কোন পন্যের কত ট্যাক্স ?? বের করার সহজ ফর্মুলা

কোন পন্যের কত ট্যাক্স ?? বের করার সহজ ফর্মুলা


Posted on: 2020-03-22 07:59:18 | Posted by: eibbuy.com
কোন পন্যের কত ট্যাক্স ?? বের করার সহজ ফর্মুলা

ট্যাক্স নিয়ে সবাইকে কমবেশী ঝামেলায় পড়তে হয় ৷ আসলে আমরা যদি পন্যের সঠিক HS code জানতে পারি তাহলে যে কোন পন্যের ট্যাক্স বের করা সহজ হবে৷

পন্যের ট্যাক্স বের করতে আপনার প্রথম পর্বে জানতে হবে HS বের করার সহজ পদ্ধতি নিয়ে ৷ বিশ্বে আমদানী রপ্তানি যোগ্য সকল পন্যের একটি HS Code থাকে ৷

প্রতি বছর এটা আপডেট হয় বিধায় নির্দিষ্ট করে কিছু বলা যায়না ৷ যাহোক আমরা যেহেতু স্মার্ট ফোনের লোক তাই আপনার প্রথম কাজ হলো অনলাইন থেকে Bangladesh customs tariff  ডাউনলোড করে নিতে হবে

এবার আপনার পন্যের ইংরেজি নামটি দিয়ে গুগলে HS  Code সার্স করুন ৷ যেমন কলমের HS কোড সার্স করবেন "pen HS code" লিখে ৷ jauba নামে একটি ভারতীয় ওয়েবসাইট আছে তারা মোটামুটি উপমহাদেশীয় HS কোড গুলি দেখাবে ৷

এর পর আপনি ডাউনলোড করা  Bangladesh customs tariff গিয়ে ওয়েবসাইটে পাওয়া HS কোডের সাথে মিলান ৷ মনে রাখবেন অনলাইনের সব সংখ্যা সঠিক নাও মিলতে পারে ৷ আপনি কাছাকাছি কোন একটা মিলিয়ে নিবেন ৷

এবার Bangladesh customs tariff এর ডান পাশে দেখবেন TTI লেখা আছে ৷ সেই সংখ্যার পরিমান টাকাই আপনাকে শতকরা পরিশোধ করতে হবে ৷


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2025 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js