনের (Excavator) ভাড়াও আবার নির্ধারিত
হয় মেশিনের বিভিন্ন পয়েন্টের সাইজের উপর। 3 point, 4.5 point, 5 point, 7
point এই রকম।
Point 3 এর একটি Excavator বর্তমানে ভাড়া হচ্ছে
প্রতিমাসে ১,৫০,০০০ টাকা, শুধুমাত্র গাড়ির বডি ভাড়া। এটার ট্রান্সপোর্টেশন,
তেলের খরচ, ড্রাইভার এন্ড হেল্পার চার্জ এবং তাদের খাওয়া দাওয়ার খরচ
আলাদা। সুমনের হিসেব করে দেখলো ভেকু মেশিনের (Excavator) ড্রাইভার এবং
হেল্পার তাদের পিছনে খরচ হতে পারে প্রায় ২০,০০০ টাকা। কাজের পরিধি অনুযায়ি
ভেকু মেশিনে (Excavator) তেলের খরচ আনুমানিক ৫০,০০০ টাকা। শুকনো মৌসুমে
ভেকু মেশিন ট্রান্সপোর্টেশনে ঝামেলা খুব একটা নেই, মেশিনটি চালিয়ে নিয়ে আসা
যায়। এলাকায় লেবার দিয়ে একটা পুকুর কাটাতে লেগে যায় প্রায় অর্ধ মাস,
লেবারের পিছনে খরচও অনেক, শ্রমও অনেক।
গল্পে গল্পে আমরা কিন্তু চলে
যাচ্ছি আয় ব্যয়ের হিসেবে। যেহেতু সুমনের গ্রামে ভেকু মেশিনের (Excavator)
সাহায্যে পুকুর কাটা বিষয়টি একেবারেই নতুন, তাই সুমন প্রথমে Experimental
Promotion করলো। কাস্টমারকে ফ্রিতে বুঝতে দেয়া বা অভিজ্ঞতা দেয়া যে ভেকু
মেশিনের (Excavator) সার্ভিস কেমন। নিজ বাড়ি সংলগ্ন প্রায় ১৫ শতক জায়গায়
সুমন ভেকু মেশিন (Excavator) দিয়ে একটা পুকুর কেটে ফেললো। সময় লাগলো মাত্র
দেড় দিন। মানুষ মাত্র দুই জন (ভেকু মেশিনের ড্রাইভার ও হেল্পার)। একদিন ১০
ঘন্টা, পরের দিন ৭ ঘন্টা। তার কাজ দেখে পাশের জমির লোকও ভাড়া করে ফেললো।
প্রতি ঘন্টা সুমন ভাড়া দিলো ১,৫০০ টাকা করে। এর ভিতরই ভেকু মেশিনের তেলের
খরচ। ভেকু মেশিনের ড্রাইভার ও হেল্পারের খাওয়া দাওয়ার খরচ যে ভাড়া নিয়েছে
তার। যার পুকুর যত বড় তার ঘন্টা হিসাবও বেশি। এভাবে সুমন প্রথম মাসেই
মেশিনে কাজ করালো ২০ দিন, প্রতিদিন ১০ ঘন্টা করে ২০ দিন ভেকু মেশিনে আয়,
১,৫০০ টাকা প্রতি ঘন্টা X ২০০ ঘন্টা (২০ দিন, ১০ ঘন্টা করে ) = ৩,০০,০০০/-
টাকা। শুধু মাত্র ৭ কি ৮ দিন মেশিনটি বিরতি দিয়ে বসে ছিলো, কেউ ভাড়া করেনি
বলে। আর যদি ভাড়া পাওয়া যেতো তাহলে ভেকু মেশিনে আয়ের হিসেবটাও বুঝতেই
পারছেন।
মাস শেষে ভেকু মেশিন (Excavator) এবং ভাড়া বাবদ সুমনকে
ফেরত দিতে হলো ১,৫০,০০০ টাকা। ভেকু মেশিনের (Excavator) তেল ও ড্রাইভার
হেল্পারের মজুরি সহ অনুমানিক ৫০,০০০ টাকা দেয়ার পর তার হাতে থাকলো
১,০০,০০০/-, সেই সাথে নিজের একটা পুকুরও কাটা হলো। সেই পুকুরটিও আবার পাঁচ
বছরের জন্য আরেকজনকে মাছ চাষের জন্য লাগিদ বা লিজ দিয়ে দিলো ৫০,০০০/-
টাকায়। সন্ধ্যা থেকে রাত পূর্বের টিউশনি তো আছেই। শুধুমাত্র মাস্টার সুমন
থেকে এখন গ্রামে সে পরিচিত মাস্টার ব্যবসায়ী নামে। আগে চায়ের দোকানে চা
খেতে খেতে ভাবা লাগতো কি করা যায়, এখন চা দোকান ছাড়াও অনেকেই চা খেতে
দাওয়াত করে, মাস্টার ব্যবসায়ীর কি আর সেই সময় হয় ! হেভি মেশিনারিজের
ব্যবসার সাথে থাকলে সময়েরও মূল্য হেভি হয়ে যায় ভাই।
এখন নিশ্চই
আপনারা জানতে চাচ্ছেন এই ভেকু মেশিনের দাম দর কি রকম, কোথায় পাওয়া যায় বা
মেশিন অপারেট শিখতে কতদিন সময় লাগতে পারে? অসংখ্য এই সকল প্রশ্নের উত্তর
জানতে ভিজিট করুন B2B Website ওয়েবসাইট। এছাড়াও আরও জানতে পারবেন কোন দেশ থেকে ভেকু মেশিন আমদানি করা ভালো, কোন সাইজের মেশিনের দাম কেমন। এছাড়া B2B Website সাথে কন্টাক্ট করতে পারেন, নিজ ব্যবস্থাপনায় তারাই সহযোগিতা করবে মেশিন ক্রয়ে।
B2B Website
কাছেও ভেকু কিনতে বা ভাড়া পাবেন। যদি ঠিকঠাক প্রশিক্ষণ নিয়ে শুরু করা
যায় বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক ব্যবসার মধ্যে এই ভেকু মেশিনের ব্যবসা
একটি অন্যতম। যোগাযোগ রক্ষা করে ধর্য্য ও সততার সাথে এই ব্যবসা পরিচালনা
করতে পারলে সাফল্য নিশ্চিত।
যা বলছিলাম কোন সাইজের ভেকু মেশিনের
দাম কেমন। বাংলাদেশে কিন্তু রিকন্ডিশন মেশিন গুলোই আসে। ব্র্যান্ড নিউ
মেশিনের দাম জেনে মাথা ঘামানোর দরকার নেই। রিকন্ডিশন দেখেই কিনে নিন। B2B Website ওয়েবসাইটে পাবেন বিভিন্ন সাইজের ভেকু মেশিনের দাম।
একটি পয়েন্ট থ্রি ভেকু মেশিন বা 3 Point Excavator এর দাম ২০-৩০ লক্ষ টাকা। বডি ভাড়া পড়বে মাসে ১,৫০,০০০ টাকা।
একটি পয়েন্ট ফাইভ ভেকু মেশিন বা 5 Point Excavator এর দাম ৩৫-৪৫ লক্ষ টাকা। বডি ভাড়া পড়বে মাসে ১,৮০,০০০ টাকা।
একটি সিক্স পয়েন্ট ফাইভ ভেকু মেশিন বা 6.5 Point Excavator এর দাম ৫০-৬৫ লক্ষ টাকা। বডি ভাড়া পড়বে মাসে ২,২২,০০০ টাকা।
একটি সেভেন পয়েন্ট ফাইভ ভেকু মেশিন বা 7 Point Excavator এর দাম ৭০-৮৫ লক্ষ টাকা। বডি ভাড়া পড়বে মাসে ২,৫০,০০০ টাকা।
বর্তমানে
ভেকু মেশিনের ব্র্যান্ড হিসেবে সুপরিচিত CAT এবং VOLO, তবে এর পাশাপাশি
অন্যব্র্যান্ড গুলোও খারাপ না, তাই অন্য গুলোও কিনতে পারেন দামেও অনেক কম
পাবেন। B2B Website ওয়েবসাইটে পেয়ে যাবে বিভিন্ন ব্র্যান্ড এর ভেকু মেশিন সম্পর্কে বিস্তারিত।
বিশ্বের ১০ টি সেরা ভেকু মেশিন কোম্পানি
Volvo Construction Equipment, a subsidiary of Swedish car maker Volvo, develops, manufactures and sells equipment for construction related industries. It is one of the world’s most popular excavator companies. Volvo excavator brands are built with responsive advanced hydraulics. Their fit systems are versatile for “easy bucket and tool change out”. Volvo CE says its crawler excavator is designed to deliver long lasting performance, strength, power and unrivaled fuel efficiency.
