অল্প পুজিতে লাভজনক ব্যবসা করুন। Cow milk supply business with low investment

অল্প পুজিতে লাভজনক ব্যবসা করুন। Cow milk supply business with low investment


Posted on: 2020-03-21 22:10:59 | Posted by: eibbuy.com
অল্প পুজিতে লাভজনক ব্যবসা করুন। Cow milk supply business with low investment

হ্যালো ভিওয়ার আজ আমি আপনাদের সামনে একটি নতুন আইডিয়া নিয়ে হাজির হলাম । শহরে মানুষ বাড়ার সাথে সাথে বড়ছে বিভিন্ন খাদ্যের চাহিদা ।
মানুষ এখন ব্যস্ততার জন্য বাহির থেকে সঠিক পুষ্টি গুনের খাবার ঠিক মত ক্রয় করতে পারছেন না । ফলে সকলে রেডিমেড খাবার সাপ্লাই এর প্রতি ঝুকছে।
এসব খাবারের একটি হল নিত্য প্রয়োজনীয় দুধ। যেটা আমরা তরল আকারে দোকান থেকে সংগ্রহ করে থাকি। আর এই সব দুধ নিয়ে আছে নানান কাহিনী।  ভেজালের
ভিড়ে পিউর কোনটা বুঝা দায়। আপনি এই সুযোগ নিয়ে আপনার ব্যবসাটি শুরু করতে পারেন ।
এটি অনলাই বা অফলাইনের যে কোন মাধ্যমে পরিচালনা করতে পারবেন ।

শহরে গরুর খাঁটি দুধ সরবরাহ ব্যবসার সাথে আমরা প্রায় সকলেই পরিচিত । আর এটির চাহিদা ব্যাপক । সবাই চায় খাঁটি দুধ সংগ্রহ করতে। কিন্তু  মানুষ কাজের চাপ আর
দুরত্তের কারনে এটা সম্ভব হয়না।
এই সুযোগটা কাজে লাগাচ্ছেন অনেকেই। এদের কাজ হল মানুষের বাসায় বাসায় গিয়ে গরুর খাঁটি দুধ সরবরাহ করা । এটি কম পরিশ্রমের একটি সহজ ব্যবসা ।
এতে আপনার পুজি লাগবে এবং লাভ বেশি হবে।
এর জন্য আপনাকে নির্দিষ্ট স্থানে দোকান দিতে হবে না ।

কিভাবে শুরু করবেন
এ বিজনেটি শুরু করতে আপনি প্রথমে ঢাকার যে কোন একটি জনবহুল এলাকা বেঁছে নিন । এ বিজনেস টি আপনি দুই ভাবে করতে পারেন ।
১. নিজে সরবরাহ করে ২. কোন লোকের মাধ্যমে সরবরাহ করিয়ে। এ বিজনেসটি শুরু করার পূর্বে আপনাকে আবশ্যই মার্কেট সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে।
দুধ লিটার কত টাকায় সেল হয়, আগের সেলার কত টাকায় সেল করতো সব আগে থেকে জেনে নিতে হবে।

কোথায় থেকে দুধ ক্রয় করবেন
সাভার , আমিন বাজার, গাজিপুরে প্রচুর ফার্ম আছে । এসব এলাকায় আনেক কম দামে গরুর দুধ বিক্রি হয় আপনি সেখান থেকে ক্রয় করতে পারেন।
তাদের থেকে পাইকারী রেটে সংগ্রহ করতে চেষ্ট করবেন । সব সময় যেখান থেকে আপনি গরুর দুধ সংগ্রহ করবেন খেয়াল রাখবেন আপনার গরুর দুধটি যেন
১০০% ভালো মানের হয় এবং কোন ভাবেই জেন পানি মেশানো না হয় ।

গরুর দুধ কিভাবে সপ্লাই করবেন ।
আপনি যে গরুর দুধ সাপ্লাই করেন এর একটি নাম নির্ধারন করুন । তারপর আপনার শহরের আশাপাশে কিছু বাসায় গিয়ে এটি নাম দিয়ে আসুন এবং
তাদের বলে রাখুন আপনি প্রতিদিন এভাবে সাপ্লাই করবেন । তাছাড়া তাদের আকৃষ্ট করার জন্য প্রথম দিন তাদের অর্ধেক রেটে গরুর দুধ দিতে পারেন ।
আপনি গরুর দুধ সাপ্লাই করার জন্য খালি বোতল দোকান থেকে ক্রয় করতে পারেন এবং তার ভিতর করে দুধ সাপ্লাই দিতে পারেন । তাছাড়া আপনি যদি মনে করেন
আপনি আপনার নির্ধারিত নামে বোতল দিয়ে সাপ্লাই করবেন তাহলে তাহলে তা তৈরি করে নিন । পুরান ঢাকায় আনেক প্রতিষ্ঠান আছে যারা এরুপ বোতল তৈরি করে থাকে ।

