ব্যবসা মানেই লাখ টাকা ইনভেষ্ট করতে হবে তেমনটা না ৷ কম টাকা ইনভেষ্ট
করেও আপনি ব্যবসা শুরু করতে পারবেন ৷ অনেকেই আছেন যারা চাকরি , পড়াশুনা বা
গৃহের কাজের পাশাপাশি কিছু ব্যবসা করতে চান ৷ কিন্ত ব্যবসা করতে যেহেতু
টাকা পয়সার প্রয়োজন তাই সবাই চায় কম টাকায় ব্যবসা শুরু করতে ৷ আজকে
আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা মাত্র ১০ হাজার টাকায় ব্যবসা
শুরু করতে পারবেন ৷ আজকের আইডিয়া একটু ভিন্ন ধরনের ৷ আপনি চাইলে মাত্র ১০
হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবেন ৷
আপনি কি রকমারি কেক,
কুকিস্ বানাতে ভালবাসেন?আত্মীয়-বন্ধুদের জন্মদিন-অ্যানিভারসারিতে আপনার
বানানো কেকের কদর রয়েছে? তাহলে আজকের এই ছোট ব্যবসার আইডিয়া আপনার জন্য।
আপনার প্রতিভাকে কাজে লাগিয়ে আপনিও পারবেন আপনার ব্যবসা সাজাতে ৷
বাজারে
ওভেন-ফ্রেশ বেকারি আইটেমের চাহিদা প্রচুর ৷ আর তা যদি আপনি একেবারে
ক্রেতার ঘরে পৌঁছে দিতে পারেন তাহলে তো কথাই নেই। নিত্যনতুন রেসিপি চেষ্টা
করুন, তৈরি করুন আপনার স্পেসালিটি।
কিভাবে শুরু করবেন ?
আসলে
যে কেউ চাইলেই কেক, কুকিস উৎপাদন শুরু করতে পারবেন না। কারন আপনাকে অনেক
প্রশিক্ষণ নিতে হবে কিভাবে কেক, কুকিস উৎপাদন করতে হবে।বিভিন্ন কেমিক্যাল
যেমন ইষ্ট, মায়দা, কালার ইত্যাদি পরিমাণ মত কিভাবে ব্যবহার করতে হয় এটা
জানা খুব জরুরি।
কিভাবে বাজারজাত করবেন ?