Caterpillar Inc., which is headquartered in Illinois, United States, ranks highly in the list of the world’s biggest excavator manufacturers, commanding a substantial share of the global excavator manufacturing industry. The company owns Bucyrus RH400, a front shovel excavator that holds the title of the world’s largest excavator. The excavator machine weighs around 980 tons. Caterpillar excavator brands are widely said to be durable and easy to maintain. They include the latest technology and safety features and are used for all kinds of projects.
Japanese multinational Komatsu is the world’s second largest manufacturer of construction and mining equipment after Caterpillar. Headquartered in Minato, Tokyo, Japan, the company is named after the city of Komatsu, Ishikawa Prefecture, where it was founded in 1921. Komatsu manufactures technologically advanced excavators with built-in 3D GPS systems and other technology features. The company is quite popular for its excavator range – from mini excavators to the more powerful large mining excavators. Komatsu diggers are among the best excavator brands in the world.
Doosan Infracore Company is a Korean multinational largely engaged in the manufacture and supply of heavy construction equipment. The company is globally renowned for its high-performance excavators, wheel loaders, articulated dump trucks, compact loaders, and mini-diggers. Doosan is renowned for its crawler excavators built mainly for loading, lifting, digging, scrap handling, and mass excavating.The excavators are popular for their explosive excavating force, great performance, high fuel efficiency, and convenient control.
Hitachi Construction Machinery Company specializes in the production, sales, and servicing of a diverse range of construction and transportation machinery. Founded in 1970 as a subsidiary of Hitachi Group, the Japanese company is renowned for its wide range of machinery, including mini and large excavators. Hitachi excavator brands are designed to deliver top performance, versatility and fuel efficiency at minimum overheads.
JCB, the brand name for Joseph Cyril Bamford Excavators Ltd., is a European company that produces construction, demolition, and waste handling equipment. Headquartered in Rocester, Staffordshire, JCB was established in 1945 by British businessman Joseph Cyril Bamford, after whom it is named. The company is owned by the Bamford family. Although JCB is known more for its backhoes and telehandlers in the US market, the company manufactures full-size and compact excavators. It offers 12 compact excavator models: from the 1.8-ton 18Z-1 to the 10-ton 100C-1. While the JCB compact excavators are generally used in a wide range of construction applications, machines in the 1.8- to 4-ton range are mostly used in landscaping jobs and are a popular choice for rental fleet managers.
Liebherr Group is a top supplier of heavy equipment in Europe. The German company, which was founded by Hans Liebherr in 1949, produces a wide range of highly popular excavators – making it a leading excavator company. Liebherr’s LTM 11200-9.1 is perhaps the most powerful mobile crane ever built. The company also boasts the longest telescopic boom in the world, which spreads fully to 100 meters. The appliance is fixed on a double cab truck and can lift 1200 metric tons.
Headquartered in Moline, Illinois, Deere & Company is an American firm that produces a range of construction, agricultural, and forestry machinery under the John Deere brand. Founded in 1837 by American blacksmith and manufacturer John Deere, Deere & Company is one of the world’s most popular excavator manufacturers. Since the 188,716-lb. John Deere 870G LC was presented to the market with its 31 ft. 5 in. digging depth, the machine quickly gained reputation as the largest Deere excavator to date. John Deere excavators are renowned for ease of service and low cost maintenance.
South Korea-based Hyundai Heavy Industries offers a range of powerful excavator models armed for nearly any digging, lifting and loading application – including restricted roadways, major structural projects, mass excavations, heavy-duty mining, scrap handling and more. Hyundai’s range of excavators that include compact (mini) excavators, crawler excavators, and wheeled excavators is renowned for speed, hydraulic power, and precision control.
