কলম তৈরির ব্যবসা করে প্রতি মাসে আয় করুন দেড় লাখ টাকা pen making business

কলম তৈরির ব্যবসা করে প্রতি মাসে আয় করুন দেড় লাখ টাকা pen making business


Posted on: 2020-03-17 15:05:00 | Posted by: eibbuy.com
কলম তৈরির ব্যবসা করে প্রতি মাসে আয় করুন দেড় লাখ টাকা pen making business

মানুষ যখন থেকেই লেখা পড়া শুরু করে ঠিক তখন থেকেই কলমের দরকার হয়ে পড়ে । ডিজিটাল এই যুগেও কলমের চাহিদা অস্বীকার করা যাবেনা ।
কলম অফিস আদালত, স্কুল কলেজ, মাদ্রাসা, ইত্যাদি সব যায়গাতে লাগে।  কলম এর এই চাহিদা বিবেছনা করে  কলম তৈরির ব্যবসা খুব চাহিদা সম্পন্ন একটি ব্যবসা।
বাংলাদেশে অনেকে কলম তৈরির ব্যবসা করে অনেক ভালো মানের আয় করতেছেন। আপনারা যারা অল্প মূলধন নিয়ে কলম তৈরির ব্যবসা শুরু করতে চান
তাদের জন্যই আজকের এই পোষ্ট ।


কলম তৈরি করার মেশিনঃ
কলম তৈরির ব্যবসা শুরু করার জন্য আপনাকে প্রথমে কলম তৈরির মেশিন ক্রয় করতে হবে । যেহেতু আপনি কলম তৈরির ব্যবসাটা আপনার নিয়মিত আয়ের উৎস
হিসাবে নিতে ছাচ্চেন, সেহেতু আপনাকে কলম তৈরির জন্য একটা ভালো মানের মেশিন ক্রয় করতে হবে।
কলম তৈরি করার জন্য বাজারে প্রচুর মেশিন পাবেন। কিন্তু দাম অনেক বেশি । কলম তৈরির ব্যবসা করার জন্য আপনি পাবেন টিন ধরনের মেশিন।

১৮০০০ টাকায় ডালাই বডি (গেরান্টি নাই)
৩৫০০০ টাকায় MS লোহার বডি ( ১ বছর এর গেরান্টি)
৪৫০০০ টাকায় ডায়মন লোহার বডি ( ৩ বছর এর গেরান্টি)

মেশিন মুলত একি। সুধুমাত্র তৈরির করার লোহা আলাদা। তবে নতুন করে কলম তৈরির ব্যবসা করার জন্য আপনাকে ভালো মানের মেশিনটি ক্রয় করার পরামর্শ রইলো।

কলম এর কাচামাল ও বাজার মূল্যঃ

কলম তৈরির ব্যবসা শুরু করার জন্য প্রথমে কলম তৈরির জন্য কিছু কাচামাল কিনতে হবে । যারা আপনাকে মেশিন সরবরাহ করবে তারাই আপনাকে বলে দিবে
কাচামাল কোথায় পাবেন । কলম তৈরির ব্যবসা করার জন্য কি কি কাচামাল লাগবে নিচে তার একটা লিস্ট দেয়া হলো ।

কাচামাল এর দাম
১/  বডি…………… ১৪৪ পিছ…………. ১২৫ টাকা ( মিডিয়াম কোয়ালিটি বডি)
২/ এডেপ্টার………১৪৪পিছ……………৬ টাকা
৩/ কেপ……………১৪৪পিছ্‌……………২৫ টাকা
৪/ পয়েন্ট……………১৪৪ পিছ………….৩৫ টাকা
৫/ ১০ পিছ এর পেকেট………………….৩.২০ টাকা প্রিন্ট সহ
৬/ কালি…………….১ লিটার………….৬৩০/৭০০ টাকা

আপনারা যখন বেশি পরিমানে কিনবেন তখন দাম আরো অনেক কম হবে। এই সকল কাচামাল আপনারা ঢাকা চক বাজার এ পাবেন ।

প্রতি পিছ কলম এর খরচ
কলম তৈরির ব্যবসা করতে হলে আপনাকে প্রত্যেকটা কলমের উৎপাদন খরছ হিসাব করতে হবে। তবে কাচামাল যত বেশি কিনবেন আপনার খরচ তত কম পরবে।
নিচে একটা কলম উৎপাদনের খুচরা হিসেব দেয়া হয়েছে ।
১। বডি ০.৮৩
২। এডেপ্টার ০.০৪
৩। পেকেট ০.০২
৪। কেপ বা মোক্ষা ০.১৭
৫। পয়েন্ট ০.২৪ টাকা
৬। কালি যদি ৭০০ টাকা লিটার হয় ত প্রতি গ্রাম ০.৭ টাকা প্রতি কলমে ১ গ্রাম এর একটু বেশি লাগে অর্থাৎ ০.৭ টাকা
১ টি কলমে মোট খরচ
প্রতি কলমে খরচ হয় (০.৮৩ + ০.০৪ +  ০.০২ + ০.১৭ + ০.২৪  +  কালি ০.৭) =   ২টাকা

লাভ কত?
প্রতি কলম এর উৎপাদন করতে কাচামাল লাগবে ২ টাকার। প্রতি কলম পাইকারি বিক্রি করতে পারবেন ৩.৫০ টাকা থেকে ৪ টাকা পর্জন্ত।
সুতরাং প্রতি কলমে ১ থেকে ১.৫ টাকা লাভ হয়। যদি আপনি ৩.৫০ টাকা দরে বিক্রি করেন তবে  ১০০ টি কলম বিক্রি করলে লাভ হবে  ১৫০ টাকা।

এখানে উৎপাদন খরচ ১০০ কলম তৈরি করতে ৩০ টাকা। তাহলে আপনার থাকবে ১৫০ – ৩০ = ১২০ টাকা। এখানে গাড়ি ভাড়া ধরুন ২০ টাকা।
তাহলে আপনার থাকবে ১০০ টাক।

সুতরাং প্রতি পিস কলম থেকে ১ টাকা লাভ করতে পারবেন

এখন আসি আপনার লাভ কত।

প্রতিদিন ৫০০০ পিছ কলম বিক্রি করলে
আপনার ইনকাম ৫০০০ x  ১ = ৫০০০ টাকা
এক জন শ্রমিক এর ইনকাম ৫০০০ x ০.১ = ৫০০ টাকা

মাসিক ইনকাম

আপনার ইনকাম ৫০০০ x ৩০ = ১৫০০০০ টাকা
এক জন লেভার এর ইনকাম ৫০০ x ৩০ = ১৫০০০ টাকা

শুনতে অনেকটা অবাস্তব হলেও এটা কলম তৈরির ব্যবসা করে অনেকেই আয় করতেছেন , এখানে সব বিশ্লেষণ করে দেখনো হয়েছে।
কিন্তু শর্ত একটাই, উপরের নিয়ম অনুযাজি কাজ করতে হবে ।


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js