২০ হাজার টাকা দিয়ে শুরু করুন খাম উৎপাদন বিজনেস ✉ ।। envelap Business

২০ হাজার টাকা দিয়ে শুরু করুন খাম উৎপাদন বিজনেস ✉ ।। envelap Business


Posted on: 2020-03-17 20:49:11 | Posted by: eibbuy.com
২০ হাজার টাকা দিয়ে শুরু করুন খাম উৎপাদন বিজনেস ✉ ।। envelap Business

বর্তমানে তথ্য আনলাইনের মাধ্যমে আদান প্রদান  করা হলেও চিঠি বা খাম এর প্রচলন রয়েছে। আজকের পর্বে আলোচনা করবো কিভাবে ২০ হাজার টাকা দিয়ে খাম উৎপাদন

বিজনেস শুরু করে হাজার হাজার টাকা আয় করা যায়।  প্রথম থেকে শেষ পর্যন্ত। খাম এমন একটি পন্য যা বছরে সব সময় বিক্রি হয়। ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আফিস,আদালত

ইত্যাদিতে খামের ব্যপক ব্যবহার লক্ষ করা যাচ্ছে।  সল্প মুল্ধন নিয়ে আপনি এই বিজনেটি শুরু করতে পারবেন। পন্য উৎপাদন করতে তেমন বেশি পরিসরে যায়গা প্রয়োজন হবে

না। বিভিন্ন সাইজের ১০০০ হাজার খাম থেকে আপনি আনায়াসে ৩০০ থেকে ৫০০ টাকা খরচ বাদে আয় করতে পারবে। আপনি চাইলে শুরু করতে পারেন এই লাভজনক

বিজনেসটি।


কিভাবে শুরু করবেন।


এ বিজনেসটি শুরু করতে হলে আপনাকে অনেক ভেবে চিন্তে  শুরু করতে হবে। আপনার প্রথমিক আবস্থায় যদি পুজি কম হয় তাহলে আপনার আশে পাশের যে কোন কারখানা থেকে

 সংগ্রহ করে শুরু করতে পারেন। প্রথমিক আবস্থায় আপনি একটি কাটার মেশিন ও একজন কর্মচারী নিয়ে শুরু করতে পারেন। স্থান নির্বাচন এর ক্ষেত্রে আপনার চাহিদা উপর নির্ভর

 করে। আশেপাশে বাজার আবস্থা ও চাহিদা ও আপনার সুবিধার দিকে লক্ষ রেখে স্থান নির্বাচন করুন। উৎপাদিত পন্য পাইকারি দেওয়া চেষ্টা করুন। কারন আপনার বিজনেসটি

একটি উৎপাদন মুখী বিজনেস।  বিজনেসটির র-মেটেরিয়াল ও আন্যন্য যিনিস প্ত্র আপনি খুব সহজে পেয়ে যাবেন।


কি কি আইটেমের  ✉ খাম তৈরি করতেব পারেনঃ

৫/১১ খাম ৪/৬ খাম ও  A4 সাইজের খাম বিশেষ ভাবে প্রচলিত। এছাড়া আরো অনেক আইটেমর খাম রয়েছে। ক্রোতার চাহিদা অনুযায়ী তৈরি করতে চেষ্টা করবেন। চেষ্টা

করবেন অন্যদের চেয়ে আপনার খামটি যেন একটু ভিন্ন হয়। আপনি যদি এ ব্যপারে না যানেন তাহলে আপনার আশেপাশে কয়েকটি কারখানা দেখে নিতে পারেন।


প্রয়োজনীয় র-মেটেরিয়ালঃ 


খাম তৈরি করতে দুই ধরনের র-মেটেরিয়াল এর প্রয়োজন হবে। ১- কাগজ ২- আঠা। এছাড়া কাগজ কাটার জন্য একটি কাটার মেশিন। তবে প্রথম আবস্থায় কাটার মেশিন

না কিনে কোন স্থান থেকে কাটিয়ে আনতে পারেন।


র-মেটেরিয়াল কোথায় পাবেঃ 

কাগজ আপনি আপনার শহরে যে কোন পাইকারি দোকানে পেয়ে যাবেন। আঠা আপনি নিজে তৈরী করতে পারেন আবার বাজার থেকে কিনে নিতে পারেন।


কত টাকা ইনবেস্ট করতে হবেঃ

আপনি প্রথমিক আবস্থায় ২০ হাজার টাকা ইনবেস্ট করলে চলবে। কাগজ ও আঠা বাবদ ১০ হাজার টাকা। এছাড়া পাইকারি দোকানে সরবরাহ করার জন্য একটি সাইকেল প্রয়োজন

হবে সেটি বাবদ ৫ হাজার টাকা। এবং আন্যন্য খরচ ৫ হাজার টাকা, তো সব মিলিয়ে ২০ হাজার টাকা হলেই চলবে।


কোথায় বিক্রি করবেনঃ 

স্টেশনারী, ফোটকপি দোকানে পাইকারি দরে সরবারহ করতে পারেন। এছাড়া আপনি নিযে  দোকান দিয়েও বিক্রি করতে পারেন।



আবিজ্ঞতঃ 

এ বিজনেসটি শুরু করতে আপনাকে অবিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আপনার অবিজ্ঞতা যদি না থাকে তাহলে যে কোন অবিজ্ঞ লোক নিয়ে আপনার কাজটি করিয়ে নিতে হবে।


লাভ লোকসান ঃ


এ বিজনেসে তেমন লোকসান নেই। লাভ আপার পন্য ক্রয় এবং বিক্রি  এর উপর নির্ভর করবে। বিভিন্ন সাইজের ১ হাজার খাম বিক্রয় করে খরচ বাদে ৫০০ থেকে ৭০০ টাকা

পর্যন্ত আয় করতে পারবেন প্রতিমাসে ১৪ থেকে ১৫ হাজার খাম বিক্রি করার টার্গেট রাখবেন । এভাবে যদি বিক্রি হয় তাহলে প্রতি মাসে ১০ হাজার টাকা অনায়াসে আয় করতে

পারবেন। তবে আয় আপনার বিক্রির উপর নির্ভর করবে।


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2025 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js