আমদানী রপ্তানি ব্যবসা একটি লাভজনক ব্যবসা ৷ দেশের উন্নয়নের সাথে সাথে আমদানী রপ্তানি প্রচুর পরিমানে বৃদ্ধি পেয়েছে ৷ অনেকেই আছেন যারা নতুন করে আমদানী রপ্তানি ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আজকে প্রথমিক কিছু ধারনা দেয়ার চেষ্টা করবো ৷ আজকে আমি দেখাবো কিভাবে আমদানী রপ্তানি লাইসেন্স করতে হয় ??
লাইসেন্সের প্রক্রিয়াটি সম্পন্য করতে প্রয়োজনীয় কাগজপত্র:
(যদি ব্যক্তিমালিকাধীন প্রতিষ্ঠান হয়)
১। মালিকের জাতীয় পরিচয়পত্র
এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নেই ৷ এখন সবখানেই প্রতিষ্ঠানের মালিকের জাতীয় পরিচয় পত্র বাধ্যতামুলক ৷
২। মালিকের ছবি
আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ৷
৩। ট্রেড লাইসেন্স
ট্রেড লাইসেন্স বাধ্যতামুলক ৷ আপনি প্রথমেই ট্রেড লাইসেন্স করে নিবেন ৷ ট্রেড লাইসেন্স কিভাবে করতে হয় সেটা আপনারা সবাই কম বেশী জানেন ৷
৪। ট্রেড লাইসেন্স ঠিকানায় ব্যাংক সলভেন্সী
ট্রেড লাইসেন্স করার কাজ শেষ হলে ব্যাংক এ্যাকাউন্ট করার পালা ৷ ব্যাংকে আপনার প্রতিষ্ঠানের নামে একটি এ্যাকাউন্ট খুলবেন ৷ কোন মতেই ভিন্ন নাম দিবেননা ৷ এবার কিছু লেনদেন করুন ৷ কিছু দিন পর ব্যাংক কে বলবেন আপনাকে একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে ৷
৫। ট্রেড লাইসেন্স ঠিকানায় ই-টিআইএন (টিন সার্টিফিকেট)
টিন সার্টফিকেট এখন অনলাইনে সহজেই পাওয়া যায় ৷ আপনি নিজেও আপনার টিন সার্টফিকেট নিতে পারবেন ৷ এটা করতে কোন ফি লাগেনা।
৬৷ ভ্যাট সার্টফিকেট
এখন প্রত্যেকটি উৎপাদন, সার্ভিস প্রদান কারী ইত্যাদি প্রতিষ্ঠানের জন্য ভ্যাট বাধ্যতামুলক ৷ অনলাইনে সহযেই ভ্যাট রেজিট্রেশন করা যায় ৷ তবে এক্সপার্ট কারো কাছে সাহায্য নিয়ে সহজেই কাজটি করে নিতে পারবেন ৷
৭। সংশ্লিষ্ট এসোসিয়েশনের সদস্যতা সনদ (মেম্বারশীপ সার্টিফিকেট) এবং সর্বশেষ আপনাকে যে কোন একটি ব্যবসায়ী সংঘঠনের থেকে সার্টফিকেট নিতে হবে ৷
তবে
যদি আপনার লিমিটেড কোম্পানী হয় সে ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালকের ছবি ও
জাতীয় পরিচয়পত্র। এছাড়া মেমোরেন্ডাম আর্টিকেল, ইনকর্পোরেশন এবং ফরম-১২।
কোথায় করবেন আমদানী রপ্তানি লাইসেন্স?
এসব কিছু নিয়ে আপনি মতিঝিল সি সি ভবনে গিয়ে নিয়ম অনুযায়ী ফি দিয়ে আমদানী রপ্তানি লাইসেন্স করতে পারবেন ৷
তবে
সবচেয়ে ভালো হলো কারো মাধ্যমে কাজটি করিয়ে নেওয়া ৷ কারন এগুলি প্রচুর
সময় সাপেক্ষ কাজ ৷ কারো দ্বারা করালে কিছু টাকা বেশী নিতে পারে ৷ কিন্তু
ঝামেলা বিহীন ভাবে অপনি লাইসেন্স পেতে পারেন ৷
মতিঝিল আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর
জাতীয় ক্রীড়া পরিষদ ভবন (এনএসসি টাওয়ার) ১৬ তলা,৬২/৩, পুরানা পল্টন,
ঢাকা-১০০০।
ই-মেইল controller.chief@ccie.gov.bd
ফোন-০২-৯৫৫৩৩৪৯ (হেল্প ডেস্ক) ফ্যাক্স-০২-৯৫৫০২১৭