কেন সরকার থেকে ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য নিবন্ধন নিবেন?? ক্ষুদ্র ও কুটির শিল্প নিবন্ধন নেয়ার নিয়মাবলী । How to register as small and micro business??

কেন সরকার থেকে ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য নিবন্ধন নিবেন?? ক্ষুদ্র ও কুটির শিল্প নিবন্ধন নেয়ার নিয়মাবলী । How to register as small and micro business??


Posted on: 2020-03-21 23:22:12 | Posted by: eibbuy.com
কেন সরকার থেকে ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য নিবন্ধন নিবেন?? ক্ষুদ্র ও কুটির শিল্প নিবন্ধন নেয়ার নিয়মাবলী । How to register as small and micro business??

প্রথমে বলে নেই কিভাবে ক্ষুদ্র ও কুটির শিল্প নিবন্ধন নিতে হয়। এর পর বলবো এর সুবিধা কি।  ১৯৯০ সনের জাতীয় সংসদের ৫৭ নং আইন বলে বিসিক পরিচালনা পর্ষদ কর্তৃক সরকার থেকে ক্ষুদ্র ও  কুটির শিল্পের জন্য নিবন্ধন করার জন্য কিছু নিয়ম কানুন নির্ধারণ করে। আপনাকে সরকার থেকে ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য নিবন্ধন নেয়ার জন্য এই নিয়ম কানুন গুলি ঠিক তাহক মত পালন করতে হবে।


১। কেউ যদি সরকার থেকে ক্ষুদ্র ও কুটির শিল্পের সুবিধা নিতে চায় তবে তিনি বিসিক এর নিবন্ধন নিতে হবে।

২। আপনাকে ক্ষুদ্র ও কুটির শিল্পের সুবিধা নিতে অনুমোদিত আবেদন পত্র যথা জথ পূরণ পূর্বক, প্রয়োজনীয় কাগজ পত্র, ও প্রমাণাদি সহ জমা দিতে হবে।

৩।যদি আবেদন কারি ক্ষুদ্র ও কুটির শিল্পের সকল সর্ত পূরণ করতে সক্ষম হন তবে তিনি এই নিবন্ধন পাবেন।


আবেদন পত্রের সাথে কি কি জমা দিতে হবে?

১। জমি/বাড়ি/ভাড়ার কাগজ পত্র।

২। কারখানায় ক্রয় কৃত সকল মেশিনের ক্রয় রসিদ, এল সি/ ইনভয়েস এর ফটো কপি।

৩। ছবি, আইডি কার্ড, ট্রেড লাইসেন্সের ফটো কপি।


কি কি সুবিধা পাবেন আপনার ব্যবসা ক্ষুদ্র ও কুটির শিল্পে নিবন্ধন করালে?


১। নির্দিষ্ট পণ্য আমদানির ক্ষেত্রে পাবেন সরকার থেকে বিশেষ ট্যাক্স মউকুপ সুবিধা। ফলে আপনার জন্য একটি কারখানা দিতে খুব সহজ হবে। সর্ব সাকুল্লে ৫-১০% ট্যাক্স আমদানির ক্ষেত্রে সরকারকে দিতে হবে। সুতরাং বুঝতেই পারতেছেন আপনি কি বিশাল একটি ছাড় পাচ্ছেন। যেখানে একজন কমার্শিয়াল আমদানি কারক ৩০-৪০% দিচ্ছে আপনি সেখানে মাত্র ৫% দিয়ে যন্ত্র পাতি আমদানি করতে পারতেছেন।


২। আপনারা নিশ্চয়ই জানেন সরকার উপাদিত পণ্যের উপর অনেক বড় একটা আমাউন্ট ভ্যাট কেটে নেয়। কিন্তু আপনি যখন আপনার প্রতিষ্ঠান ক্ষুদ্র ও কুটির শিল্পের আওতায় নিবন্ধন করাবেন তখন ক্ষেত্র ভেদে আপনি ৫-৭ বছর ট্যাক্স/ভ্যাট মউকুপ পাবার সুযোগ রয়েছে।


৩। এছাড়াও আপনি আপনার শিল্পের জন্য বেবরিত কাছামাল আমদানির ক্ষেত্রেও বিশাল ট্যাক্স মউকুপ পাবেন। কাজেই আপনি আপনি উৎপাদিত পণ্য অনেক কম দামে বাজারে বিক্রি করতে পারবেন, কারণ আপনার উৎপাদন খরচ কম।


৪। শিল্প কারখানায় পানি, বিদ্যুৎ , গ্যাস সংযোগ পাবেন খুব সহজে।


তাহলে বুজতেই পারতেছেন আপনি কেন সরকার থেকে ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য নিবন্ধন নিবেন । আর এটি দিয়ে আপানর ব্যবসাকে আরও বড় করতে পারবেন কিভাবে। অনেক সময় আপনারা দেখেন, আপনার প্রতিযোগীরা আপনার চেয়ে অনেক কমে বাজারে পণ্য বিক্রি করে, ঠিক এই কারনেই, কারণ তারা উৎপাদন করে খুব কম খরছে।


ভালো থাকবেন, পোষ্ট টি শেয়ার করার অনুরুধ রইলো।


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js