EibBuy
EibBuy
Sell
Menu

সহজ এবং বিশ্বস্ত সি এন্ড এফ কনসাল্টিং ফার্ম ঢাকা এয়ারপোর্ট সার্ভিস ।। C&F Agent Bangladesh Dhaka Airport

  • 2020-03-22 00:29:42
  • Posted by: eibbuy.com
সহজ এবং বিশ্বস্ত সি এন্ড এফ কনসাল্টিং ফার্ম ঢাকা এয়ারপোর্ট  সার্ভিস ।। C&F Agent Bangladesh Dhaka Airport
বাংলাদেশে এখনও অনেকেই আছেন যারা পণ্য আমদানি করে বার বার সরকারী ট্যাক্সের ঝামেলায় পড়ে সর্বস্বান্ত হয়েছেন। এর কারণ খুজতে গিয়ে অনেকেই নিজের অজ্ঞতাকে দোষারোপ করেছেন। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কখনই আপনি নিজে সব কিছু জানা সম্ভভ না।যেমন আপনি একটা পণ্যের সঠিক এইস এস কোড কি হবে তা বের করতে যত কষ্ট হবে তার চেয়ে সহজ হবে একজন  সি এন্ড এফের । কারণ তারা এই এইস এস কোড নিয়ে সবসময় কাজ করে।  একজন আমদানি কারককে লাভের মুখ দেখাতে পারে কেবল সি এন্ড এফ। কারক আমদানি কিভাবে আমদানি করলে সকারের  ঝামেলা থেকে রক্ষা পাওয়া যাবে তা কেবল সি এন্ড এফেই বলতে পারবে।


 আমাদের প্রচুর সাবস্ক্রাইবার আর ভিজিটরদের মধ্যে অনেকেই আছেন যারা হয়ত কিছু না বুঝেই পণ্য আমদানি করে নিয়ে আসছেন। আমরা আমাদের সকল সাবস্ক্রাইবার আর ভিজিটরদের ঢাকা এয়ারপোর্ট, চট্টগ্রাম সি পোর্ট, বেনাপোল ল্যান্ড পোর্ট এবং আইসিডি কমলাপুরে সকল প্রকার সি এন্ড এফ সেবা প্রদানের জন্য চালু করেছি সহজ এবং বিশ্বস্ত সি এন্ড এফ কনসাল্টিং ফার্ম ঢাকা সার্ভিস "" Double S Corporation""


"" Double S Corporation"" যেসব  সি এন্ড এফ সেবা প্রদান করে থাকেঃ
> পেপার জটিলতা সম্পন্ন কুরিয়ার পণ্য দ্রুত খালাসের ব্যবস্থা করা।
> ভ্যাট, আই আর সি ছাড়া ব্যক্তি নামে কুরিয়ারের আমদানি করা পণ্য দ্রুত খালাসের ব্যবস্থা করা ।
> গার্মেন্টস বন্ডের পণ্য দ্রুত খালাসের ব্যবস্থা করা।
>মেশিনের পার্টস কম ট্যাক্সে খালাস করা ।
> এলসি পেপার কম খরছে দ্রুত খালাসের ব্যবস্থা করা ।
> আই পি পণ্যের আই পি করা এবং দ্রুত খালাসের ব্যবস্থা করা ।

  সি এন্ড এফ নিয়ে যেকোনো সমস্যা সমাধানে বিস্তারিত জানতে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করুন : 01531173930 অথবা ফেসবুকে মেসেজ করুনঃ fb.com/cnfdhakaair

 ইমেইল md.shafiullah08@gmail.com

🔗 Related Posts

alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
Latest Products
2017 © 2025 eibbuy. All Rights Reserved.
Developed By eibbuy.com react js next js