মাত্র ৫ লাখ টাকা ইনভেষ্ট করে মাসে হাজার ৪০ টাকা আয় করুন

মাত্র ৫ লাখ টাকা ইনভেষ্ট করে মাসে হাজার ৪০ টাকা আয় করুন


Posted on: 2020-03-21 23:51:22 | Posted by: eibbuy.com
মাত্র ৫ লাখ টাকা ইনভেষ্ট করে মাসে হাজার ৪০ টাকা আয় করুন

খুব বেশী দিন না, এই ব্যবসাটি সম্প্রতি খুব জনপ্রীয় হয়ে উঠছে ৷ এটা এক রকম সুপারশপের মতো ৷ আপনি খুচরা আইটেগুলি একটু ভিন্ন ভাবে এসব দোকান থেকে ক্রয় করতে পারবেন ৷ ঢাকাতে এসব দোকান প্রচুর পরিমানে আছে ৷ এছাড়া বিভাগীয় শহর, জেলা শহর এমনকি গ্রামের অনেক বড় বাজার গুলিতেও এসব দোকান খুব জমজমাট ব্যবসা করে যাচ্ছে ৷ 


আমি আজকে ৯ টু ৯৯ শপের কথা বিস্তারিত বলার চেষ্টা করবো ৷


কিভাবে শুরু করবেন ??

দোকান নির্বাচন করাটাই এই ব্যবসার আসল রহস্য ৷ স্কুল, কলেজ, মাদ্রাসার আশে পাশে যেখানে প্রচুর জনসমাগম হবে, এরকম স্থানে দোকান নির্বাচন করতে হবে ৷ আনেক বড় দোকান না হলেও চলবে ৷ তবে ছেলেদের চেয়ে মেয়েরাই এই পন্যের প্রতি অধিক আগ্রহী ৷  তাই মেয়েদের স্কুল বা মাদ্রাসার পাশে এই ব্যবসা খুবই জমজমাট হবে ৷ 


কি পন্য বিক্রি করবেন ??

 আপনি যদি মেয়েদের আইটেম নিয়ে ব্যবসা দাড় করাতে চান তবে এই আইটেম গুলি রাখতে পারেন ৷ যেমন, ব্রেসলেট, নেলপলিশ, লিপিস্টিক, ক্লিপ, কানের দুল, চুড়ি, ফিতা, আংটি, চিরুনি, মেকাপ ইত্যাদি ৷ এছাড়া কসমেটিক্স সামগ্রীও বিক্রি করতে পারেন ৷ তবে কসমেটিক্স ফিক্সড দামে পাওয়াটা কঠিন তাই গায়ের মুল্যে বিক্রি করবেন ৷ মনে রাখবেন ৯৯ টাকা থেকে যেন বেশী দামী কোন পন্য না থাকে ৷ সেটা কসমেটিক্স আর যাই হোক ৷ গিফট্ আইটেমও রাখতে পারেন ৷ এছাড়া মেয়ের আন্ডার গার্মেন্ট, জুতা, ঘড়ি, ষ্টেশনারী আইটেম গুলিতেও ভালো লাভ করা যায় ৷ আর প্লাস্টিকের কিছু আসবাবপত্র রাখতে পারেন ৷ কোয়ালিটির ব্যাপারে আপোষ করা যাবেনা ৷ লাভ কম করে পন্যের কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করবেন ৷ 


কোথা থেকে পন্য ক্রয় করবেন ??

সকল পন্যই আপনি ঢাকার চক বাজারে পাবেন  একটু খুজে নিতে হবে ৷ তবে আপনার আশে পাশেও আনেক পাইকারী বিক্রেতা থাকতে পারে আপনি তাদের সাথে কথা বলতে পারেন ৷ 


কত টাকা মুলধন লাগবে?

এই ব্যবসায় তেমন মুলধন লাগবেনা ৷তবে দোকানের ডেকোরেশন খুবই দৃষ্টিনন্দন করতে হবে ৷ লাইটিং করতে হবে ৷ আর আশেপাশে বিজ্ঞাপন করতে হবে ভালোভাবে ৷

দোকানের এ্যাডভান্স, ডেকোরেশন আর বিজ্ঞাপন বাবদ ৩ লাখ টাকা যথেষ্ট ৷ তবে অবস্থান ভেদে এটা কয়েকগুন বাড়তে পারে ৷ 


২ লাখ টার মালামাল প্রাথমিকভাবে কিনলেই চলবে ৷ এর পর কাষ্টমারের চাহিদা অনুযায়ী নতুন সামগ্রী যোগ করতে পারবেন ৷

পাঁচ লাখ টাকা প্রাথমিকভাবে পুজি নিয়ে শুরু করে দিন ৷ 


লাভ ক্ষতিঃ

এই ব্যবসায় আপনি শতকরা গড়ে ২০% লাভ করতে পারবেন ৷ তবে পচনশীল বা নষ্ট পন্য না রাখাই উত্তম ৷ এছাড়া লট আকারে যদি পন্য ক্রয় করতে পারেন তবে তুলনামুলক কম দরে পন্য পাবেন ৷ প্রতিদিন ১০ হাজার টাকা বিক্রি করতে পারলে মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হবার সম্ভাবনা আছে ৷ যেহেতু দরাদরির ঝামেলা নাই, তাই নিজেই দোকান চালাতে পারবেন ৷


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:

Comment as:

alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js