Case Construction Equipment, popularly known as Case, is a brand of heavy construction equipment from CNH Industrial, a global leader in heavy machinery manufacturing business. Case produces a range of heavy machinery including excavators, wheel loaders, crawler dozers, compact track loaders, and motor graders. Case excavators are renowned for power, durability and flexibility.
উৎপাদন একটি দেশের বা পৃথিবীর মুল চালিকা শক্তি। বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা খাত হিসাবে উৎপাদন ব্যবসা অন্য ব্যবসার চেয়ে এগিয়ে। যে কোন দেশের অর্থনীতির জন্য উৎপাদন ব্যবসা একটি বড় যানবাহনের মত। পৃথিবীর যে সকল দেশকে শক্তিশালী অর্থনীতি ও শিল্প উন্নত হিসেবে বিবেচনা করা হয়, সে সকল দেশ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে উৎপাদন ব্যবসার উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ, কৃষি শিল্প যন্ত্রপাতি, কেমিক্যাল ও অন্যান্য সরঞ্জামের জন্য উৎপাদন শিল্পের উপর নির্ভরশীল।
উৎপাদন ব্যবসা বর্তমান সময়ের সবচে লাভজনক ব্যবসা হলেও সঠিক স্থানে বিক্রি করতে না পারা এবং সঠিক সময় বিক্রি করতে না পারা বা বড় বড় উৎপাদন ব্যবসায়ীদের জন্য পন্যের সঠিক দাম না পাওয়ার কারনে কিছু উৎপাদন ব্যবসায়ীরা লোকশানের সমুখীন। এ সব উৎপাদন কারী ব্যবসায়ীদের সাহায্য করার জন্য আমাদের B2B Website বা বাংলাদের সবচে বড় অনলাইন পাইকারী বাজারে রুপান্তর করা হয়। যাতে সকলে খুব সহজে বাংলাদেশের সবচে বড় অনলাইন পাইকারি বাজার B2B Website এ খুব সহজে ক্রয় ও বিক্রয় করতে পারে। আজকের পর্বে ২০ টি বর্তমান সময়ের সবচে লাভজনক উৎপাদন ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি চাইলে এ সব আইডিয়া থেকে বাছাই করে উৎপাদন ব্যবসা শুরু করতে পারেন।
★১. শিশুদের খেলনা উৎপাদনঃ
বাচ্চারা এখন খেলনা অনেক বেশী পছন্দ করে থাকে। আমরা যতই আধুনিক হয়ে উঠতেছি আমাদের বাচ্চারা ইনডোর খেলা ধুলার প্রতি আগ্রহী হয়ে উঠতেছে । বর্তমানে আমাদের দেশে অধিকাংশ খেলনা বিদেশ থেকে আসে। যদি আপনি একটি উৎপাদন ব্যবসা শুরু করতে চান তাহলে শিশুদের খেলনা উৎপাদন ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশী। এ ব্যবসার চাহিদা সব সময় সমান। তবে ব্যবসাটি ভালো ভাবে শুরু করতে হলে আপনাকে আনেক বেশি ইনবেস্ট করতে হবে।
ছোটদের কাছে খেলনার চেয়ে ভালো উপহার আর হয় না। বেশিরভাগ খেলনাই তৈরি হয় প্লাস্টিক দিয়ে। আপনিও তৈরি করতে পারেন। আশপাশের দোকানে সরবরাহ করে করতে পারেন আয়। প্লাস্টিক দিয়ে যেসব খেলনা তৈরি করা হয় তার মধ্যে গাড়ি, পুতুল, বল, প্লেন, পিস্তল ইত্যাদি উল্লেখযোগ্য। এসব খেলনা তৈরির পদ্ধতিও বেশ সহজ।
প্লাস্টিকের খেলনা সহজে ভাঙে না। কম দামেই পাওয়া যায় ছোটখাটো খেলনা। দামে সস্তা রঙিন প্লাস্টিকের খেলনা গ্রাম ও শহরের বাচ্চাদের কাছে সমান জনপ্রিয়। উন্নতমানের প্লাস্টিক দিয়ে খেলনা তৈরি করতে পারলে বিদেশেও রপ্তানি করা সম্ভব। ২৫-৩০ হাজার টাকা মূলধন নিয়ে ছোট আকারে প্লাস্টিকের খেলনা তৈরির ব্যবসা শুরু করা যায়।
দরকার প্রশিক্ষণ
প্লাস্টিকের খেলনা তৈরি শেখার জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়। এ জন্য সবচেয়ে ভালো হয় বড় কোনো কারখানার সঙ্গে যোগাযোগ করতে পারলে। প্লাস্টিকের খেলনা তৈরির ব্যবসা করে এমন কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছেও শেখা যায়।
যা যা লাগবে
স্থায়ী উপকরণ লাগবে স্ট্যাম্প মেশিন, যার দাম পড়বে ২৫০০-২৬০০ টাকা। আরো লাগবে পাঁচটি ডাইস, দাম ৬০০০-৬১০০ টাকা; টেবিল দুটি ১০০০-১১০০ টাকা, হাতপাম্প মেশিন তিনটি ৬০০-৬৫০ ও ফাইলিং মেশিন একটি ১০০০-১১০০ টাকা। মোট খরচ হবে ১১১০০-১১৫৫০ টাকা। কাঁচামাল হিসেবে লাগবে মারলেস পাউডার ১৫০ পাউন্ড ৩৯০০-৪০০০ টাকা, এল গাথেন পাউডার ৬০ পাউন্ড ১৫০০-১৬০০, পিপি পাউডার ৩০ পাউন্ড ৭৫০-৮০০, রিপিট ৩০ কেজি ৭৫০-৮০০, ব্যাগ বা প্যাকেজিং ১০ পাউন্ড ২৮০-৩০০, রশি তিন বান্ডিল ১০৫-১১৫, চায়না রং (লাল, নীল, রুপালি) ২০০ গ্রাম করে ৯০-১০০ টাকা। কাঁচামাল বাবদ মোট খরচ হবে ৭৩৪৫-৭৭১৫ টাকা। হার্ডওয়্যার ও রাসায়নিক দ্রব্য বিক্রির দোকানে পাওয়া যাবে এসব কাঁচামাল।
সাবধানতা
পুরান ঢাকার খেলনা তৈরির কারিগর সুমন মিয়া জানান, প্লাস্টিকের খেলনা তৈরির সময় সাবধান থাকতে হবে যেন বিভিন্ন উপকরণ নাকে-মুখে না লাগে। এ জন্য মুখে মাস্ক এবং হাতে গ্লাভস্ বা দস্তানা ব্যবহার করা উচিত। যন্ত্রপাতি ব্যবহারের সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারেও সতর্ক থাকতে হবে।
লাভের পরিমাণ
স্থায়ী যন্ত্রপাতির অবচয় (ক্ষতি) বাবদ খরচ হবে ১০-১৫ টাকা। কাঁচামাল বাবদ খরচ ১১১০০-১১৫০০ টাকা, ঘরভাড়া বাবদ খরচ ৪০০০-৪৫০০ টাকা, বিদ্যুৎ ও অন্যান্য ১৫০০-১৬০০ টাকা। মোট খরচ হবে ১৬৬১০-১৭৬১৫ টাকা।
উল্লিখিত পাউডারের পরিমাণ দিয়ে ২৮৭ গ্রোস খেলনা তৈরি করা সম্ভব। প্রতি গ্রোস খেলনার পাইকারি দাম ১৪৫ থেকে ১৫০ টাকা। খেলনা বিক্রি করা যাবে ২৫০ থেকে ৪০৫০ টাকা। খরচ বাদে লাভ হবে ২৫ থেকে ২০৩৫ টাকা। সময় ও স্থানভেদে লাভ কমবেশি হতে পারে।
★ ২. বৈদ্যুতিক বাল্ব ও ফিটিংস উৎপাদনঃ
বর্তমান বৈদ্যুতিক বাল্ব ও ফিটিংস একটি নতুন বাসস্থানের একটি গুরুত্ব পূর্ন উপাদান । এর প্রয়োজনীয়তা সব সময় সমান থাকে। তাই বৈদ্যুতিক বাল্ব ও ফিটিংসের প্রয়োজনীয়তা অপরিসীম। বৈদ্যুতিক বাল্ব ও ফিটিংসের একটি বিশাল বাজার রয়েছে। এটি এমন একটি ব্যবসা যা সহজেই ক্রেতাদের আকর্ষণ করতে পারে। যদি আপনার উৎপাদন সৃজনশীল হয়ে থাকে তাহলে আপনি সহজেই এই ব্যবসায় সফল হতে পারেন। তবে ভালো পরিমানে লাভ করতে হলে অনেক বেশি ইনবেস্ট করতে হবে।
★ ৩. প্লাষ্টিক বোতল উৎপাদন:
