ফার্নিচার/ইন্টেরিওর ওয়াল/টাইলস/সিলিং/রং ইত্যাদি রিপেয়ারিং -------৫০০ টাকা
গ্যাসের চুলা/দরজার লক/বিভিন্ন ধরনের লক রিপেয়ারিং ----- ৩০০ টাকা
এখানে আপনি আরেকটি ব্যবসা করতে পারেন। মেশিনের পার্টস সরবরাহ করে। ঢাকার নবাব পুরে আপনি এই পার্টস গুলি পাইকারি দরে পাবেন।
আসলে সার্ভিসের সাথে সাথে সবাই চেষ্টা করে এই পার্টস গুলি সরবরাহ করতে। আর আপনার লাভ এখান থেকেই লাভ হবে।
পার্টস কিনতে কাস্তমার থেকে অগ্রিম টাকা নিতে পারবেন। সাথে আপনার লাভ ধরে নিবেন।
আপনি যদি মাসে এক লাখ টাকার সার্ভিস আর মেশিনের পার্টস সেল করতে পারেন তবে খরছ বাদে আপনি অনয়সেই ৪০-৫০ হাজার টাকা লাভ করতে পারবেন।
সতর্কতাঃ
এই ব্যবসায় অনেক সমস্যাও আছে। যেমন মেশিন নষ্ট হয়ে যাওয়া। এজন্য খুব সাবধানে কাজ করতে হবে। কারণ অনেক সময় আপনাকে জরিমানা
দেয়া লাগতে পারে। অবশ্যই চেষ্টা করবেন অভিজ্ঞ টেকনিশিয়ানদেরর কাজে নেবার জন্য। আর সঠিক সময়ে সার্ভিস দেবার চেষ্টা করবেন। কারণ এই
সার্ভিস রিলেটেড কোম্পানি গুলি সঠিক সময়ে সার্ভিস দেবার ব্যাপারে খুবই অসতর্ক। আপনি যদি আপানর প্রতিষ্ঠান থেকে কাস্তমার দের সঠিক সময়ে সার্ভিস
দিতে পারেন তবে আপনি খুব সহজেই কাস্তমারদের মন জয় করতে পারবেন। আরেকটি সমস্যা হল ঠিক সময়ে টেকনিশিয়ান না পাওয়া। অবশ্যই টেকনিশিয়ান দের সাথে এসব বিষয় গুলি ভালো করে আলাপ করে নিবে।