বর্তমানে DSLR Camera দিয়ে ছবি তুলে সামাজিক মাধ্যমে আপলোড করা এক ধরনের ফ্যাশন হয়ে দারিয়েছে। ছোট বড় সবাই চায় তার ছবিটি DSLR Camera দিয়ে তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতে ৷ এসব ছবি সাধারনত পর্যটন স্পট গুলিতে তোলা হয় ৷ বাংলাদেশের এখন পর্যটন স্পট গুলিতে ভ্রমন কারীদের আনাগোনা আগের চেয়ে অনেক বেড়েছে ৷ আপনি এই ছবি তোলাকে পেশা হিসাবে অথবা পার্ট টাইম জব হিসাবে নিতে পারেন ৷
কিভাবে শুরু করবেন ??
এই ব্যবসা শুরু করতে আপনাকে একটু বেশী ইনভেষ্ট করতে হবে ৷ একটা DSLR Camera
আর একটা ছোট নোটবুক কিনলে ১ লাখ টাকা খরচ হবে ৷ আশে পাশের কোন পর্যটন স্পট
খুজে বের করতে হবে ৷ নিয়মিত খোজ খবর নিতে হবে ৷ কি রকম পর্যটক আসে ৷ কোন
বয়সী পর্যটক ৷ ছবি তুলতে প্রশাসনের অনুমতি দরকার হবে কিনা ৷ কত টাকা পাবেন
কাষ্টমার থেকে , ইত্যাদি ৷
এবার ভালো মানের DSLR Camera আর নোটবুক ঢাকার IDB থেকে কিনে নিলেই হবে ৷ সপ্তাখানেক নিজে ছবি তুলেন ৷ ইউটিউবে প্রচুর ভিডিও টিউটোরিয়াল পাবেন কিভাবে DSLR Camera দিয়ে ছবি তোলতে হয় এসব নিয়ে ৷
কত টাকা লাগবে ??
এই ব্যবসার জন্য আপনাকে ১ লাখ টাকা ইনভেষ্ট করতে হবে ৷ DSLR Camera আর
নোটবুক মিলে ৷ তবে আপনি যদি আরেকটু ব্যপক আকারে শুরু করতে চান তবে চোট্র
একটা দোকান নিতে পারেন ৷
সে ক্ষেত্রে আপনার ইনভেষ্ট আরেকটু বাড়বে ৷ তবে
নোটবুক ছাড়াও করা যাবে কিন্তু ছবির সৌন্দয্য বাড়তে পারবেন না ৷
কত লাভ হতে পারে ?
প্রথমিক ভাবে লাভের চিন্তা না করে মুলধন তোলার চিন্তা করুন ৷ প্রত্যেকটি
ছবি সাধারনত ৫-১০ টাকা করে দিতে হয়৷ একজনের একটা পারফেক্ট শুট নিতে ৫-১০
টা শুট নিতে হয় ৷ প্রতিদিন ২০ জন কাষ্টমার পেলে ১০০০ টাকা অনায়সে তুলে
নিতে পারবেন ৷ মুলত সখের পেশা হিসাবে তিন চার মাসে আপনার মুলধন চলে আসবে ৷
এর পর যদি ভালো না লাগে তাহলে ক্যামেরা আর নোটবুক আপনার থেকে যাবে ৷ তবে
এর পাশাপাশি আপনি বিয়ে বাড়ি, বিভিন্ন অনুষ্ঠানেও ছবি তোলার দায়িত্ব নিতে
পারেন ৷ অনুষ্ঠান প্রতি ১০০০-২০০০ টাকা সম্মানি পাবেন ৷
তবে প্রাথমিক ভাবে এটিকে আপনি পেশা হিসাবে না নিয়ে পার্টটাইম হিসাবে নিতে পারেন ৷ এর পর পরিস্থতি বুঝে পেশায় পরিনত করতে পারবেন ৷
কি কি সমস্যা হতে পারে ??
ছবি তোলার যথেষ্ট প্রশিক্ষন নিয়ে নিবেন ৷ সাদা , কালো সবাই চায় নিজের
ছবিটা সুন্দর হোক ৷ তাই চেষ্টা করবেন ছবি যেন সুন্দর হয় ৷ এছাড়া অনেক
পর্যটন স্পটে বিভিন্ন বাটপার থাকে তাদের থেকে সাবধান ৷ বৃষ্টির থেকে রক্ষা
পেতে ছাতা , Water proof bag সাথে রাখবেন ৷ তবে আজকাল মোবাইল ফোনেও অনেক
সুন্দর ছবি তোলা যায় ৷ কিন্ত DSLR Camera মোবাইল থেকে সম্পুর্ন আলাদা ৷