খাদ্য, পানীয়, কেমিক্যাল সহ অনেক শিল্পে প্লাষ্টিক বোতলের প্রয়োজন হয়। যদি আপনি খাদ্য, পানীয় অথবা কেমিক্যাল শিল্পে বোতল সরবরাহ করতে পারেন তাহলে আপনি সহজেই এই ব্যবসায় সফল হতে পারেন। তবে যদি আপনি ছোট পরিসরে শুরু করতে চান তাহলে আপনি পানির জার বোতল, প্লাস্টিকের জগ,মগ,বানাতে পারেন। ব্যবসাটি শুরু করার আগে এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে শুনে বুজে নিতে হবে।
★ ৪. হাড্রোলিক টাইলস উৎপাদন:
বর্তমান সময়ে অফিস, বাড়ী ইত্যাদির সামনের সৌন্দর্য্য বৃদ্ধি করতে হাড্রোলিক টাইলসের চাহিদা অপরিসীম। এ ছাড়া রাস্তার পাশে বা দোকানের সামনে এর চাহিদার ব্যপকতা লাভ করছে। এ ব্যবসাটি শুরু করতে তেমন বেশী ইনভেস্ট ও তেমন বেশী যায়গার প্রয়োজন হবে না। তবে ব্যবসাটি শুরু করতে চাইলে যেনে বুজে ও বিস্তারিত ধারনা নিয়ে শুরু করবেন।
★ ৫. ব্যাগ উৎপাদন:
পৃথিবীর যে কোন পেশার মানুষের ব্যাগ এর চাহিদা রয়েছে। এর মধ্যে রয়েছে স্কুলব্যাগ, হাত ব্যাগ, ফ্যাশন ব্যাগ, সরঞ্জাম ব্যাগ, ক্যামেরা ব্যাগ ইত্যাদি । ব্যাগ এর চাহিদা প্রয় সব সময় সমান। আপনি এ সব চাহিদা কথা চিন্তা করে ব্যাগ উৎপাদন ব্যবসাটি শুরু করতে পারেন। তবে এ ব্যবসায় আপনার বড় মূলধন হলে আপনার সৃজনশীলতা যা এ ব্যবসায় আপনাকে সফলতা এনে দিবে।
★ ৬. ঝাড়ু উৎপাদন ব্যবসাঃ
দেশে প্রতিদিন পরোক্ষ বা পতোক্ষ ভাবে ঝাড়ুর চাহিদা রয়েছে। এ ব্যবসার লাভ করা খুব সহজ। এ ব্যবসাটি শুরু করতে হলে আপনাকে ভালো মানের শলা সংগ্রহ করতে হবে। আপনি বিভিন্ন ঝাড়ু তৈরি করে পাইকারি বিক্রি করতে পারেন, যেমনঃ ঘর পরিস্কার করার, উঠান পরিস্কার করা সহ আরো ইত্যাদি। তবে এ ব্যবসায় আপনার সৃজনশীলতা থাকতে হবে।
★ ৭. নিজস্ব ব্যান্ডের বিদ্যুৎতিক সিলিং ফ্যান উৎপাদনঃ
আপনি যদি বড় আকারে এবং ইন্ডাস্ট্রি আকারে ব্যবসা শুরু করতে চান তাহলে এ ব্যবসাটি হতে পারে আপনার জন্য একটি আদর্শ ব্যবসা। এ ব্যবসাটি শুরু করতে হলে আপনাকে ফ্যানের কিছু যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করতে হবে যেমনঃ মোটর, কেপাসিটার,। এ ছাড়া বাকি যন্ত্রপাতি আপনি নিজে তৈরি করতে পারবেন। এ ব্যবসাটি শুরু করার পূর্বে অবশ্যই বিস্তারিত যেনে শুনে বুঝে মার্কেট প্লেস তৈরি করে শুরু করবেন। তবে টেকনি হিসাবে আপনার আশে পাশের বিল্ডিং কন্টাক্টর এর সাথে যোগাযোগ রাখবেন। যাতে তারা আপনার সিলিং ফ্যান সেই বিল্ডিং এ বিক্রির ব্যবস্থা করে দেয়।
★ ৮. নিজস্ব ব্যান্ডের ( dc) টেবিল ফ্যান উৎপাদন
বর্তমানে চার্জিং টেবিল ফ্যানের বেশ জনপ্রিয়তা রয়েছে। শহর থেকে গ্রামে এর জনপ্রিয়তা বেশী। এটি সাধারনত কারেন্ট গেলে ব্যবহৃত হয়। এছাড়া সৌর সোলার ব্যাটারির ফ্যান উৎপাদন করতে পারেন। তবে ভালো মানের ফ্যান উৎপাদন করতে হলে কিছু যন্ত্রপাতির বিদেশ থেকে আমদানি করতে হবে। এ ছাড়া আপনার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে লোকাল ভাবে এ সব ফ্যান উৎপাদন করে ভালো মানের আয় করতে পারেন।
★ ৯. মোবাইল পাওয়ার ব্যাংক উৎপাদনঃ
আপনি যদি ইলোক্ট্রনিক আইটেম উৎপাদন করে ব্যবসা করতে চান তাহলে পাওয়ার ব্যাংক উৎপাদন হতে পারে একটি লাভজনক ব্যবসা। এ ব্যবসা ব্যাটারি চার্জ হয়ার জন্য একটি সার্কিট এবং ব্যাটারি লাগবে যদি ভালো মানের পাওয়ার ব্যাংক উৎপাদন করতে চান তাহলে এগুলো বিদেশ থেকে আমদানি করতে পারেন। এ ছাড়া কাভার আপনি খুব সহজে পেয়ে যাবেন। ভালো বিক্রির জন্য ওয়ারেন্টির ব্যবস্থা রাখতে পারেন।
★ ১০. কাস্টমাইজ গিপ্ট তৈরি
আমরা নানা কারনে এবং নানারকম বিষয়কে কেন্দ্র গিপ্ট নেওয়া দেওয়া পছন্দ করি। কিন্তু সবাই চায় তার গিপ্ট যেন অন্যের চেয়ে আলদা হয়। তাই আপনি এ সুযোগেকে কাজে লাগিয়ে শুরু করতে পারেন কাস্টমাইজ গিপ্ট তৈরি ব্যবসা। এ ব্যবসায় আপনার বড় মূলধন হলো আপনার সৃজনশীলতা। যার মধ্যে আপনার ব্যবসায় সফলতা নির্ভর করে।
★ ১১. প্লাস্টিকের পুতুল উৎপাদন
প্লাস্টিকের বা কাপড়ের পুতুল উৎপাদন করে পাইকারী বিক্রি করে ব্যবসা করতে পারেন। এ ব্যবসাটি শুরু করতে হলে আপনার সৃজনশীলতা থাকতে হবে। তা না হলে এ ব্যবসায় সফলতা আসা খুব কঠিন।
★ ১২. বিভিন্ন গাছের বনসাই উৎপাদন
বাড়িতে রুম বা বারান্দার সৌন্দর্য বাড়াতে এর গুরুত্ব অত্যধিক। বর্তমানে শহরে এর চাহিদা ব্যপক। এ চাহিদার কথা চিন্তা করে বনসাই উৎপাদন এর ব্যবসা শুরু করতে পারেন
★ ১৩. হস্তশিল্পের ব্যবসা
হস্তশিল্পের ব্যবসা করে আপনি পচুর পরিমানে আয় করতে পারে। হস্তশিল্পের মধ্যে আপনি উৎপাদন করতে পারেন ১. নকশী কাথা ২. নকশা করা বেড় শিট ৩. নকশা করা জামা ৪. শীতল পাটি ৫. পাপশ সহ আরো আনেক কিছু। তবে উৎপাদন এর ক্ষেত্রে আপনার আশেপাশের চাহিদাকে গুরুত্ব দিতে হবে।
★ ১৪. পেপার কাপ উৎপাদন
বর্তমানে চা এর দোকানে ওয়ান টাইম কাপ হিসাবে পেপার কাপ এর চাহিদা অনেক। তা ছাড়া চা এর মেশিনে এ ধরনের কাপ ব্যবহৃত হয়। তাই আপনি এ সব চাহিদার প্রতি লক্ষ রেখে শুরু করতে পারেন পেপার কাপ উৎপাদন ব্যবসা।
★ ১৫. প্লাস্টিকের স্যান্ডেল জুতা উৎপাদন
বাসা বাড়িতে প্লাস্টিকের স্যান্ডেল জুতার ব্যপক প্রচলিত। প্লাস্টিকের স্যান্ডেল উৎপাদন করে ব্যবসা করতে আপনার তেমন বেশী পুজির প্রয়োজন হবে। আপনি প্রথম আবস্থায় ম্যনুয়াল মেশিন দিয়ে শুরু করতে পারেন। জুতা তৈরির মেশিন পাইকারী দাম সম্পর্কে যানতে এখানে ক্লিক করুনঃ
★ ১৬. কাজের শপিং ব্যাগ উৎপাদন
প্রতিটি কাপড় বা মোবাইল বা অন্যন্য দোকানে শপিং ব্যাগ পন্য কাস্টমারকে দিতে শপিং ব্যাগ ব্যবহৃত । সল্প পরিমানে পন্য কাস্টমারকে প্যাকেট কিরে দেওয়ার জন্য কাগজের সপিং ব্যাগ ব্যবহৃত হয়।
