কিভাবে আমদানী রপ্তানি লাইসেন্স করতে হয় ?? এর জন্য কি কি কাগজ পত্র লাগবে ??

কিভাবে আমদানী রপ্তানি লাইসেন্স করতে হয় ?? এর জন্য কি কি কাগজ পত্র লাগবে ??


Posted on: 2020-03-22 00:14:19 | Posted by: eibbuy.com
কিভাবে আমদানী রপ্তানি লাইসেন্স করতে হয় ?? এর জন্য কি কি কাগজ পত্র লাগবে ??

আমদানী রপ্তানি ব্যবসা একটি লাভজনক ব্যবসা ৷ দেশের উন্নয়নের সাথে সাথে আমদানী রপ্তানি প্রচুর পরিমানে বৃদ্ধি পেয়েছে ৷ অনেকেই আছেন যারা নতুন করে আমদানী রপ্তানি ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আজকে প্রথমিক কিছু ধারনা দেয়ার চেষ্টা করবো ৷ আজকে আমি দেখাবো কিভাবে আমদানী রপ্তানি লাইসেন্স করতে হয় ??



লাইসেন্সের প্রক্রিয়াটি সম্পন্য করতে প্রয়োজনীয় কাগজপত্র:


(যদি ব্যক্তিমালিকাধীন প্রতিষ্ঠান হয়)


১। মালিকের জাতীয় পরিচয়পত্র

এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নেই ৷ এখন সবখানেই প্রতিষ্ঠানের মালিকের জাতীয় পরিচয় পত্র বাধ্যতামুলক ৷


২। মালিকের ছবি

আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ৷


৩। ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স বাধ্যতামুলক ৷ আপনি প্রথমেই ট্রেড লাইসেন্স করে নিবেন ৷ ট্রেড লাইসেন্স কিভাবে করতে হয় সেটা আপনারা সবাই কম বেশী জানেন ৷


৪। ট্রেড লাইসেন্স ঠিকানায় ব্যাংক সলভেন্সী

ট্রেড লাইসেন্স করার কাজ শেষ হলে ব্যাংক এ্যাকাউন্ট করার পালা ৷ ব্যাংকে আপনার প্রতিষ্ঠানের নামে একটি এ্যাকাউন্ট খুলবেন ৷ কোন মতেই ভিন্ন নাম দিবেননা ৷ এবার কিছু লেনদেন করুন ৷ কিছু দিন পর ব্যাংক কে বলবেন আপনাকে একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে ৷


৫। ট্রেড লাইসেন্স ঠিকানায় ই-টিআইএন (টিন সার্টিফিকেট)

টিন সার্টফিকেট এখন অনলাইনে সহজেই পাওয়া যায় ৷ আপনি নিজেও আপনার টিন সার্টফিকেট নিতে পারবেন ৷ এটা করতে কোন ফি লাগেনা।


৬৷ ভ্যাট সার্টফিকেট

এখন প্রত্যেকটি উৎপাদন, সার্ভিস প্রদান কারী ইত্যাদি প্রতিষ্ঠানের জন্য ভ্যাট বাধ্যতামুলক ৷ অনলাইনে সহযেই ভ্যাট রেজিট্রেশন করা যায় ৷ তবে এক্সপার্ট কারো কাছে সাহায্য নিয়ে সহজেই কাজটি করে নিতে পারবেন ৷ 


৭। সংশ্লিষ্ট এসোসিয়েশনের সদস্যতা সনদ (মেম্বারশীপ সার্টিফিকেট) এবং সর্বশেষ আপনাকে যে কোন একটি ব্যবসায়ী সংঘঠনের থেকে সার্টফিকেট নিতে হবে ৷


তবে যদি আপনার লিমিটেড কোম্পানী হয় সে ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালকের ছবি ও জাতীয় পরিচয়পত্র। এছাড়া  মেমোরেন্ডাম আর্টিকেল, ইনকর্পোরেশন এবং ফরম-১২।


কোথায় করবেন আমদানী রপ্তানি লাইসেন্স?


এসব কিছু নিয়ে আপনি মতিঝিল সি সি ভবনে গিয়ে নিয়ম অনুযায়ী ফি দিয়ে আমদানী রপ্তানি লাইসেন্স করতে পারবেন ৷



তবে সবচেয়ে ভালো হলো কারো মাধ্যমে কাজটি করিয়ে নেওয়া ৷ কারন এগুলি প্রচুর সময় সাপেক্ষ কাজ ৷ কারো দ্বারা করালে কিছু টাকা বেশী নিতে পারে ৷ কিন্তু ঝামেলা বিহীন ভাবে অপনি লাইসেন্স পেতে পারেন ৷

মতিঝিল আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর

জাতীয় ক্রীড়া পরিষদ ভবন (এনএসসি টাওয়ার) ১৬ তলা,৬২/৩, পুরানা পল্টন,

ঢাকা-১০০০।

ই-মেইল controller.chief@ccie.gov.bd

ফোন-০২-৯৫৫৩৩৪৯ (হেল্প ডেস্ক) ফ্যাক্স-০২-৯৫৫০২১৭

 


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:

Comment as:

আফজাল 2021-12-08 00:21:22
একক মালিক শিল্প ইপোর্ট লাইসেন্স পেতে কি কি কাগজ দরকার?? একক মালিক কি জয়েনস্টকের নিবন্ধন করার প্রয়োজন আছে।
Upvote:
Admin 2023-04-12 22:00:59
যারা আমদানি লাইসেন্স করিয়ে দিতে পারবে তাদের সাথে কথা বলে দেখতে পারেন।
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js