প্রায়
দুই বছর ধরে আমারা ই বাই ওয়েবসাইট পরিচালনা করে আসতেছি। আমাদের ওয়েবসাইটে
আমরা আমদানি রপ্তানি ও উৎপাদন ব্যবসা নিয়ে আলোচনা করে থাকি।
সম্প্রতি
আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিটরদের চাহিদা মোতাবেক বিভিন্ন আমদানি কারক,
রপ্তানি কারক, উৎপাদন কারী প্রতিষ্ঠান ও পাইকারদের ঠিকানা সংগ্রহ
করে
আমাদের ওয়েবসাইটে পোষ্ট আকারে দিয়ে থাকি। আমাদের কাছে অনেক বিক্রেতা ফোন
করে বলেছেন যে তারা আমাদের ওয়েবসাইটের বিজ্ঞাপন থেকে অনেক
কাস্টমার কল পেয়েছেন। এসব পোষ্ট থেকে ভিজিটর , বিক্রেতা, উৎপাদন কারী সবাই উপকৃত হয়ে থাকেন।
আপনিও চাইলে মাসে দুই লাখ ভিজিটরের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে আপনার ব্যাবসাকে
প্রতি মাসে পৌঁছে দিতে পারেন ২ লাখ মানুষের কাছে। ফেসবুকে আপনি যদি ২ লাখ মানুষের কাছে কোন পোষ্ট পৌছাতে চান তবে আপনাকে প্রতি মাসে
৫০০
ডলার বা ৪৮৭৫০ টাকার (১৫% ভ্যাট সহ) খরচ করতে হবে । প্রতি মাসে এই ৫০০
ডলার মানে ৪৮৭৫০ টাকার (১৫% ভ্যাট সহ) বিজ্ঞাপন আপনি পাচ্ছেন ফ্রি তে ।
আমাদের
ওয়েবসাইটে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে রিভিউ পোষ্ট দিয়ে থাকেন
ফ্রিতে । এটার জন্য আমরা কোন প্রকার ফি গ্রহন করিনা। আপনার প্রোডাক্ট নিয়ে
আমরা
বিশাল রিভিউ করে দেই, ফলে কাস্টমার সহজেই সিদ্ধান্ত নিতে পারে। নিচে
আমাদের ওয়েবসাইটের তুলনা মুলক ভিজিটর পরিসংখ্যান দিয়ে দিলাম। আপনারা দেখে
নিতে পারেন।
Pageviews last month 211,595 (Octobar-2019)
২০১৯
সালের অক্টোবর মাসে মোট পেজ ভিও হয় দুই লাখ এগার হাজার । প্রতিদিন ৬৮২৫ জন
ভিজিটর আসে ওয়েবসাইটে। প্রতি ঘণ্টায় ২৮৪ জন । প্রতি মিনিতে প্রায় ৫ জন ।
তার
মানে আপনার প্রোডাক্টটির বিজ্ঞাপন আমরা ফ্রিতে প্রতি মিনিটে ৫ জনের কাছে
পৌঁছে দিচ্ছি। একটা পোষ্ট যদি আপনি ১ ডলার দিয়ে আপনি ফেসবুকে বুস্ট করেন
তবে
আপনি ১০০০-২০০০ রিচ পাবেন। আমাদের ওয়েবসাইটে আপনি এই সুভিধা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে।
আমাদের
ওয়েবসাইটে ৭৮.৯০% নতুন ভিজিটর । ২১.১০% ভিজিটর পুনরায় ফিরে আসেন আমাদের
ওয়েবসাইটে। অর্থাৎ তারা আমাদের নিয়মিত ভিজিটর। নতুন ভিজিটর
মানে হল আপনার ব্যবসাটি নতুন নতুন মানুষের কাছে পৌঁছাবে ।
৯০.১০%
ভিজিটর হলো পুরুষ ভিজিটর। আর আমাদের ব্যবসা অধিকাংশ হলো পুরুষদের নিয়ে।
তাই আপনি আমাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিলে পাবেন আপনার ব্যবসার
সর্বাধিক
কাস্টমার। আমাদের ওয়েবসাইটে 25 থেকে 34 বছরের ভিজিটর 67.22% । তার মানে এই
বয়সের মানুষ গুলিই ইন্টারনেট ব্যবহার করে কিছু ক্রয় করে থাকে। তাহলে
আপনার বিজ্ঞাপনের সর্বাধিক ব্যবহার নিশ্চিত হবে।
আমাদের
