৫ টি জনপ্রিয় ক্ষুদ্র ব্যবসার আইডিয়া ।। Five popular business idea

৫ টি জনপ্রিয় ক্ষুদ্র ব্যবসার আইডিয়া ।। Five popular business idea


Posted on: 2020-03-17 13:15:58 | Posted by: eibbuy.com
৫ টি জনপ্রিয় ক্ষুদ্র ব্যবসার আইডিয়া ।। Five popular business idea

যারা অল্প টাকার ব্যবসার আইডিয়া খুজতেছেন তাদের জন্য আজকের পোষ্টে আমি দেখাবো অল্প টাকায় শুরু করা যায় এমন কয়েকটি ব্যবসার আইডিয়া ।
আজকে কয়েকটি ব্যবসার আইডিয়া নিয়ে কোথা বলবো যেগুলি খুব সহজেই শুরু করা যায়।

১। মোবাইল রিপায়ারিং ব্যবসা।

আজকাল প্রায় প্রত্যেকটি মানুষের হাতে আছে স্মার্ট ফোন। এসব স্মার্ট ফোন ক্রয় করার কিছু দিন পরেই শুরু হয় বিভিন্ন সমস্যা। আর এই সমস্যা সমাধান করেই
চলবে আপনার ব্যবসা। এই ব্যবসা শুরু করতে খুব বেশী মূলধন লাগেনা। যেকেউ চাইলে এই ব্যবসা শুরু করে দিতে পারেন। বাজারে মোবাইলের দোকানের এক কোনায়
একটা ছোট টেবিল আপনিও বসে যেতে পারেন। কিছু প্রাথমিক যন্ত্র পাতি কিনতে হবে। ৮-১০ হাজার টাকা হলেই চলবে। গ্রামের ব্যবসা অথবা শহরের ব্যবসা যেকোনো
জায়গায় শুরু করতে পারবেন মোবাইল রিপায়ারিং ব্যবসা ।

২। ফুলের দোকানের ব্যবসা।
আপনি চাইলে এটাকে  গ্রামের ব্যবসা হিসাবেও করতে পারেন। এই ব্যবসা করতে আপনাকে খুব বেশী টাকা বিনিয়োগ করতে হবেনা। মানুষ এখন আগের চেয়ে অনেক
 বেশী সৌখিন । বিয়ে , জন্মদিন, প্রিয়জনকে উপহার বা বিভিন্ন উপলক্ষ গুলি যেমন ভালবসা দিবস, ২১ সে  ফেব্রুআরিতে প্রচুর পরিমাণে ফুল বিক্রি হয়ে থাকে।
আপনি চাইলে খুব কম টাকায় এই ব্যবসা শুরু করতে পারেন।

৩। ই কমার্স ব্যবসা।
এটা নিয়ে অনেক পোষ্ট আছে। তার পরও লিখতে হয়। বর্তমানে অনেকেই এই ব্যবসার আইডিয়া দিয়ে প্রচুর পরিমাণে টাকা আয় করতেছেন। ফেসবুকে একটি পেজ খুলে
যে কেউ অনয়সে এই ব্যবসা করতে পারবেন। এই ব্যবসা করতে তেমন বেশী পুঁজি লাগেনা। আপনি প্রথমে ঠিক করতে হবে কোন কোন পণ্য নিয়ে ব্যবসা করতে চান। এর
পর সেসব পণ্য ফেসবুকে পোষ্ট করতে থাকুন। আস্তে আস্তে কাস্তমার বাড়তে থাকবে আর আপনার ব্যবসাও বাড়তে থাকবে।

৪। ব্লগিং করে আয়
অনালাইনে ব্লগিং করে আয় করাটা তেমন কোন কঠিন কাজ না। যে কেউ চাইলে ব্লগিং করে আয় শুরু করতে পারেন। আপনাকে প্রথমে চিন্তা করতে হবে কোন
বিষয়টা আপনি খুব ভালো করে জানেন। প্রথমে ব্লগস্পটে একটা ওয়েবসাইট খুলুন ৷ ধরুন আপনি বাংলাদেশের দর্শনীয় স্থান গুলো নিয়ে ব্লগ ওপেন করবেন ৷
নাম দিলেন visitbd.blogspot.com এবার অনলাইন থেকে ফ্রী টেমপ্লেট নামিয়ে আপলোড করে নিন ৷ হয়ে গেল আপনার পার্সোনাল ব্লগ ।

কিভাবে ব্লগস্পটে ওয়েবসাইট ওপেন করবেন ??
প্রথমে বলে রাখি ওয়ার্ড প্রেসে ব্লগ খুলতে হোস্টিং কিনতে হয় ২-৫০০০ টাকা দিয়ে। সে জন্য আমি blogger.com নিয়ে কথা বলবো। কারণ সেটা ফ্রি হোস্টিং।
প্রথমে blogger.com এ ক্লিক করুন ৷ এখানে আপনার যদি জিমেইল একাউন্ট থাকে তবে সেটা দিয়েই সব করতে পারবেন। যদি না থাকে তবে তবে একটা
জিমেইল একাউন্ট করে নিন। এর পর create blog এ ক্লিক করুন ৷ এবার নাম সিলেক্ট করুন ৷ ব্যাস হয়ে গেল ব্লগ ৷ না পারলে ইউটিউব এ গিয়ে
ভিডিও দেখে নিন ৷ কিভাবে blogger.com ব্লগস্পটে ওয়েবসাইট ওপেন করতে হয় এসব নিয়ে বাংলায় প্রচুর ভিডিও আছে।

৫। মোবাইল বিকাশের ব্যবসা

বিকাশ ব্যবসা এখন খুব জমজমাট একটি ব্যবসা। দেশে অনেকেই আছেন যারা বিকাশ ব্যবসা করে অনেক টাকা আয় করে থাকেন।
মূলত বর্তমান সময়ে টাকা লেনদেনের সবচেয়ে সহজ মাধ্যম মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং এখন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে
যে প্রায় ৮০ শতাংশ মানুষ এ মাধ্যমে লেনদেন করছে। বিভিন্ন ব্যাংক নানা নামে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
যেমন- ব্র্যাক ব্যাংকের বিকাশ, ইউসিবির ইউক্যাশ, ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং, গ্রামীণফোনের মোবিক্যাশ ইত্যাদি।


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:

Comment as:

alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js