বর্তমান যুগে সবচেয়ে আধুনিক ও সম্ভাবনাময় ব্যবসার আইডিয়া ৷৷ CoShare office Space business idea

বর্তমান যুগে সবচেয়ে আধুনিক ও সম্ভাবনাময় ব্যবসার আইডিয়া ৷৷ CoShare office Space business idea


Posted on: 2020-03-17 13:46:03 | Posted by: eibbuy.com
বর্তমান যুগে সবচেয়ে আধুনিক ও সম্ভাবনাময় ব্যবসার আইডিয়া ৷৷  CoShare office Space business idea

অনেকেই আছে যারা নতুন করে ব্যবসা শুরু করতে চান ৷ বিশেষ করে সার্ভিস রিলেটেড যে ব্যবসা গুলি আছে সেগুলো করতে তেমন একটা যায়গার প্রয়োজন হয়না ৷ বাসায় বসে এসব ব্যবসা পরিচালনা করা সম্ভব তবে বাসার বাইরে করতে পারলে আরেকটু ভালো হয় ৷ এই ধরনের ব্যবসার জন্যই আজকের আইডিয়া ৷  বর্তমানে ঢাকা সহ অন্যান্য মফস্বল শহরে প্রচুর পরিমানে ফ্রীল্যান্সার কাজ করতেছেন ৷ আবার অনেকেই আছেন যারা সার্ভিস রিলেটেড ব্যবসা করতেছেন ৷ তাদের জন্যই কো শেয়ার  অফিস স্পেস CoShare office Space এর আইডিয়া ৷ 


কি ধরনের অফিস ? 

আপনার যদি কোন খোলা চাদ বা বড় কোন স্পেস খালে থাকে তাহলে সেখানে আপনি শুরু করতে পারেন কো শেয়ার  অফিস স্পেস CoShare office Space ৷ একটা ছাদের নিচে আপনি নির্দিষ্ট সংখ্যক চেয়ার, টেবিল এবং দ্রুত গতির ইন্টারনেটের  ব্যবস্থা করতে হবে ৷ আপনি চাইলে কম্পিউটার সহ ইন্টারনেটের ব্যবস্থা করতে পারেন ৷ এবারের কাজ হলো এই কো শেয়ার  অফিস স্পেস CoShare office Space এর একটি ভাড়া নির্ধারন করা ৷ সাপ্তাহিক ভাড়া, মাসিক ভাড়া এবং দৈনিক ভাড়া ৷ এছাড়া কনফারেন্স করার জন্যও পুরো হল রুমের ভাড়া নির্ধারন করতে পারেন ৷ 


কেন মানুষ এই কো শেয়ার  অফিস স্পেস CoShare office Space ভাড়া নিবে ? 


কারন সবাই চায় তার ব্যবসার একটা নির্দিষ্ট পরিচয় থাকুক ৷ যারাই আপনার এই কো শেয়ার  অফিস স্পেস CoShare office Space ভাড়া নিবে তারা আপনার এই অফিসটাকে ঠিকানা হিসাবে ব্যবহার করতে পারবে ৷ অনেক ফ্রীল্যান্সার আছেন যারা বাসায় বসে কাজ করতে বিরক্ত বোধ করেন ৷ তাদের জন্য এই কো শেয়ার  অফিস স্পেস CoShare office Space হবে একটি বেষ্ট আইডিয়া ৷ ধরুন এখানে যদি ১০০ ফ্রিলেন্সার কাজ করে তবে তাদেরও কিছু কিছু কাজের অন্য ফ্রীল্যান্সার ভাড়া করতে হয় ৷ এখানে যেহেতু প্রচুর ফ্রীল্যান্সার আছে সেহেতু তারা চাইলেই পাশের জনকে ভাড়া নিতে পারবে ৷ 

এছাড়া এই অফিসে প্রতি মাসের ভাড়া গুনবার কোন ঝামেলা নাই ৷ যতক্ষন ব্যবহার করবে ততক্ষনের ভাড়াই দিবে ৷ তবে মিনিমাম এক দিন ভাড়া নিতে হবে ৷ 


লাভ কেমন হতে পারে ? 

আমারা সাধারনত সাইবার ক্যাফেতে গিয়ে ঘন্টায় ৩০ টাকা দিয়ে কাজ করি ৷ আপনি যদি ১০ঘন্টা খোলা রাখেন আর ঘন্টা প্রতি ১০ টাকা করে নেন তবে ১০০ টাকা প্রতি দিন ভাড়া দেওয়া লাগবে ৷ প্রতিদিন ৩০ জন কাষ্টমার পেলে আপনি ৩০০০ টাকা পাবেন ৷ কষ্টমারদের জন্য ফ্রি  চায়ের ব্যবস্থা  করতে পারেন ৷  এতে ২০০ টাকা খরচ হতে পারে ৷ এছাড়া ছোট ক্যান্টিনের ব্যবস্থা রাখতে পারেন ৷ যেখানে ফাষ্ট ফুডের ব্যবস্থা করতে পারলে আপনার কিছু বাড়তি আয়ও হবে ৷ অনেকের আছে যাদের ব্যবসায়িক চিঠি লেনদেন করতে হয় ৷ আপনার ঠিকানা ব্যবহার করে চিঠি আদান প্রদান করলে প্রতি চিঠিতে ১০ টাকা করে ফি নিতে পারেন৷ কেউ যদি মিটিং করার জন্য আপনার অফিস ১-২ ঘন্টা ব্যবহার করে তবে তার জন্য জন প্রতি ঘন্টায় ১০ টাকা করে রাখতে পারেন ৷ 


প্রথমেই আপনাকে এই ব্যবসার ভালো করে বিজ্ঞাপন দিতে হবে ৷সবাইকে জানাতে হবে আপনি কি করতে চান ৷ কি কি সুবিধা তারা পাবে ৷  এখন আর আগের যুগ নেই ৷ ফেসবুকে বিজ্ঞাপন দিন ৷ ফ্রীল্যান্সার গ্রুপ গুলিতে বিজ্ঞাপন দিন ৷ দেখবেন আপনার কো শেয়ার  অফিস স্পেস CoShare office Space দিন দিন কাষ্টমার বেড়েই চলছে ৷


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:

Comment as:

alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js