ওয়েবসাইটে বাংলাদেশী ভিজিটর 91.92% । তার মানে আমাদের ওয়েবসাইটের পণ্য,
সেবা বাংলাদেশের উপর ভিত্তি করে, আর ভিজিটর ও অধিকাংশ বাংলাদেশী ।
বাংলাদেশে
এখন মোবাইল ভিজিটর অনেক বেশী । আমাদের ওয়েবসাইটে মোবাইল থেকে ভিজিটর আসে
86.88% , তার মানে আমাদের ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি । যে
কেউ চাইলে মোবাইল দিয়ে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন ।
এবার আসি ভিজিটর কোথায় থেকে আসে সেটা নিয়ে । আমাদের ওয়েবসাইটে Organic Search ভিসজিটর হলো ৬৮.১০% । গুগল সার্চ থেকে যে ভিজিটর আসে
তাকে Organic Search বলে। আর যেই ওয়েবসাইটে Organic Search থেকে বেশী ভিজিটর আসে সেই ওয়েবসাইট সবচেয়ে মূল্যবান । অর্থাৎ যখন
মানুষ আমদানি, রপ্তানি, উৎপাদন বা পাইকারি ব্যবসা নিয়ে গুগলে সার্চ করে তখন আমাদের ওয়েবসাইট চলে আসে।
আমাদের ওয়েবসাইটে Direct Search থেকে ভিজিটর আসে ১৯.১০% । আমারা অফলাইনেও আমাদের ওয়েবসাইটের প্রচারনা চালাই । যেখান থেকে আমরা ১৯.১০%
ভিজিটর পেয়ে থাকি।
alexa.com
এ আমাদের সাইটের গ্লোবাল রাঙ্ক #১১,০৬,২০৮ , আর বাংলাদেশে আমাদের ওয়েবসাইট
রাঙ্ক #১০,৭০১ , বুঝতেই পারতেছেন আমরা এখনো অনেক ভালো
অবস্থানে আছি। অনেক ই কমার্স সাইট ও এই রাঙ্কে আসতে অনেক সময় লেগে যায়।
এই
হল মোটামুটি আমাদের ওয়েবসাইটের পরিসংখ্যান । আপনাদের ব্যবসা কে অনলাইনে
বিস্তৃত করতে ফেসবুকে বিজ্ঞাপনের পাশাপাশি আমাদের ওয়েবসাইটে একটা
রিভিও লিখে দিন। আমাদের ওয়েবসাইটে দিন দিন ভিজিটর বাড়তেছে । আসা করি আপনার ব্যবসার কাস্টমার বাড়তে থাকবে।
আপনি
হয়তো ছিন্তা করবেন যে আমাদের দেশে বিক্রয় ডট কম বা অন্যান্য ক্লাসিফাইড
সাইট তো আছেই। আসলে আমারা ক্লসাইফাইড সাইটের মত বিজ্ঞাপন দিতে
চাইনা।
আমরা আপনার পণ্য নিয়ে বিস্তারিত লেখবো। কাস্টমারের যত প্রশ্ন আছে আমাদের
সাইট থেকে জেনে আপনাদের কাছ থেকে সরাসরি কিনে নিবেন । আর ক্লাসিফাইড
সাইট গুলি নিয়ে এখন মানুষের অনেক প্রতারনার অভিযোগ আছে। সেজন্য আমরা চেষ্টা করবো ভেরিফিকেসন করে রিভিও দিতে।
কিভাবে বিজ্ঞাপন দিবেন ?
আপনার
ব্যবসা সম্পর্কে কিছু কমন প্রশ্নের উত্তর লিখে আমাদের ইমাইল করুন অথবা
ফেসবুকে মেসেজ করুন । আমরা সেটাকে আমাদের মত ভিজিটর উপজুগি করে
পোষ্ট দিবো ।
কিভাবে পোষ্ট লিখেবন ?
প্রতিষ্ঠানের নাম
প্রতিষ্ঠানের ঠিকানা , মোবাইল নাম্বার, ইমেইল, ওয়েবসাইট
প্রতিষ্ঠানের ব্যবসার ধরন (Manufacturer নাকি Trading Company)
উৎপাদন কারী হলে মূল পণ্য কি কি ? পণ্যের পাইকারি দাম । পণ্য নিয়ে বিস্তারিত ধারণা।
মোট কর্মচারী সংখ্যা
এসব লিখে আমাদের ফেসবুকে মেসেজ করুন । আমাদের মেসেজ করতে এখানে ক্লিক করুন । অথবা ইমেইল করুন md.shafiullah08@gmail.com