সকাল বেলা পার্কে মানুষ হাটতে বের হলে অনেকেই বিভিন্ন রোগের কন্ডিশন চেক করেন ৷ যেমন প্রেশার, ডায়বেটিক, রক্তের গ্রুপ পরিক্ষা , ওজন ইত্যাদি ৷
যারা স্টুডেন্ট আছেন তাদের জন্যই আজকের আইডিয়া ৷ এই সেবাটি আপনি দিতে পারেন প্ররাত ভ্রমন কারীদের৷ আর এটি হতে পারে আপনার আয়ের অন্যতম উৎস৷
কিভাবে শুরু করবেন ?
আপনি যেখানে থাকেন তার আশে পাশে কোন ভালো পার্ককে বেছে নিন এই ব্যবসাটি করার জন্য৷ ঠিক পার্কেই বসতে হবেনা ৷ পার্ক থেকে বের হবার রস্তায় বসলেই হবে ৷ জায়গা সিলেক্ট করে সিদ্ধান্ত নিন কি কি সেবা দিবেন ৷
যে সব সেবা দিতে পারেন
আপাদত এই চারটা থেকে পাচটি হলেই চলবে ৷ কারন সকালে যারা প্রাত ভ্রমনে বের হন তাদের অধিকাংশ এই কাজ গুলো করেন ৷
কত মুলধন লাগবে
চারটি মেশিন আপনি ৫০০০ টাকার মধ্যেই কিনতে পারবেন ৷ বাকি একটা চেয়ার টেবিল মিলিয়ে আরো ১০০০ টাকা ৷ সব মিলিয়ে ৬০০০ টাকা দিয়ে যে কেউ ব্যবসা শুরু করতে পারেন ৷
কি ধরনের অভিজ্ঞতা লাগবে ?
এসব কাজে খুব বেশী প্রশিক্ষনের দরকার নাই ৷ কারো থেকে একদিন প্রশিক্ষন নিলেই হবে ৷ তবে গায়ে একটা ইউনিফর্ম লাগালে আরো ভালো হবে ৷ কারন আপনাদেরকে চিনতে সহজ হবে। তাছাড়া আপনি আপনার কাছের লোক দিয়ে টেস্ট করাতে পারেন।
এ সেবায় প্রতিটিতে কি ধরনের মুল্য নিতে পারেন?
এ ধরনের আপনি অন্যদের চেয়ে একটু কম রাখতে চেস্টা করবেন।
তবে নিন্মে তালিকা মত রাখতে পারেন।
ওজন মাপা. ৫
ডায়বেটিক মাপা. ৪০
কোলস্টোরাল মাপা.১২০
প্রেসার মাপা.২০
রক্তের গ্রুপ মাপা. ১৫০
হেপাটাইটিস বি. ২০০
সাধারনত এই টাকা নিয়ে থাকে। আপনি আপনার এলাকায় দেখে নিবেন। আপনি ৩০ থেকে ৪০% লাভ করতে চেস্টা করবেন ।
লাভ লোকসান?
এ
ব্যবসা থেকে আপনি প্রতিটি আইটেম থেকে ৩০ থেকে ৪০% লাভ করতে পারবেন। প্রতি
দিন আপনি ২ থেকে ৩ ঘন্টা কাজ করলে হবে। এভাবে আপনি যদি প্রতিদিন কাজ করে
থাকে তাহলে আপনি প্রতিমাসে ১৮ থেকে ২০ হাজার টাকা আনায়াসে আয় করতে পারবেন।