জীবিত পশু পাখি, মাংস আমদানির ক্ষেত্রে কিছু নিয়মাবলী । Live animal import procedure in bangladesh

জীবিত পশু পাখি, মাংস আমদানির ক্ষেত্রে কিছু নিয়মাবলী । Live animal import procedure in bangladesh


Posted on: 2020-03-22 06:13:04 | Posted by: eibbuy.com
জীবিত পশু পাখি, মাংস আমদানির ক্ষেত্রে কিছু নিয়মাবলী । Live animal import procedure in bangladesh

বাংলাদেশ সরকার বিদেশ থেকে জীবিত পশু পাখি, মাংস আমদানির ক্ষেত্রে কিছু নিয়মাবলি প্রদান করেছে। এসব নিয়ম আপানকে
১০০% মেনে চলতে হবে। অন্যথায় আপনার আমদানি কৃত দ্রব্য কাস্টমস বাজেয়াপ্ত করতে পারে। সেজন্য জীবিত পশু পাখি, মাংস আমদানির ক্ষেত্রে
এসব নিয়ম মেনে চলবেন।

(১) টিন জাতীয় মোড়কে আমদানিকৃত মাছের ক্ষেত্রে (Canned Fish) মোড়কের গায়ে পণ প্রস্তুত ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ এবং
প্রকৃত ওজন (নেট ওয়েট) বাংলা বা ইংরেজিতে সুস্পষ্টভাবে এমবুস অথবা অমোচনীয় কালি দ্বারা কম্পিউটারাইজড প্রিন্টিং করা থাকতে হবে এবং পৃথকভাবে
লেবেল ছাপাইয়া মোড়কের গায়ে লাগানো যাবে না।
(২ ) মাছ আমদানির ক্ষেত্রে সংশ্লি ষ্ট রপ্তানিকারক দেশের সরকার বা সরকার কর্তৃকীকত সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক মাছে ফরমালিন নাই মর্মে সনদপত্র শুল্ক কর্তৃপক্ষের নিকট দাখিল করিতে হইবে।
(৩)  আমদানিকৃত মাছে ফরমালিন ব্যবহার করা হয়েছে কিনা তা সরকারী প্রতিষ্ঠান কর্তৃক বাংলাদেশের বন্দরে প্রবেশের পর পরীক্ষা
করাইতে হবে এবং ফরমালিন নাই মর্মে প্রত্যয়ন সাপেক্ষে খালাসযোগ হবে।
( ৪ ) গরু, ছাগল ও মুরগীর মাংস ও মানুষের খাওয়ার উপযোগী অন্যান্য পশুর মাংস
আমদানির ক্ষেত্রে মোড়কের গায়ে রপ্তানিকারক দেশের মাংস উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ এমবুস বা প্রিন্টেড থাকতে হবে এবং তাতে
সংরক্ষণের পদ্ধতি উল্লেখ করতে হবে এবং পৃথকভাবে লেবেল ছাপাইয়া মোড়কের গায়ে লাগানো যাবে না।
(৫) আমদানিকৃত পণ্য Bovine Spongiform Encephalopathy (BSE) এবং Avian influenja মুক্ত মর্মে রপ্তানিকারক দেশের যথোপযুক্ত
 কর্তৃপক্ষের সনদপত্র থাকতে হবে। 
(৬) ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ হইতে মাংস আমদানির ক্ষেত্রে “ ম্যাড কাউ ডিজিজ মুক্ত ” মর্মে রপ্তানিকারক দেশের যথোপযুক্ত কর্তৃপক্ষ হইতে প্রত্যয়নপত্র
শুল্ক কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হবে।
(৭) আমেরিকা ও ইউরোপসহ অন্যান্য দেশ হইতে বোনমিল, মিটমিল ও মিট এন্ড বোনমিলের দ্বারা প্রত্যয়নকৃত প্রোটিন কনসেনট্রেট আমদানির ক্ষেত্রে
রপ্তানিকারক দেশের ভেটেরিনারী কর্তৃপক্ষের নিকট হতে উৎপাদিত পণ্য  কোনভাবেই Transmissible Spongiform Encephalopathy
দ্বারা সংকৃমিত নয় এই মর্মে প্রত্যয়ন পত্র এবং আমদানি কারককে রপ্তানিকারী দেশের উপযুক্ত কতৃপক্ষ হইতে নিম্নলিখিত প্রত্যয়নপত্র শিপিং ডকুমেন্টস
এর সাথে অবশ্যই দাখিল করতে হইবে, যথা: -

( ক) আমদানিকৃত পন্যটি ক্ষতিকারক এন্টিবায়োটিক ক্লোরামফেনিকল ও নাইট্রেফিউরান মুক্ত ;
( খ) আমদানিকৃত পণ্যটি শুকরের বাই প্রোডাক্ট মুক্ত ;
( গ) আমদানিকৃত পণ্যটি ম্যালামাইন মুক্ত
( ঘ) আমদানিকৃত পণ্যটি এ্যানথ্রাক্স ও টিবিমুক্ত।


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2025 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js