★ ১৭. কয়েল উৎপাদন
মশা তাড়ানোর জন্য কয়েল এর ব্যবহার সবচেয়ে বেশি। শীত মৌসুমের তুলনায় গরম মৌসুমে মশার কয়েলের ব্যবহার অনেক বেশি। বর্তমানে মশার কয়েল তৈরি করে এরকম বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। তবে আপনার পন্য ভালো মানের হলে আপনার ব্যবসায় সফলতা আসবে।
★ ১৮. কলম উৎপাদন
কলম এমন একটি পন্য যা সব সময় ব্যবহার করা হয়। এ ব্যবসায় কম পুজিতে অধিক লাভ করা যায়। এ ব্যবসার বড় সমস্য হলো দেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে যাদের কলম অনেক উন্নত মানের এবং তারা যে দামে বিক্রি করছে সে কলম আপনি সেই দামে বিক্রি করতে খুব কষ্ট সাধ্য। কারন তারা বেশি পরিমানে উৎপাদন কিরে। তাই তাদের সাথে পাল্লা দিয়ে ব্যবসা করা অনেক কঠিন হয়ে পড়ে। এর পরেও লোকাল মার্কেটে বিক্রি করে ভালো পরিমানে লাভ করতে পারবেন। কলম তৈরির মেশিন পাইকারী দাম সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
★ ১৯. ব্লক ইট উৎপাদন
প্রযুক্তির উন্নয়ন এর ফলে মাটি পোড়া দিয়ে তৈরি করা ইট এর পরিবর্তে ব্লক ইট এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পোড়া ইটের তুলনায় ব্লক ইট আনেক টেকসই এবং খরচ তুলনামুলক ভাবে কম। তবে ব্লক ইট যেহেতু নতুন তাই এর চাহিদা সব স্থানে সমান নাও হতে পারে। ব্লক ইট তৈরির মেশিন পাইকারী দাম সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন ।
★ ২০. কাঠের ফার্নিচার উৎপাদন
প্রযুক্তির উন্নয়ন এর ফলে কাঠের ফার্নিচার তৈরিতে মানুষ এখন প্রযুক্তির দারাস্ত হয়েছে। বর্তমানে সিএনসি রাউটার মেশিন এর সাহায্যে খুব কম সময়ে নিখুঁত ডিজাইন করা এবং নিখুঁত ভাবে ফার্নিচার তৈরি করা খুব সহজ হয়েছে। এ ব্যবসাটি শুরু করতে হলে আপনাকে বেশি পরিমানে ইনবেস্ট করতে হবে। অধিক পরিমান পন্য উৎপাদন এর ইচ্ছা থাকতে হবে তা না হলে লোকশানের সমুখীন হতে হবে। সিএনসি রাউটার মেশিনের দাম সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
কোথায় কিভাবে পাইকারী বিক্রি করবেনঃ
উপরুক্ত উৎপাদন ব্যবসার আইডিয়া দেওয়ার পর এখন একটি প্রশ্ন থেকে যায় কোথায় বিক্রি এবং কিভাবে বিক্রি করবেন। এখন আমার উত্তর হলো আপনি যে ব্যবসাটি শুরু করতে চান নিশ্চয়ই সে ব্যবসা সম্পকিত পাইকারী বিক্রেতার সাথে কথা বলেছেন। এবং সব ভেবে চিনতে শুরু করেছেন। কারন ব্যবসা শুরু করে হুট করে বন্ধ করে দিলে লোকশানের সমুখীন হতে হবে।
তবে কারো কারো চিন্তা আসতে পারে যদি পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন Alibaba (B2B) সাইটে বিক্রি করার। কিন্তু আনলাইনে সার্চ করে জানতে পারে সেখানে বার্ষিক ফি রয়েছে যা ছোটখাট উৎপাদন কারীদের জন্য অনেক বেশী।
এ সব কথা চিন্তা করে এবং আমাদের কিছু পাঠকদের অনুরোধে আমরা এ সাইটকে আলিবাবার মতো বাংলাদেশের সবচে বড় অনলাইন পাইকারি বজার B2B Website সাইট সম্পুর্ণ বাংলাতে রুপান্তর করা হয়। যাতে সর্বসাধারণ খুব সহজে তাদের উৎপাদন করা পন্য পাইকারী বিক্রি করতে পারে। এবং সেখান থেকে পাইকারী বিক্রেতারা পাইকারী কিনতে পারে। এ ক্ষেত্রে বিক্রেতার লাভ হলো সে এক স্থানে বসে দেশের বিভিন্ন পন্য বিক্রি করতে পারে। এবং কাস্টমারকে খুব সহজে যে কো পন্য দেখতে পারে। কাস্টমার বা পাইকারি ক্রোতা এর সুবিধা হলো সে সময় খরচ না করে আসল উৎপাদনকারী থেকে পন্য ক্রয় করতে পারে। এতে সে যেমন কম দামে পায় তেমনি তার টাকার পুর্নাঙ্গ নিরাপত্তা থাকে। তবে প্রযুক্তির এ উন্নতির যুগে মানুষ এখন অনলইনে ক্রয় বিক্রয় বেশি আগ্রহী।
( উপরুক্ত আইডিয়া থেকে যদি কোন আইডিয়া আপনার কাছে ভালো লাগে এবং সেই আইডিয়া অনুযায়ী ব্যবসা শুরু করতে চান তাহলে আবশ্যই বিস্তারিত যেনে শুরু করবেন কারণ আইডিয়া গুলো সংক্ষিপ্ত)
ব্যবসাকে ভলোবাসুন সফলতা একদিন আসবেই। আজকের পর্বের আইডিয়াটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ।
বাংলাদেশের সবচে বড় পাইকারি আনলাইন B2B মার্কেট প্লেসে আপনাকে স্বাগতম। আজকের পোস্টটি কাস্টমার ও সাপ্লায়ার এর অনুরোধে তৈরী। আজকের পর্বটি আমরা দুই ভাগে ভাগ করেছি। আজকের পর্বে আমরা আলোচনা করব,
১. B2B সাইট কি?
২. B2B সাইটে কিভাবে পন্য বিক্রি করা হয়??
৩. আমাদের www.eibbuy.com (B2B) ওয়েব সাইট তৈরির উদ্দেশ্য??
৪. আমাদের eibbuy.com B2B সাইট এর ফিচার সমুহ.
৫. কিভাবে আমাদের সাইটে সাপ্লাইয়ার বা বিক্রয় করার একাউন্ট খুলবেন।
৬. কিভাবে eibbuy.com থেকে পন্য ক্রয় করবেন।
এবং থাকছে ক্রয় ও বিক্রয় এর ক্ষেত্রে নিরাপত্তা পলিসি eibbuy cash wallet এর ব্যবহার যা দিয়ে কাস্টমার সম্পুর্ন নিরাপদে পন্য ক্রয় করতে পারবে এবং সাপ্লায়ার নিরাপদে পন্য বিক্রিয় করতে পারবেন । এবং সর্বশেষ থাকছে কিভাবে বিনা-পুজিতে আমাদের B2B সাইট দিয়ে আয় করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এবং থাকছে সাইটটি লাঞ্চ করার পর আপনাদের করা কিছু প্রশ্ন এবং তার উত্তর।
★ B2B ই-কমার্স সাইট কি???
আমাদের
প্রথমে জানতে হবে B2B মানে হল বিজনেস টু বিজনেস। অথ্যাৎ এটি হলো পন্য
উৎপাদন করে বিক্রেতা ও পাইকারী বিক্রেতার একমাত্র আনলাইন সাইট। একজন খুচরা
বিক্রেতা বা খুচরা ব্যবসায়ী জন্য হতে পারে এ সাইট তার ব্যবসার
গুরুত্বপূর্ণ দিক। একজন খুচরা বিক্রেতার পক্ষে আপডেট এবং সঠিকভাবে ভাবে এক
দিনে পন্য কেনা সম্ভব নয়। আবার একজন পান্তিক বা গ্রামের দরিদ্র উৎপাদন কারী
শহরে দোকান দিয়ে পন্য বিক্রি তার পক্ষে সম্ভব নয়।
তাই এ সবের কথা চিন্তা করে মুলত আমাদের এই সাইটটি তৈরি।
★ B2B সাইটে কিভাবে পন্য বিক্রি করা হয়???