সর্তকতা :
সবমসয় লক্ষ রাখবেন আপনার গরুর দুধটি যেন ভালো মানের হয় এবং পরিষ্কার পরিচন্ন হয় । এবং নষ্ট না হয় । আপনি গরুর দুধ সংগ্রহ করার সাথে সাথে তা সাপ্লাই
করে দিবেন । বেশিক্ষন রাখবেন না । তাহলে গরুর দুধ নষ্ঠ হয়ে যাওয়ার সম্ববনা বেশি থাকে । কখনো গরুর দুধ ফ্রিজে রাখবেন না এতে গরুর দুধের গুনগত মান
নষ্ট হয়ে যায় ।

কত টাকা ইনবেষ্ট করতে হবে :
এ বিজনেসটির জন্য আপনাকে তেমন বেশি ইনবেষ্ট করতে হবে না । এটি একটি রোলিং বিজনেস এর মত । আপনি যে টাকা ইনভেষ্ট করবেন তা আবার দিন শেষে
পেয়ে যাবেন। আপনি যদি দৈনিক ৫০ লিটার গরুর দুধ সাপ্লাই করেন এবং প্রতি কেজি যদি আপনি ৫০ টাকা দরে নেন তাহলে আপনার খরচ হবে ২৫০০ টাকা ।
তবে এটি স্থান ভেদে ভিন্ন রকম দাম হতে পারে । মোটামুটি আপনি ৫০ থেকে ৬০ টি বাসায় সাপ্লাই করতে পারলে হবে । আপনি যদি নিজে সাপ্লাই না করেন তাহলে
কর্মী খরচ বাবদ প্রতিদিন আরো ৩০০ টাকা এবং পরিবহন বাবদ ২০০ টাকা মোট আপনাকে ৫ হাজার টাকা প্রথমি আবস্থায় খরচ করলেই হবে । তবে আপনার বিজনেসটি
প্রসরাতার বৃদ্দি পেলে আপনাকে ইনবেস্ট আরো বাড়াতে হবে ।  কিছু কাস্তমার হয়ত সাপ্তাহিক পেমেন্ট করতে পারে।

লাভ লোকসান:
আপনার আসতর্কতার কারনে এ বিজনেসে আপনার লোকসান হতে পারে । তবে এ বিজনেসে আপনি লিটার প্রতি ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন ।
আপনি যদি দৈনিক ৫০ লিটার গরুর দুধ সাপ্লাই করতে পারেন তাহলে আপনি দৈনিক ২০০০ টাকা অনায়সে আয় করতে পারবেন ।
পরিবহন খরচ বা অন্যন্য খরচ বাদে আপনি ১৫০০ টাকা তো লাভ করতে পারবেন । মোটামুটি দৈনিক ৫০ লিটার গরুর দুধ থেকে আপনি ১৫০০ টাকা খরচ বাদে
অনায়াসে আয় করতে পারবেন । এভাবে যদি আপনি ঠিক ঠাক বিক্রয় করেন তাহলে প্রতি মাসে খরচ বাদে ৩০ থেকে ৪০০০০ টাকা আয় করতে পারবেন ।
চেষ্টা করবেন হোম সার্ভিস গুলো ফ্রিতে দিতে । আর যদি না দেন তাহলে চেষ্ট করবেন আপনার পাশের গুলোকে ফ্রিতে হোম সার্ভিস দিতে ।

বিজনেসটির প্রসার :
আপনি যদি মনে করেন আপনার এ বিনেসটির ব্যপক প্রসার ঘটতেচে তা আপনি আনলাইনের মাধ্যমে সেবাটি দিতে পারেন ।
শহরের এমন আনেক প্রতিষ্ঠান আছে যারা আপনাকে এ সিস্টেমটি তৈরি করে দিবে । সব সময় কাস্টমারের কথার প্রতি খেয়াল রাখবেন ।
একটি সঠিক আইডিয়া হতে পারে জীবনের পরিবর্তন ।


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:

Comment as:

alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js