১০-৫০ লক্ষ টাকা বিনিয়োগের সময় উপযোগী সৌখিন ব্যবসার আইডিয়া

১০-৫০ লক্ষ টাকা বিনিয়োগের সময় উপযোগী সৌখিন ব্যবসার আইডিয়া


Posted on: 2020-03-21 23:56:10 | Posted by: eibbuy.com
১০-৫০ লক্ষ টাকা বিনিয়োগের সময় উপযোগী সৌখিন ব্যবসার আইডিয়া

Re-circulation Aquaculture system (RAS) technology হলো বাংলাদেশে মাছ চাষের জন্য নতুন একটি প্রযুক্তি ৷ ১০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত এই খাতে ইনভেষ্ট করা সম্ভব ৷ মাত্র ৩২০০ Sqf একটি ট্যাংক প্রজেক্ট থেকে বছরে ১০ টন মাছ উৎপাদন করা সম্ভব ৷


কি প্রযুক্তি  Re-circulation Aquaculture system (RAS) technology ??


এটা হলো আবদ্ধ স্থানে পানি রিসাইক্লিন করে মাছ চাষ করার একটি প্রক্রিয়া ৷ এই প্রযুক্তিতে তিনটি অংশ থাকে


১.পানি পাম্পিং

২.মাছের ট্যাংক

৩.পানি রি সাইক্লিন


প্রথম অংশে পানি পাম্প করার জন্য মটর থাকে ৷ এই পাম্প রিসাইক্লন করা পানি পুনরায় মাছের ট্যাংকে প্রবেশ করায় ৷ এটা কন্টিনিয়াসলি হতে থাকে ৷ তবে এটার জন্য ভালোমানের মোটর লাগে ৷


এবার দ্বিতীয় অংশে থাকে মাছ ৷ এটা বিশেষ প্রক্রিয়ায় তৈরি ৷ এখানে খুব পরিমিত মাত্রায় খাদ্য সরবরাহ করা হয় ৷ আর ভাসমান খাদ্য ব্যবহার করা হয় ৷ যাতে পানি রিসাইক্লন করতে সহজ হয় ৷


তৃতীয় যে অংশ তার কাজ মাছের ব্যাংকের পানি পরিষ্কার করা ৷ এই অংশটাই খুব ব্যায়বহুল ৷ এখানে সেডিমেন্ট ফিল্টারে পানি ফিল্টার করে তা আল্ট্র ফিল্টার দিয়ে ক্লিয়ার করে পুনরায় পাম্পিং ট্যাংকে ফিল করা হয় ৷ এই প্রসেসটাই ব্যয় বহুল ৷ তবে আমার মতে গ্রামে এসবের দরকার নাই ৷ সরাসরি পুকুর থেকে পানি পাম্পিং করা যাবে ৷


কি কি মাছ চাষ করা যাবে ??


এই প্রযেক্টে দামি এবং দ্রুত বর্ধনশীল মাছ চাষ করতে হবে ৷ দেশী মাগুর, ভেটকি, কোরাল, তেলাপিয়া, পাবদা ইত্যাদি Re-circulation Aquaculture system (RAS) technology তে খুববেশী উপযোগী ৷


কেন এটা ভালো?

যদিও আমাদের চিন্তা এখনও সে রকম হয়নি , কারন গ্রামে এখনও প্রচুর খালি পুকুর আছে ৷ এই প্রযুক্তিতে আপনি খাদ্য কম খরচ করে বেশী মাছ উৎপাদন করতে পারবেন ৷ এক কেজি মাছ উৎপাদন করতে ৭০ থেকে ৮০ টাকা দরকার হয় ৷


বিদ্যুতের যে সমস্যা তা আপনি সৌর প্লান্ট দ্বারা সহযেই লাগব করতে পারেন ৷ নির বিচ্ছিন্ন বিদ্যুত লাগবে ৷ বিশেষ করে রিসাইক্লন করতে প্রচুর প্রেসারের পাম্প লাগবে ৷


তবে বর্ষার দিনে বৃষ্টির পানি সংগ্রহ করতে পারলে বিদ্যুত খরচ অনেকটাই বাচবে ৷ এছাড়া হ্যান্ড পাম্পের সাহায্য নেওয়া যেতে পারে ৷ তবে বিদ্যুত ছাড়া এই প্লান্ট দেয়া সম্ভব না ৷ সৌর বিদ্যুত বিকল্প না ৷


শহরে বাড়ির ছাদে এই প্লান্ট একটি আদর্শ ব্যবসা ৷ তবে সৌর সোলারের ব্যবস্থা রাখবেন ৷


কেমন খরচ হবে ??

আসলে খরচ কেমন হবে তা সঠিক ভাবে বলাটা অসম্ভব ৷ কারন আপনার প্লান্টের আকার, স্থান, কাল ভেদে খরচের তারতম্য হবে ৷ যেমন শহরে হলে বেশী খরচ হয় ৷ কারন পানি রিসাইক্লন সমস্যা ৷ এটা গ্রামে পুকুর বা কুয়ার পানি দিয়ে চালিয়ে নেওয়া যায় ৷ একটা প্লান্ট কম পক্ষে ১০ লাখ টাকা খরচ হয় ৷ ভালো মানের প্লান্ট করতে ৫০ লাখ টাকা খরচ হবে ৷


লাভ লোকসান

লাভ লোকসান পুরাটাই আপনার প্লান্ট ম্যানেজমেন্টের উপর নির্ভর করে ৷ বিশেষ করে খাদ্য প্রদান করাটা খুব কৌশলের সাথে করতে হবে ৷ এছাড়া সৌর প্লান্টের মাধ্যমে বিদ্যুত সরবরাহ করতে পারলে খরচ আরো কমবে ৷ প্রতি কেজি মাছ উৎপাদন করতে ৭০ থেকে ৮০ টাকা খরচ হবে ৷ তবে দেশীয় মেশিন ব্যবহার করলে আরো কম খরচে প্লান্ট করতে পারবেন ৷ আর পানি পরিশোধনে দেশীয় সেডিমেন্ট প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে ৷ অনলাইন থেকে নিচের ঠিকানা সংগ্রহ করেছি ৷

JAK International, Dhaka, Bangladesh.

e-mail: mjali2004@yahoo.com


ওদেরকে আপনি ইমেইল করে দেখতে পারেন ৷ এছাড়া বাংলাদেশ সাইন্স ল্যাবরেটরিতে যোগাযোগ করতে পারেন ৷ তবে সাইন্স ল্যাবরেটরির প্লান্ট খুবই ব্যয়বহুল ৷ বেসরকারী গুলি ট্রাই করে দেখতে পারেন ৷


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js