এ
সাইটে সকল পন্য পাইকারী বিক্রি করা হয়। তাই এ সাইটে একটি নির্দিষ্ট
পরিমানের কমে পন্য বিক্রি করা হয় না। তবে এটি পন্যের ধরন অনুযায়ী নির্ধারিত
করা হয়। যেমনঃ বড় পন্য একটি এবং ছোট পন্য কমপক্ষে ৩ টি। এ সাইটে পন্য
বেশি অর্ডার করার পূর্বে কাস্টমার আপনার কাছে থেকে সেম্পল চাইতে পারে ।
এই সাইটে পন্য ক্রয় ও বিক্রির ক্ষেত্রে ওয়েবসাইট এর কৃতপক্ষ কোন তদারকি
করে না। শুধু বিক্রেতার পন্য বিক্রি হোক এ চিন্তা থাকে।
বিক্রেতার পন্য সকলের কাছে পোছানোর জন্য ফেসবুকে পোমট এবং গুগলে এর্ড দিয়ে থাকে। B2B সাইট তাদের কাস্টমার ও বিক্রেতার সুরক্ষা জন্য ক্রয় বিক্রয় পলিসি গ্রহন করে। এতে নিশ্চিন্তে উভয়েই ক্রয় বিক্রয় করতে পারে। তবে B2B সাইটে পন্য বিক্রির বা সাপ্লাইয়ার একাউন্ট খোলার ক্ষেত্রে তারা একটি বার্ষরিক ফ্রি নিয়ে থাকে। কিন্তু আমরাই সর্ব প্রথম বিনা পয়সা সম্পুর্ন ফ্রিতে আমাদের B2B সাইট ই-বাইতে সাপ্লাইয়ের একাউন্ট খোলার সুজোগ দিচ্ছি। সিমিত সময়ের জন্য।
★আমাদের B2B Website ওয়েব সাইট তৈরির উদ্দেশ্য??
আমাদের
সাইটটি মুলত ২০১২ সাল থেকে শুরু। আমরা প্রথম থেকে ২০২০ পর্যন্ত বিভিন্ন
ব্যবসায়িক আইডিয়া এ সাইটে দিয়েছি। এ ছাড়া আমাদের একটি ইউটিউব চ্যানেল
রয়েছে। যাতে আমরা আমদানি রপ্তানি এবং ব্যবসায়িক আইডিয়া দিয়েছি।
এ
সাইট তৈরির ক্ষেত্রে ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েব সাইট মুল
অনুপ্রেরণা। আমাদের ব্যবসায়ী ভাইয়ের আমাদের আইডিয়ার নিচে কমেন্টে করে এবং
ফোন করে বলে আপনাদের আইডিয়া মত উৎপাদন বা ব্যবসা শুরু করি কিন্তু বিক্রি
আশানুরুপ নয়। তাই আমরা এ সকল ব্যবসায়ীদের কথা চিন্তা করে এ B2B সাইটটি
তৈরি করা। যাতে তারা কোটিপতি উৎপাদন কারী ও কোটিপতি পাইকারি ব্যবসায়ীর
কারনে তার ব্যবসার কোন ক্ষতি না হয় বরং যেন কোটপতি ব্যবসায়ীর চেয়ে তার
ব্যবসা ভলো হয়।
বর্তমান ইন্টারনেট এর যুগে B2B পাইকারি সাইট ক্রয় বিক্রয়ের হতে পারে আন্যতম নিরাপদ স্থান। যেখানে মানুষ পছন্দ মত পাইকারি পন্য ঘরে বসে কিনতে পারে এবং টাকা নিয়ে ঝামেলা ছাড়াই তাকে টাকা পে করতে পারবেন।
★আমাদের B2B Website সাইট এর ফিচার সমুহ.
আমাদের B2B সাইটের প্রবেশ করতে www.eibbuy.com তে
ক্লিক করুন। এখন আমাদের সাইটটি ওপেন হবে। উপরে আমাদের সাইটটির লোগ। এর পর
নিচে সার্চ বাটন। তার পাশে একটি মেনুবার রয়েছে তাতে পোডাক্ট কেটাগরি
রয়েছে। এর পর আমাদের পোস্ট করা ব্লগ রয়েছে। কয়েকটির সব ব্লগ দেখুন এরুপ
একটি আপশন রয়েছে যাতে সব ব্লগ দেখতে পাবেন। এর পর নিচের মেনুতে রয়েছে
জনপ্রিয় পোস্ট গুলো। তার পর মেনুটি কাস্টমার এর জন্য। যারা পোডাক্ট খুজে
পাচ্ছেন তারা এখানের ফরমটি পুরন করেলে আপনি যে পন্য খুজছেন সে পন্য যে
সাপ্লাইয়ের এর কাছে আছে তারা আপনাকে পোন দিবে। এর পরের মেনুটি হচ্ছে কোন
পন্য নিলামে তোলা যা সাইট কৃত পক্ষের জন্য নির্ধারিত। যদি কারো প্রয়োজন হয়
তাহলে আমাদের ইমেল করুন। এর পরে প্রোডাক্ট কেটাগরি আসবে এতে যার পোডাক্ট
বেশি ভিউ হবে এই ভিত্তিতে প্রোডাক্ট শো হবে।
বর্তমান সময়ে সবচে লাভজনক ব্যবসা হিসেবে কৃষি ভিত্তিক ব্যবসা দিন দিন বৃদ্ধি। কৃষি এখন আর ধান চাষ ও জুম চাষের মধ্যে সীমাবদ্ধ নয়। বর্তমানে এটি ব্যপকতা লাভ করেছে। প্রকৃতিক ভাবে যা উৎপাদন হচ্ছে তাই কৃষির অন্তভুক্ত। বর্তমানে সবচে লাভজনক ব্যবসা হওয়ায় তরুণ প্রজন্ম এ ব্যবসা শুরু করচে। আজকের পর্বে কৃষিতে বর্তমান সময়ের সবচে লাভজনক ( ১০ ) ব্যবসার আইডিয়া শেয়ার করবো। তো চাইলে আপনি শুরু করতে পারেন এ ব্যবসাটি।
১. কৃষি ফার্ম
যুক্তিসঙ্গত অর্থে কৃষি ফার্ম হলো কৃষিতে ব্যপক ভাবে ইনবেস্ট করা। এভাবে ব্যবসা করতে হলে আপনাকে বড় আকারে জায়গার প্রয়োজন পড়বে। এভাবে বিনিয়োগ করে কেউ কৃষি খামার-এর ব্যবসা শুরু করতে পারেন। তবে কৃষি ফার্মে স্থানীয় চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারেন তবে রপ্তানী ইচ্ছা থকলে সে অনুযায়ী উৎপাদন করতে পারেন । এ চাড়া আপনি দূরবর্তী অঞ্চলে এমনকি আপনি বিতরণ কেন্দ্রগুলির মাধ্যমে পণ্য সরবরাহ করতে পারেন। এ ব্যবসাটি ঠিক মত করতে পারলে এটি হবে বর্তমান সময়ের সবচে লাভজনক ব্যবসা।
২. ভার্মিকম্পোস্ট জৈব সার উৎপাদন
জমিতে ভালো মানের ফসল উৎপাদন এবং রাসায়নিক মুক্ত ফসল উৎপাদনে জৈব সারের গুরুত্ব আনেক বেশী। এটির চাহিদা গ্রামে কম থাকলেও শহর বা আর্গানি ফুর্ড খামারীদের জন্য বেশ গুরুত্বপুর্ন। তাই আপনি চাহিদা দিক লক্ষ রেখে জৈব সারের ব্যবসা করতে পারেন। উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে সঠিকভাবে জেনে আপনি এই ব্যবসাটি শুরু করে ঠিক মত করতে পারলে এটি হবে বর্তমান সময়ের সবচে লাভজনক ব্যবসা।
৩. পোল্ট্রি ফার্মিং
