কিভাবে আলিবাবা থেকে পন্য ক্রয় করবেন

কিভাবে আলিবাবা থেকে পন্য ক্রয় করবেন


Posted on: 2020-03-22 00:17:22 | Posted by: eibbuy.com
কিভাবে আলিবাবা থেকে পন্য ক্রয় করবেন

আমাদের আগের পোস্ট এ আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভবে আপনারা পন্য আমদানী করার জন্য
alibaba.com এ এ্যাকাউন্ট খুলবেন৷ এবার আমি দেখাবো সেই এ্যাকাউন্ট দিয়ে কিভাবে alibaba.com থেকে পন্য অর্ডার করতে হয়।

একটি কথা প্রথমেই বলে রাখি , আপনি alibaba.com একাউন্ট না করেও পন্য ক্রয় করতে পারবেন ৷ তবে আকাউন্ট করা থাকলে সহজে সেলারের সাথে যোগাযোগ করতে পারবেন ।

আলিবাবা থেকে পন্য ক্রয় করার জন্য প্রথমে alibaba.com ওয়েবসাইটে প্রবেশ করুন ৷ উপরে একটি সার্চ বার দেখতে পাবেন ৷ সেখানে আপনার কাঙ্ক্ষিত পন্য এর নাম লিখে সার্চ করুন । যেমন কলম কিনতে চাইলে pen লেখে সার্স করলে দেখবেন কয়েক শ , কলম সেলারের সাইট চলে আসবে ৷

এবারের কাজ হলো গোল্ড সাপ্লায়ার খুজে বের করা ৷ চেষ্টা করবেন 5 Years gold suppliers চিহ্ন আছে এরকম কাউকে বেছে নেবার জন্য । তবে আপনি চাইলে তার কমও নিতে পারেন ৷ কিন্তু সাবধানে কাজ করবেন ৷


কিন্তু একজন ফাইনাল সেলার নির্বাচন করার আগে যে কয়টি বিষয় খুব জরুরি তার মধ্যে গুরুত্ব পূর্ণ হলো

১৷ অবশ্যই তাদের গোল্ড সাপ্লায়ার থাকতে হবে ।

২৷ দাম কি FOB নাকি CFR এটা ভালো করে দেখে নিবেন ৷

৩৷ Country of origin কোথায়, এটাও দেখে নিবেন ৷ না হয় চায়না পন্য, তাইওয়ান বলে চালিয়ে দিতে পারে ৷ অনেক সময় তারা এক দেশের সেলার আরেক দেশের পণ্য সেল করে ।  এটা করা যায় । কিন্তু আপনি চেষ্টা করবেন যে দেশের পণ্য সে দেশের সেলার থেকে ক্রয় করতে ।

৪৷ পন্য তারা কি উৎপাদন করে নাকি সোর্সি করে এটাও জানবেন । যদি তারা পন্য নিজেরা উৎপাদন না করে তবে তারা দাম বেশী চাইবে ।  কারন তারা Middle man  হিসাবে কাজ করে । আর যদি তারা নিজেরা সরাসরি উৎপাদন করে তবে তারা অন্যদের চেয়ে কম দামে দিতে পারবে ।

যাহোক পন্য সিলেক্ট করলেই দেখবেন, পাশে Contact Seller বা Get latest price নামে সেলার কে মেসেজ বা ইমেইল করার বাটন আছে৷  বাটনে ক্লিক করে সেলারকে একটা মেসেজ করে আপনার কি পণ্য লাগবে সেটা বিস্তারিত বলুন।


সাথে আপনার পারসোনাল ইমেইল আইডিটা দিয়ে দিবেন৷ যাতে তারা পরবরতিতে আপনার সাথে যোগাযোগ করতে পারে । তবে যা কিছু লেখবেন অবশ্যই সেটা English এ হতে হবে ।নাহয় তারা বুঝবেনা । তবে ইংরেজিতে এক্সপার্ট হওয়া লাগবেনা ৷
স্বাভাবিক ভাবে লেখলেই চলবে ৷

মেসেজে আপনি তাদের জিজ্ঞাসা করবেন কোন পন্য কত দামে তারা বিক্রয় করে । তবে তারা অনলাইনে যে দাম প্রদান করে তা অধিকাংশ সময়ই সঠিক থাকেনা। তাই অনলাইনে কম দাম দেখে এত বেসি উৎসাহি হবেননা ।

এবার হলো অপেক্ষা করার পালা ৷ দেখবেন কিছু দিন পর তারা ইমেইলে আপনাকে রিপ্লাই দিবে ৷ অথবা আলিবাবাতে এ্যাকাউন্ট থাকলে ইনবক্স চেক করতে পারেন ৷

দাম দর ঠিক করুন ৷ আর পেমেন্ট করা, এলসি করা , শিপিং সিস্টেম ইত্যাদি ঠিক করুন ৷

আপনার প্রথম ধাপ শেষ ৷ এবার এলসি বিষয়ে জানতে হবে ৷ কারন আমদানী করতে এলসি করতে হয়৷


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:

Comment as:

alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js