আলিএক্সপ্রেসের পন্য কোন ঠিকানায় সহযে পাবেন?

আলিএক্সপ্রেসের পন্য কোন ঠিকানায় সহযে পাবেন?


Posted on: 2020-03-21 22:24:20 | Posted by: eibbuy.com
আলিএক্সপ্রেসের পন্য কোন ঠিকানায় সহযে পাবেন?

Aliexpress থেকে পন্য আপনি কোন ঠিকানায় সহজে পাবেন এটি একটি বিশাল সমস্যা হয়ে দিড়িয়েছে ৷ অনেকেই অভিযোগ করেন আপনারা পন্য পাননাই ৷ কেউ বলেন পন্য ওরা পাঠায় না ৷ কেউ বলেন ঠিকানা সঠিক হয়নি তাই পান না ৷


আজকের আলোচনা থাকবে কোন ঠিকানা ব্যবহার করলে সঠিক ভাবে পন্য পেতে পারেন ৷ মুলত গ্রামে থেকে Aliexpress থেকে ব্যবসা করা খুবই কঠিন কাজ ৷ কারন অধিকাংশ গ্রামের পোষ্ট অফিস গুলি জরাজীর্ন অবস্থা ৷ চিঠি ঠিক মত আসেনা ৷ আসলেও বিলি হয়না ইত্যাদি ইত্যাদি ৷ তথাপি গ্রামে বসে যে কোন পন্য হাতে পেতেও প্রচুর সময় লাগে ৷


সে জন্যে গ্রামে এসব করা অসম্ভব বললেই চলে ৷

থানা শহর গুলিতে এ ব্যবসা করা কিছুটা সহজ৷ কারন থানা শহরের পোষ্ট অফিস গুলি এখনও চলে ৷ তবে পরিচিত না থাকলে থানা শহরে পার্সেল হারানোর প্রবনতা বেশী ৷ বেশ কিছু অভিযোগ আছে যারা থানা শহরে পার্সেল পাননাই ৷ জেলা শহর পোষ্ট অফিস গুলি ভালো ৷ অনেকেই জেলা শহরে থেকে ব্যবসা করেন ৷


 কিন্তু একটি বিষয় খুব খেয়াল রাখবেন, আপনি যেন জেলা শহরের আশে পাশের এলাকায় না হন ৷ ঠিকানা দিতে হবে মুল শহরের ৷ কারন মুল শহরের ঠিকানায় সহজে পন্য ডেলিভারী হয় ৷

সবচেয়ে সহজ ঠিকানা হলো ঢাকা জিপিও ৷ এখানে পন্য ১০০% ডেলিভারী পাবেন ৷ কারন জিপিও তে পন্য ডেলিভারী করার জন্য স্পেশাল সার্ভিস আছে ৷


 জিপিও থেকে আপনাকে ফোন করে আপনাকে বলা হবে যে আপনার পন্যটি তাদের কাছে আছে ৷ তবে ঢাকার অন্যান্য পোষ্ট অফিসেও ডেলিভারি হবে ৷ কিন্ত জিপিওতে খুব তাড়াতাড়ি পন্য ডেলিভারী দেয় ৷ আর জিপিও থেকে পন্যটি অন্য পোষ্ট অফিসে যেতে অনেক সময় লাগে ৷


যারা ব্যবসা করবেন তারা ঢাকা জিপিওর আশে পাশের এলাকা সিলেক্ট করবেন ৷ তবেই ঝামেলা বিহীন ভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন ৷


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js