২০১৯ সালের বিশ্ব সেরা দশ জন ধনী ব্যক্তিদের তালিকা ।। Top ten richest man in the world 2019

২০১৯ সালের বিশ্ব সেরা দশ জন ধনী ব্যক্তিদের তালিকা ।। Top ten richest man in the world 2019


Posted on: 2020-03-17 20:58:09 | Posted by: eibbuy.com
২০১৯ সালের বিশ্ব সেরা দশ জন ধনী ব্যক্তিদের তালিকা ।। Top ten richest man in the world 2019

লুং প্যালেস হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০১৯ শীর্ষক প্রতিবেদনে বলা হয় ,


এ বছর দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় প্রথমে রয়েছেন আমাজনের সিইও এবং চেয়্যরম্যান জেফ বেজস। তার নেট সম্পদ ২০ শতাংশ বেড়ে হয়েছে ১৪৭ বিলিয়ন ডলার ।


শীর্ষ দশে থাকা বাকি ধনীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন মাইক্রোসফটের চেয়ারম্যান ও সিইও বিল গেটস । গত  বছর তার সম্পদ ৭ শতাংশ বেড়ে ৯৬ বিলিয়ন হয়েছে।


তৃতীয় হয়েছেন বার্কশেয়ার হেথাওয়ের চেয়ারম্যান ও সিইও ওয়ারেন বাফেট , তার সম্পদ ১৪ শতাংশ কমে হয়েছে ৮৮ বিলিয়ন ডলার ।


চতুর্থ শীর্ষ ধনী হয়েছেন বার্নড আর্নল্ট , তার সম্পদ ১০ শতাংশ বেড়ে হয়েছে ৮৬ বিলিয়ন

ডলার ।


পঞ্চম স্থানে রয়েছেন  মার্ক জাকারবার্গ তার সম্পদ ১ শতাংশ বেড়ে হয়েছে ৮০ বিলিয়ন

ডলার ।


ষষ্ঠ , কার্লোস স্মিম হেলু , তার সম্পদ ১ শতাংশ কমে হয়েছে ৬৬ বিলিয়ন ডলার ।


সপ্তম  হয়েছেন, আর্মেনসিও ওর্তেগা , তার সম্পদ ২৩ শতাংশ কমে যাওয়ায় ৫৬ বিলিয়ন ডলার হয়েছে ।


আষ্টমে রয়েছে সার্জে ব্রিন , তার সম্পদ ১৭ শাতাংশ বেড়ে ৫৪ বিলিয়ন ডলার হয়েছে।


নবম স্থানে উঠেছেন ভারতের রিলায়েন্স ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি , তার সম্পদ ২০ শতাংশ বেড়ে হয়েছে ৫৪ বিলিয়ন ডলার ।


দশম স্থানে রয়েছেন গুগলের ল্যারি পেজ , তার সম্পদ ৬  শতাংশ বেড়ে হয়েছে ৫৩ ডলার ।


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2025 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js