আমদানী লাইসেন্স ছাড়া কিভাবে পন্য আমদানী করবেন ? Import without licence

আমদানী লাইসেন্স ছাড়া কিভাবে পন্য আমদানী করবেন ? Import without licence


Posted on: 2020-03-17 14:39:47 | Posted by: eibbuy.com
আমদানী লাইসেন্স ছাড়া কিভাবে পন্য আমদানী করবেন ? Import without licence

আমদানী করার জন্যে আই আর সি বা আমদানী লাইসেন্স লাগবে এটাই স্বাভাবিক নিয়ম ৷ তবে আমরা যারা স্যাম্পল আমদানী করতে চাই, অথবা একবার অল্প পরিমানে আমদানী করতে চাই তাদের জন্যে লাইসেন্স ছাড়াই কিভাবে আমদানী করা যাবে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো ৷ 


আমদানী লাইসেন্স ছাড়া সাধারন মানুষ কুরিয়ারের মাধ্যমে পন্য আমদানী করতে পারবেন ৷ 


কিভাবে কুরিয়ারে আমদানী করবেন ?


আন্তর্জাতিক কুরিয়ার গুলি যেমন DHL, FedEx, TNT, UPS, ARAMEX,  SkyNet ইত্যাদি কুরিয়ারে বিশ্বের যে কোন দেশ থেকে যে কোন পরিমান পন্য পাঠানো যাবে ৷ এজন্যে আপনার কোন আমদানী লাইসেন্স দরকার হবেনা ৷ কেবল আমদানী লাইসেন্স ই না, আপনার কোন ট্রেড লাইসেন্স, টিন , ভ্যাট কিছু লাগবেনা ৷  


কিভাবে কুরিয়ারে পন্য আমদানী করবেন ?


কুরিয়ারে পন্য আমদানী করতে আপনাকে বিদেশের সাপ্লায়ারকে অগ্রিম কুরিয়ারের খরচ প্রদান করতে হবে ৷ যদি কুরিয়ারে আপনার এ্যাকাউন্ট থাকে তবে অগ্রিম টাকা না দিলেও চলবে ৷ সাপ্লায়ারকে বলতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম যেন ম্যানিফেষ্ট আর এয়ারওয়েবিলে দেয় ৷ সাথে আপনার ডকুমেন্ট রিসিভের ঠিকানা ৷ কোন ভাবেই ম্যানিফেষ্টে এক নাম আর এয়ারওয়েবিলে আরেক নাম ঠিকানা দেওয়া যাবেনা ৷ কারন এটা করলে ডকুমেন্ট ছাড়াতে খুব কঠিন ও ব্যায়বহুল হবে ৷ 


এছাড়া আপনার যদি ভ্যাট রেজিট্রেশন করা প্রতিষ্ঠান থাকে তবে হুবহু সেই  প্রতিষ্ঠানের নামে আমদানী করতে পারবেন ৷ এক্ষেত্রে পন্য কাস্টম ক্লিযারেন্স করার সময় ভ্যাট নাম্বার দিতে হবে ৷ 


কি পরিমান ট্যাক্স আসবে ?

কুরিয়ারে পন্য আমদানী করলে ট্যাক্স ইন্টারনেট ভ্যালুর ৩ ভাগের ১ ভাগের উপর ধরা হবে ৷ যেমন আপনার পন্যটি ইন্টারনেটে ৯০ টাকা ভ্যালু পাওয়া গেলে ট্যাক্স ধরা হবে ৩০ টাকার উপর ৷ কিন্তু এক্ষেত্রে এই ভ্যালু যদি ডিক্লার ভেলুর চেয়ে কম হয় তবে ডিক্লার ভেলুই গন্য করা হবে ৷ যদি আপনি ১০০ ডলারের পন্য ১০০ ডলার ই এয়ারওয়েবিলে ঘোষনা দিয়ে আমদানী করেন তবে ১০০ ডলারের উপরই ট্যাক্স ধরা হবে ৷ 