এটি তিন দশক ধরে একটি প্রযুক্তি-বাণিজ্যিক শিল্প রূপে পরিচিত। এটি কৃষি ও কৃষিকাজ ব্যবসায়ের দ্রুত বর্ধনশীল খাত হিসাবে বিবেচিত হয়। তবে বর্তমানে সঠিকভাবে পরিকল্পনার অভাব এবং কম মূলধন এর কারনে ব্যবসায়ীরা লোকসানের সমুখীন।
৪. মাশরুম চাষের ব্যবসা
মাশরুম বর্তমানে একটি ভেষজ উদ্ভিদ হিসেবে প্ররিচিত। আপনি যদি এ ব্যবসাটি করতে আগ্রহি হন তাহলে মাশরুম সম্পর্কে ভালো জ্ঞান রাখা কোথায় বিক্রি করবেন এবং কিভাবে বিক্রি করবে এ সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে । এ ব্যবসাটি ঠিক মত করতে পারলে এটি হবে বর্তমান সময়ের সবচে লাভজনক ব্যবসা।
৫. হাইড্রোপনিক বৃক্ষের খুচরা দোকান
এটি একটি নতুন বৃক্ষরোপণ প্রযুক্তি, যেখানে বাণিজ্যিক এবং ঘরের ব্যবহারের জন্য মাটি ছাড়াই বৃক্ষ রোপণ করা যায়। এটি শহরে বেশ পরিচিত। এ ছাড়া অফিস বা বাসা বাড়তে এ সকল গাছের ব্যবহার লক্ষ করা যাচ্ছে।
৬. মৌমাছি পালন ব্যবসা
মৌমাছি পালনের ব্যবসাটি করা হয় মুলত মধু সংগ্রহ করা এবং বিক্রির জন্য। বিশ্বব্যাপী মধুর চাহিদা বাড়ছে। ভেজাল মুক্ত মধুর চাহিদা সবখানে সমান। এ ছাড়া আপনি মৌচাক থেকে মোম সংগ্রহ করে বিক্রি করতে পারেন। তবে ব্যবসাটি শুরুর আগে এ বিষয়ে ধারণা রাখতে হবে ।এ ব্যবসাটি ঠিক মত করতে পারলে এটি হবে বর্তমান সময়ের সবচে লাভজনক ব্যবসা।
৭. মৎস্য চাষ এর ব্যবসা
এ ব্যবসাটি সম্পর্কে আমাদে সবার ধারনা রয়েছে। তবে নতুন করে চিন্তা করে শুরু করেলে লোকশানের সমুখীন হতে হবে না। এই ব্যবসাটি বছরের যে কোনও সময় করা যেতে পারে। বর্তমান সময়ের বায়োপ্লক ও আর এস বা খাচায় মাচ চাষ করে লাভবান হতে পারেন।
৮. ফলমূল ও শাকসবজি রপ্তানি
স্থানীয় কৃষকদের কাছ থেকে ফল ও সবজি সংগ্রহ করে রপ্তানি ব্যবসা শুরু করতে পারেন। এ ব্যবসাটি শুরু করতে হলে ভালোমানের সবজির সংগ্রহ থাকতে হবে। তবে যেগুলো সহজে নষ্ট হয়ে যায় সেগুলো সংগ্রহ করবেন না।
৯. ঝাড়ু উৎপাদনের ব্যবসা
এটি একটি ভাল এবং লাভজনক ব্যবসায়ের ধারণা, কারণ ঝাড়ু পরিষ্কার করার উদ্দেশ্যে বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। এটি একটি সহজ ব্যবসা। নারকেল গাছের পাতা থেকে সলা বের করে এটি তৈরী করা হয়। এছাড়া আরো একটি ঝাড়ু রয়েছে যা কাশপুল জাতীয় গাছ থেকে তৈরী। এ ছাড়া আপনি নিজে বিক্রি করে বা পাইকারি বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো এ ব্যবসাটি ঠিক মত করতে পারলে এটি হবে বর্তমান সময়ের সবচে লাভজনক ব্যবসা।
১০. চিনা বাদাম, কাজু বাদাম প্রক্রিয়াজাত করন ব্যবসা
এটি বর্তমানে সবচে লাভজনক ব্যবসা। বাদাম আমরা সকলের প্রিয় খবার। এর চাহিদা সব সময়ে সমান। তাই আপনি এ চাহিদার প্রতি লক্ষ রেখে শুরু করতে পারেন এ ব্যবসাটি।
(উপরুক্ত আইডিয়া থেকে যদি কোন আইডিয়া আপনার কাছে ভালো লাগে এবং সেই আইডিয়া অনুযায়ী ব্যবসা শুরু করতে চান তাহলে আবশ্যই বিস্তারিত যেনে শুরু করবেন কারণ আইডিয়া গুলো সংক্ষিপ্ত)
ব্যবসাকে ভলোবাসুন সফলতা একদিন আসবেই। আজকের পর্বের আইডিয়াটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ।
বাংলাদেশে
গতানুগতিক ব্যবসায় পাইকারি ব্যবসা একটি গুরত্ত পূর্ণ ভুমিকা রাখে । পাইকারি
ব্যবসা তারাই করতে পারবেন যারা অনেক বেশী টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে
চান। এই ব্যবসায় পুঁজি অনেক বেশী ইনভেস্ট করতে হবে কিন্তু লাভ খুব সীমিত
আকারে আসবে। পাইকারি ব্যবসা করতে হলে আপানকে আগে থেকেই নির্ধারণ করে নিতে
হবে কোন যায়গায় আপনি ব্যবসাটি করতে চান। গ্রামের ছোট খাট বাজারে পাইকারি
ব্যবসা দেয়াটা তেমন একটা লাভজনক হবেনা। কারন পাইকারি ব্যবসা দেয়ার জন্য এমন
একটা জায়গা বেছে নিতে হবে যেখানে সকল খুচরা বিক্রেতাগণ
পাইকারি পণ্য ক্রয় করতে আসে। পাইকারি ব্যবসা দেয়ার জন্য উৎকৃষ্ট স্থান হলো থানা শহর, জেলা শহর বা বিভাগীয় শহর গুলি।
পাইকারি ব্যবসায় কেমন ইনভেস্ট লাগবে?
পাইকারি
ব্যবসা দিতে কেমন ইনভেস্ট করা লাগবে সেটা নির্ভর করে আপনার পণ্য, স্থানের
উপর। আপনি যদি পাইকারি ব্যবসা কোন থানা শহরে খুলেন তবে আপনাকে তেমন বেশী
ইনভেস্ট করতে হবেনা। যদি মুদি মালের পাইকারি ব্যবসা করতে চান তবে ১০-১৫ লাখ
টাকা মূলধন হলেই হবে। মুদি মালের পাইকারি ব্যবসা করার একটা বড় সুভিধা
রয়েছে। আপনার ব্যবসাটা যদি পপুলার কোন যায়গায় হয় তবে বিভিন্ন কোম্পানি
বাকিতে পণ্য সরবরাহ করে যাবে।
বড় বড় ভোগ্য প্রতিষ্ঠান যেমন প্রাণ,
ফ্রেস ইত্যাদি প্রতিষ্ঠান আপনার পাইকারি ব্যবসায় বাকিতে পণ্য দিয়ে যাবে।
তবে আপনি যদি কাপড়ের পাইকারি ব্যবসা করতে চান তবে আপনাকে অনেক বেশী ইনভেস্ট
করতে হবে। কারন কাপড় পাইকারি পাওয়া যায় ঢাকার ইসলামপুর । সেখানে আপনি
পরিচিত না হলে বাকিতে পণ্য দিবেনা । কাপড়ের পাইকারি ব্যবসা শুরু করতে ২০-৩০
লাখ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে।
পাইকারি ব্যবসায় কেমন লাভ হবে?
