২০ হাজার টাকায় অন্য রকম ফুড ব্যবসা মাসে ৩০ থেকে ৪০ হাজার আয় করুন

২০ হাজার টাকায় অন্য রকম ফুড ব্যবসা মাসে ৩০ থেকে ৪০ হাজার আয় করুন


Posted on: 2020-03-21 22:26:22 | Posted by: eibbuy.com
২০ হাজার টাকায় অন্য রকম ফুড ব্যবসা মাসে ৩০ থেকে ৪০ হাজার আয় করুন

চাকরির দুর্দিনে ব্যবসাই ভরসা৷ যারা কম পুজিতে ফুড ব্যবসা শুরু করতে চান তাদের জন্যই আমাদের আজকের আয়োজন ৷ তবে ৫ লাখ টাকা দিয়ে বিদেশে গিয়ে ৪০ ডিগ্রি তাপে মাজরাতে কাজ করার চেয়ে এই কাজ অনেক ভালো ৷


আজকে একটু ভিন্ন রকম ঝাল মুরির ব্যবসা নিয়ে আলোচনা করবো৷ গতানুগতিক গামলায় মুরির ঠোঙ্গা না ৷ স্পেশাল ঝাল মুরি ৷ 


বাজার সম্ভাবনাঃ

প্রচুর সম্ভাবনা রয়েছে ৷ মানুষ মুখরোচক খাবার বিশুদ্ধ খেতে চায় ৷ আর চায় ভিন্ন কিছু ৷


কিভাবে শুরু করবেন?

আগে একটা ছোট দোকান নিন ৷ ভিতরে আপনি দাড়াতে পারলেই হবে ৷ অথবা ফুড ভ্যান ও নিতে পারেন ৷ তবে দোকান হলে ষ্ট্যানডার্ড ৷ জনসমাগম স্থলে দিবেন ৷ এবার রান্নার ব্যাপারে ভালো কারো কাছে প্রশিক্ষন নিন ৷ যেমন মাংশ রান্না, ছোলা রান্না ইত্যাদি ৷


মুলধনঃ

তেমন মুলধন লাগেনা ৷ চলুন হিসাব করে দেখি ৷

১. চামচ+বাটি ২০ পিস (সিরামিক/মেলামাইন হাই কোয়ালিটি)

২০০০ টাকা ৷

২. মিশ্রন বোল (ষ্টিল) ৩০০ টাকা৷

৩. মসলা বয়ম ৫ পিস ৫০০ টাকা ৷

৪. মাংশ বোল+ঢাকনা ৩ টা ১০০০ টাকা ৷

৫. বালতি ২০০ টাকা ৷

৬. চেয়ার/টুল ২৫০০ টাকা


কাচা মাল ২৫০০ টাকা

গ্রামে দোকান এ্যাডভান্স ১০০০০ টাকার মধ্যেই পাবেন ৷

সব মিলিয়ে ২০০০০ টাকা


কিভাবে করবেন

ঝালমুরির মিনিমান ১০ টা আইটেম রাখতে হবে

১. কলিজা ঝাল মুরি (মুরগির কলিজা)

২.আচার ঝালমুরি (জলপাই আচারের মিশ্রন )

৩. মুরগির মাংশের ঝাল মুরি ৷

৪. মুরগির মথার ঝাল মুরি ৷ (শুধু মুরগির মাথা দিবেন)

৫.গরুর বটের ঝালমুরি (গরুর নাড়ি ভুড়ি দিয়ে ঝাল মুড়ি)

৬. গরুর কলিজা ঝাল মুড়ি৷

৭. খাসির মাথার ঝাল মুরি ৷

৮. গরুর মগজে ঝাল মুড়ি৷

৯. ছোলা ঝাল মুড়ি ৷

১০. ঘুগনি ঝাল মুড়ি ৷


গরুর কলিজা, বট, খাসির মাথা খুব ছোট ছোট করে কাটতে হবে ৷ যাতে প্রতি প্লেটে দুই এক পিস থাকে ৷ আর সরিষার তেলের পরিবর্তে মুড়িতে বাটা সরিষা মাখতে হবে ৷ এছাড়া চানাচুর, বিট লবন, শষা, ছোলা, মাংশ মসলার কষানো তেল কমন থাকবে ৷কাজ করতে গেলে আপনিও মাষ্টার হয়ে যাবেন ৷ তবে অভিজ্ঞ কারো পরামর্শ নিবেন ৷


লাভ লোকসানঃ

প্রতি স্পেশাল প্লেট মিনিমাম ৩০ টাকা বিক্রি করতে হবে ৷ ৩০ টাকার প্লেটে সর্বোচ্ছ ১৫ টাকার খাদ্য দিবেন ৷ ৫০% লাভ রাখতে হবে ৷ দিনে ১০০ কাষ্টমার হলেই যথেষ্ট ৷ ১০০ প্লেটে অন্তত ১৫০০ টাকা লাভ থাকবে ৷ 

কর্মচারি, বিদ্যুত, দোকান ভাড়া বাবদ ১০ হাজার বাদ দিলেও ৩০ হাজার অনায়সে থাকবে ৷  এ ব্যবসার পরিধি বাড়বে খাবারের টেষ্ট যত বাড়াতে পারবেন ৷ কোন রান্না বাচলে অবশ্যই ফ্রিজে রাখবেন ৷ তবে দিনকারটা দিনে শেষ করাই ভালো ৷ মুরগির মাথা আর কলিজা হোটেল গুলিতেই পাবেন ৷ এছাড়া শহরের মুরগির দোকানেও ঠিকা দরে মুরগির কলিজা , মাথা, পা ইত্যাদি বিক্রি হয় ৷


ব্যাক সাইড

এই ব্যবসার সবচেয়ে ভালো দিক হলো অল্প পুজিঁতে ভালো আয় ৷ তবে প্রতিযোগীতা থাকে মার্কেটে ৷ আপনার দেখাদেখী আরো অনেকেই আরাম্ভ করতে পারে ৷ কোয়ালিটি আর স্বাদের ব্যাপারে কোন কম্প্রমাইজ করবেননা ৷


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js