আলিবাবা alibaba.com হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় B2B
অনলাইন মার্কেট প্লেস ৷ এখানে বিশ্বের হাজার হাজার কোম্পানি তাদের পন্য
পাইকারী বিক্রি করে ৷ এমন কোন পন্য নেই যা আলিবাবার ওয়েবসাইটে নেই ৷ দু
টাকার কলম থেকে দু কোটি টাকার মেশিন ৷ সব আছে আলিবাবাতে ৷
আজকের আর্টিকেলে আমি আপনাদেরকে কিভাবে আলিবাবাতে এ্যাকাউন্ট করতে হবে সেটা নিয়ে ধারনা দিবো ৷
আলিবাবার এ্যাকাউন্ট দুই ধরনের হয় ৷ প্রথমটি হলো সেলার ৷ আরেকটি হলো বায়ার ৷
সেলার
হলো আপনি বিক্রয় করবেন ৷ আর বায়ার হলো আপনি ক্রয় করবেন ৷ তবে আলিবাবাতে
একটি এ্যাকাউন্ট দিয়ে বায়ার সেলার দুটোই হতে পারবেন ৷ প্রথমে এখান থেকে ক্লিক করুন ৷ এবার আপনার ইমেইল দিয়ে alibaba.com এ একটি এ্যাকাউন্ট করুন খুব সহজেই ৷
প্রথমে
আপনি আপনার ইমেইল দিয়ে দিন। এবার তারা আপনাকে একটি ভেরিফিকেসন কোড পাঠাবে।
ইমেইল থেকে সেন্ড লিঙ্ক এ ক্লিক করে বাকি তথ্য দিয়ে আকাউন্ট কনফার্ম
করুন।
আলিবাবাতে এ্যাকাউন্ট না খুলেও আপনি পন্য ক্রয় করতে পারবেন ৷ তবে যোগাযোগ প্রক্রিয়া নির্ভরযোগ্য করতে alibaba.com এ এ্যাকাউন্ট করতে হয় ৷
এ্যাকাউন্ট
খুলা শেষ হলে আপনি সার্সবারে গিয়ে পন্য খুজুন ৷ যে পন্য চাইবেন ৷ যেহেতু
আপনি বায়ার, সেহেতু তেমন কোন তথ্য দেবার প্রয়জনীয়তা নেই ৷ মন চাইলে
দিবেন না হয় দিবেননা ৷
তবে আপনি যদি সকল তথ্য দিয়ে আকাউন্ট খুলেন তাহলে আপনার ইমেইল সেলারের কাছে ভালো গ্রহন যোগ্যতা পাবে।
তবে
আলিবাবাতে সেলার হিসাবে ফ্রি আকাউন্ট বর্তমানে বেস ঝামেলা করে। আগে এই
ধরণের সমস্যা হয়নাই। এখন আলিবাবা ফেক সেলার চিহ্নিত করতে গিয়ে গোল্ড
সাপ্লায়ার বাধ্যতা মূলক করতেছে। এজন্য ১০০০ ডলারের মত প্রতি বছর খরছ হয়।