পাইকারি
ব্যবসা করলে আপনি খুচরা ব্যবসার মত লাভ করতে পারবেন না। পাইকারি ব্যবসাতে
১-৫% লাভ করতে পারবেন আপনি। এখানে লাভ বেশী করতে পারবেন না আপনি। তবে
বিক্রি বেশী হয় বিধায় পাইকারি ব্যবসা করে লাভ অনেক বেশী হয়। ১ লাখ টাকার
পণ্য বিক্রি করতে পারলে আপনি ১০০০-৫০০০ টাকা সর্বোচ্চ লাভ করতে পারবেন। আর
পাইকারি ব্যবসায় প্রতিদিন ১ লাখ টাকা বিক্রি করা খুবই স্বাভাবিক ব্যপার।
এই হিসাবে আপনি মাসে ১ লাখ থেকে দেড় লাখ টাকা আয় করতে পারবেন।
পাইকারি ব্যবসায় সমস্যা
পাইকারি
ব্যবসা করতে ইনভেস্ট যেমন বেশী তেমনি পাইকারি ব্যবসায় সমস্যাও অনেক বেশী।
পাইকারি দোকানের ভাড়া অনেক বেশী। আর কর্মচারী অনেক বেশী রাখতে হয়। যদি কোন
কারনে দোকান বন্ধ থাকে তবে লস অনেক বেশী হয়ে যাবে। এছাড়া এই ব্যবসায় অনেক
বেশী বাকি থাকে। খুচরা দকানদাররা অনেক সময় পাইকারি ব্যবসা থেকে পণ্য বাকি
নেয়। তবে এই বাকি টাকার ২০% আর ফিরে পাওয়া যায় না । প্রতি বছর ভালো একটা
পরিমাণ আপনাকে লস হিসাবে ছেড়ে দিতে হবে।
সরাসরি যোগাযোগ করতেঃ ০১৭৫২১২৮৮৯৪
চা একটি তৃপ্তিদায়ক পানীয়। বিশ্বের প্রায় প্রতিটি দেশে চা এর প্রচলন রয়েছে। আমাদের দেশে অসংখ্য চায়ের দোকান রয়েছে। আর এ সব দোকানে প্রয়োজন হচ্ছে চা পাতা। বর্তমানে ছোট বড় মিলিয়ে অসংখ্য চা পাতা বিপনন কারী প্রতিষ্ঠান রয়েছে। চা পাতার চাহিদা বেশী হওয়ায় বিক্রির ঝামেলা কম। এ ব্যবসাটি শুরু করতে আপনার তেমন বেশী পুজির প্রয়োজন হবে না। তো আপনি চাইলে গ্রামে বসে এ ব্যবসাটি শুরু করে মাসে ১৮ থেকে ২০ হাজার টাকা আয় করতে পারবেন।
কিভাবে শুরু করবেন??
প্রথম অবস্থায় আপনার গ্রামে দিয়ে এ ব্যবসাটি শুরু করতে পারেন। আপনার আশে পাশের এ রকম ২০ টি চায়ের দোকান, এবং ৫০ টি মুদির দোকান ঠিক করবেন। যারা আপনার কাছ থেকে ১ কেজি বা আধা কেজি চা পাতা নিবে। প্রথমে একটু কষ্ট হবে। তবে আপনার প্রচার এর উপর কাস্টমার বাড়বে। মার্কেট প্লেস ভালোবাবে সৃষ্টি হলেই এ ব্যবসাটি শুরু করবেন।
কিভাবে বিক্রি করবেনঃ
বাজারে আনেক নামী দামী কম্পানির চা পাতা রয়েছে, তাই তাদের সাথে প্রতিযোগিতা দিতে হলে আপনাকে মানসম্মত চা পাতা ক্রয় করতে হবে এবং তাদের চেয়ে একটু কম দামে ছাড়তে হবে। বাজারে সাধারণত ১ কেজি বা আধা কেজি চা পাতার প্যকেট বেশি প্রচলিত। চেস্টা করবেন অন্যদের চেয়ে একটু ভিন্ন ভাবে তৈরি করতে। প্রথমিক আবস্থায় কিছু পুরুস্কার এর ব্যবস্থা রাখতে পারেন। এতে আপনার বিক্রি বেশী হবে।
কোথায় থেকে পাইকারি চা পাতা কিনবেন??
চা পাতার বড় পাইকারি বাজার হলো, সিলেট ও চট্টগ্রাম। এ ছাড়া দেশের ভিবিন্ন স্থানে ডিলারা পাইকারি দরে বিক্রি করে থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।
বাংলাদেশে খান কনজুমার প্রোডাক্ট নিয়ে এসেছে গোল্ড স্পেশাল চা। সরাসরি বাগান থেকে আহরন করে তৈরি করা হয় উন্নত মানের গোল্ড স্পেশাল চা ।আপনি নতুন করে প্যাকেট করা লাগবেনা।
কত টাকা ইনভেস্ট করতে হবে??
প্রাথমিক অবস্থায় আপনি গোল্ড স্পেশাল চা ৫০ কেজি কিনে শুরু করতে পারবেন তবে আপনি পাইকারি বাজার দর প্রতি কেজি গোল্ড স্পেশাল চা ৩০০ টাকা করে কিনতে পারবেন। মোট ১৫০০০ টাকা দিয়ে আপনি ডিলার নিয়ে শুরু করতে পারবেন। প্রতি কেজি গোল্ড স্পেশাল চা দোকানদারদের কাছে বিক্রি করবেন ৩৫০ টাকা করে । কেজি প্রতি আপনি লাভ করতে পারবেন ৫০ টাকা করে । ৫০ কেজি গোল্ড স্পেশাল চা বিক্রি করে আপনি ২৫০০ টাকা খুব সহজেই লাভ করতে পারবেন। চায়ের গায়ে খুচরা মূল্য ২০০ টাকা হাফ কেজি। প্রতি কেজি ৪০০ টাকা করে বিক্রি হবে। প্রতিদিন যদি ২০ জন চা দোকানদারের কাছে পাইকারি দরেও ২০ কেজি চা পাতা দিতে পারেন তবে প্রতি দিন আপনি ১০০০ টাকা করে আয় করতে পারবেন। আর মাসে ১৫-২০০০০ টাকা আয় করতে পারবেন খুব সহজেই।
কিভাবে খান কনজুমার প্রোডাক্টের গোল্ড স্পেশাল চায়ের ডিলার হবেন?
গোল্ড স্পেশাল চায়ের ডিলার হওয়া খুব সহজ কাজ। যে কেউ চাইলে এই প্রডাক্টের ডিলার হতে পারবেন। মাত্র ৫০ কেজি চা পাতা ক্রয় করতে হবে আপনাকে। খান কনজুমার প্রোডাক্ট আপনার ঠিকানায় পণ্য পাঠিয়ে দিবে। টাকা লেনদেন খুব নিরবিগ্নে করতে পারবেন। যদি কোন প্রকার প্রবলেম মনে করেন তবে আমাদের মাধ্যমে করতে পারেন। আমরা আপনাকে পণ্য পাবার নিশ্চয়তা দিবো। কোন ফি দিয়া লাগবেনা।