তবে পন্যের মুল্য যাই হোক ৫ ডলারের কমে কোন পন্যের ভ্যালু ধরা হয় না ৷ আপনি যদি ফ্রী স্যাম্পল ও নিয়ে আসেন যা বাজারে ১ ডলারের ভ্যালু নাই, তাহলেও ৫ ডলার ধরা হবে ৷ 


এবার আসি জরিমানার বিষয়ে ৷ কুরিয়ারে যে কোন পন্য আপনি নিজের নামে আমদানী করবেন সেটার উপর সরকার ৫০০-১ লাখ টাকা জরিমানা করবে ৷ 

আর যদি ভ্যাট রেজিট্রেশন করা প্রতিষ্ঠানের নামে আমদানী করেন তবে সর্বনিম্ন ৩৩% জরিমানা করা হবে ৷ 

এই জরিমানা মুল ভ্যালুর উপর ধরা হবে ৷ 


উদাহরন হিসাবে বলা যায় ৫ ডলারের একটা টি শার্টের ১২৭% ট্যাক্স ৷ যদি ব্যাক্তি নামে আসে তবে ৫০০ টাকা জরিমানা হবে আর ভ্যাট রেজিট্রেশন করা প্রতিষ্ঠানের নামে আসলে ৩৩% জরিমানা হবে ৷ 


কুরিয়ারের ফি কেমন হবে ?

কুরিয়ারের চার্জ কেজি প্রতি ১০ ডলার থেকে ২৫ ডলার ৷ কুরিয়ারে ভেদে চার্জের প্রকারভেদ ভিন্ন হয় ৷ 


কুরিয়ারে কত দিন সময় লাগে ?

সাধারনত ৩-৪ দিন সময় লাগে বিশ্বের যে কোন দেশ থেকে কুরিয়ারে পন্য আমদানী করতে ৷ 


ট্যাক্স কিভাবে কমানো যাবে ? 

আপনি যদি ফ্রি স্যাম্পল নিয়ে আসেন তবে সাপ্লায়ারকে বলবেন ইনভয়েসে "No Commercial Value " লিখে দেয়ার জন্যে ৷ ডিক্লার ভেলু যে কোন কিছু লিখে দিতে ৷ পরে কাষ্টমস ইন্টারনেটের ভ্যালু অনুযায়ী ট্যাক্স ধরে নিবে ৷ 


আর এয়ারপোর্টে পন্য কাস্টম ক্লিয়ারিং করানোর জন্যে আমাদের সার্ভিস সর্বদা আপনাদের পাশে আছে ৷ পন্য বাংলাদেশে আসার পর কুরিয়ার সার্ভিস গুলি আপনাকে ফোন করবে যে তারা পন্য ছাড়িয়ে দিবে ৷ আপনি তাদের থেকে ডকুমেন্ট নিয়ে নিবেন ৷ সরাসরি আমাদের ফোন করে ডকুমেন্ট নিয়ে ঢাকা এয়ারপোর্টে চলে আসুন ৷ আমরা এক দিনে কাস্টম ক্লিয়ারিং করার ব্যবস্থা করে দিবো ৷ ওয়েবসাইটের পাঠক বা চ্যানেলের ভিউয়ার হিসাবে আপনার থেকে নাম মাত্র সার্ভিস চার্জ ধরা হবে ৷ 


বিশেষ সতর্কতা

পন্যের ডকুমেন্ট হাতে পাওয়ার পর পন্যের কাস্টম ক্লিয়ারিং করাতে দেরি করবেন না ৷ না হলে প্রতিদিন আপনার ওয়্যারহাউজ চার্জ বেড়ে তিন চার গুন হয়ে যাবে ৷ আর ডকুমেন্ট নিয়ে চার পাচ জনকে দিয়ে দরাদরি করতে যাবেন না ৷ এতে পন্য ছাড়াতে প্রবলেম হতে পারে ৷


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js