রিকন্ডিশন্ড গাড়ী ক্রেতা বিক্রেতার জন্য দুঃসংবাদ! দাম বেড়েছে এক লাখ থেকে সাড়ে চার লাখ টাকা ৷৷ Reconditioned car import expenses wiil be rise

রিকন্ডিশন্ড গাড়ী ক্রেতা বিক্রেতার জন্য দুঃসংবাদ! দাম বেড়েছে এক লাখ থেকে সাড়ে চার লাখ টাকা ৷৷ Reconditioned car import expenses wiil be rise


Posted on: 2020-03-22 05:39:21 | Posted by: eibbuy.com
রিকন্ডিশন্ড গাড়ী  ক্রেতা বিক্রেতার জন্য দুঃসংবাদ!   দাম বেড়েছে এক লাখ থেকে  সাড়ে চার লাখ টাকা  ৷৷ Reconditioned car import expenses wiil be rise

এবারের বাজেটে পুরোনো গাড়ি আমদানি নিরুৎসাহিত করতে বর্তমানে বিদ্যমান অবচয় সুবিধা বছরভিত্তিক আরো ৫ শতাংশ কমানো হয়েছে। এ জন্য এখন আমদানী করা রিকন্ডিশন্ড গাড়ির দাম সিসি ভেদে এক লাখ থেকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এ সংবাদ দিয়েছেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) নেতারা।

এ জন্য নতুন , পুরোনো বা রিকন্ডিশন্ড গাড়ির শুল্কবৈষম্য দূর করার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) নেতারা। সংগঠনটির সুপারিশ, ইয়েলো বুকের ( যে মুল্য ধরে রিকন্ডিসন গাড়ির মুল দাম ধরা হয় ) নতুন মূল্য হতে ডলার বা ট্রেড ডিসকাউন্ট বাবদ ১০ শতাংশ বিয়োজন করার পাশাপাশি বছরভিত্তিক অবচয় হার আগের মতো রাখা হোক।


আশংকার বিষয় হলো ইদানিং ভারত থেকে প্রচুর গাড়ি বাংলাদেশে আমদানী হচ্ছে ৷ কিন্তু এগুলোর মান নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। মাত্র কয়েক বছরেই নষ্ট হয়ে যাচ্ছে এসব ভারতীয় গাড়ী। অন্য দিকে জাপানের ৫ বছরের পুরোনো গাড়িও অনায়াসে বাংলাদেশে ১০ থেকে ১৫ বছর ব্যবহার করা যায়। যদিও ভারতের মানুষ নিজের দেশের গাড়ি তেমন ব্যবহার করছে না। তাই ভারতের উৎপাদকেরা তাদের নিম্নমানের গাড়িগুলি বাংলাদেশে একরকম জোর করে পাঠাচ্ছে ।


বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) নেতারা  বলেন, গত চল্লিশ বছর ধরে তাদের আমদানী করা রিকন্ডিশন্ড গাড়ি দেশের ৯০ শতাংশ যানবাহনের জোগান দিয়ে যাচ্ছে। কিন্তু বাজেটে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি নিরুৎসাহিত করতে বিদ্যমান অবচয়-সুবিধা বছরভিত্তিক ৫ শতাংশ হারে হ্রাস করা হয়েছে। এমন সিদ্ধান্তে তারা স্তম্ভিত ও ব্যথিত।’


বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) নেতারা আরো বলেন আগামী  বাজেটে ১ থেকে ১৬০০ সিসির স্তরকে ১৮০০ সিসি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে পরিবেশ ও জ্বালানি সহায়ক হাইব্রিড গাড়ি আমদানির পথ সুগম হয়েছে। এ জন্য অর্থমন্ত্রীকে তারা ধন্যবাদ দিয়েছেন । তবে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) নেতারা প্রস্তাবিত শুল্কহার পুনর্বিবেচনার দাবি করছেন ।


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2025 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js