পাখির ব্যবসা কিভাবে করবেন
Posted on: 2021-06-29 21:03:22
| Posted by: eibbuy.com
অনেকেই নিজের শখ এবং ব্যবসা একসাথে করতে চান। পাখি পালন করার শখ অনেকেরই আছে। কিন্তু এমনও তো হতে পারে যে শখ পালন হল পাশাপাশি সেখান থেকে কিছু টাকাও আসল।
কেন করবেন পাখির ব্যবসা?
পাখির ডাক, কিচিরমিচির শব্দ কার না ভাল লাগে? নানা রঙের নানা বর্ণের পাখি মনকে মুগ্ধ করে দেয়। অনেকেই তাদের বাসার বারান্দায় পাখি পালন করে থাকেন। বারান্দায় পালন করার জন্য দেশি বিদেশি বিভিন্ন ধরনের পাখি রয়েছে। আগে বিদেশি পাখি তেমন একটা পাওয়া যেত না। যাই পাওয়া যেত দাম ছিল অনেক বেশি। কিন্তু এখন অনেকটা সহজলভ্য ভাবেই পাওয়া যায়। পাশাপাশি রঙ বেরঙের এসব পাখির চাহিদাও অনেক বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এসব পাখির চাহিদা আরও বাড়বে। তরুনদের মধ্যেই পাখি পালনের শখ বেশি।
পাখির ব্যবসায় ক্ষতির সম্ভাবনা খুবই কম। পাখির ব্যবসা শুরু করতে বেশি টাকা পুঁজি লাগেনা। আবার শিক্ষাগত যোগ্যতাও তেমন একটা দরকার হয় না। অন্যান্য পাখির পাশাপাশি কবুতর পালন করলে লাভের পরিমান আরও বেশি হবে।
যে ধরনের পাখির ব্যবসা করবেন……
ব্যবসার জন্য পাখি নির্বাচনের সময় অনেকেই একটা ভুল করে থাকে। বিভিন্ন দেশি পাখিকে ব্যবসার জন্য নির্বাচন করে। কিন্তু বর্তমানে ব্যবসার জন্য বিদেশি পাখি বা কেসবার্ড ধরনের পাখিই ভাল। কেসবার্ড হল যেসকল পাখি খাচায় পালন করা যায় বা যেসকল পাখি খাচায় নিরাপদবোধ করে। এ ধরনের পাখিই বাসার সৌন্দর্য বর্ধন করে। বলছিনা যে দেশীয় পাখি দেখতে সুন্দর নয়। দেশীয় পাখিগুলো কেসবার্ড নয়। এগুলো বনে জঙ্গলে বা গাছে গাছে উড়ে বেড়াতে পছন্দ করে। খাচায় এগুলো নিরাপদ নয়। যে সকল পাখি আপনি বাসায় পালন করবেন এবং ব্যবসা করতে পারবেন তার একটি তালিকা তুলে ধরলাম...
✑ লাভ বার্ড
✑ককাটেইল
✑ফিঞ্চ
✑বাজরিগার
✑ইলেক্টাস
✑রেড লরি
✑ডাভ
✑ম্যাকাউ
✑কাইফ প্যারট
✑গ্রে গ্রিন সিনামন টারকুইজিন
✑রেড হেড অপলাইন টারকুইজিন
✑চ্যাটারি লরি
✑আলবিনো রিন
✑প্রিন্স অব অয়েলস
✑ভায়োলেট লেক লরি
✑সান কৌনর
✑মুলাক্কান কাকাতুয়া
✑জাভা ইত্যাদি
কিভাবে পাখির ব্যবসা শুরু করবেন...
প্রথমে স্থান নির্বাচন করবেন। বারান্দা, বাসার ছাদ বা বাড়ির উঠানে কোথায় পাখি পালন করবেন সে স্থান ঠিক করবেন। স্থান নির্বাচনের সময় নিরাপত্তার বিষয়টা খেয়াল রাখবেন। পাখি পালনের সবচেয়ে বড় সমস্যা হল এগুলো চুরি হয়ে যায়। বারান্দা, উঠান এমনকি ছাদ বলেন প্রায় সময়ই পাখি চুরির খবর পাওয়া যায়। এমনকি অনেকের লাখ লাখ টাকার পাখি চুরি হওয়ার পর তাদের রাস্তায় বসার উপক্রম হয়েছে।
যদি বারান্দায় পাখি পালন করেন তাহলে খোলামেলা বারান্দা নির্বাচন করবেন। তারপর কোন ধরনের পাখি দিয়ে শুরু করবেন তা ঠিক করবেন। সেগুলোর জন্য কি কি খাদ্য প্রয়োজন তা জেনে নিবেন। কি ধরনের খাচা লাগবে তাও জেনে নিবেন। তারপর জন্য খাচা ও খাবার কিনে আনবেন। কিছু অতিরিক্ত খাচা আনতে ভুলবেন না। কারন পাখি খুব দ্রুত বংশ বিস্তার করে। এগুলোর সেট আপ সম্পন্ন করে পাখি কিনে আনবেন। প্রথমে বেশি টাকা বিনিয়োগ না করে ৮ থেকে ১০ হাজার টাকা বিনিয়োগ করা উচিত। এই টাকার দিয়েই প্রথমে খাচা ক্রয় করা, পাখি ও খাবারসহ যাবতীয় সকল কেনাকাটা করতে হবে।
কিভাবে, কোথায় বিক্রি করবেন...
কোথায় বিক্রি করবেন এটা আপনার মার্কেটিং এর উপর নির্ভর করবে। অনেকে তাদের বন্ধু, আত্মীয় অথবা পরিচিতদের মাঝেই বিক্রি করে থাকেন। এর জন্যও মার্কেটিং এর প্রয়োজন হয়। পরিচিতজনদের মধ্যে পাখি পালনের জন্য একটা আকর্ষন তৈরি করতে হয়। পাখির অনেক মার্কেট আছে। বিভিন্ন বাজারে সপ্তাহের নির্দিষ্ট দিনে পাখি বিক্রি করা হয়। খোঁজ নিয়ে সেগুলোতেও বিক্রি করতে পারেন। যেখান থেকে পাখি কিনবেন তাদের থেকে মোটামুটি একটা ধারনা পাবেন যে কোথায় পাখি বিক্রি করবেন। আবার সোশিয়াল সাইটেও কাস্টমার পেতে পারেন। সেখানে পোস্ট বুস্টিং করতে হবে। ফেসবুকে পাখি ক্রয়বিক্রয়ের অনেক গ্রুপ আছে। সেখানে জয়েন থাকবেন। এলাকায় পোস্টার লাগিয়ে বিজ্ঞাপন প্রচার করতে পারেন। আবার আপনি চাইলে এই ওয়েবসাইটেও পাখি বিক্রি করতে পারেন। তার জন্য আপনাকে এখানে একটি সেলার অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে কেনাবেচা করতে কোন প্রকার ফি বা কমিশন দিতে হবে না।
পাখির দেখাশুনা কিভাবে করবেন...
পাখির ব্যবসায় আপনার লাভ মূলত নতুন যে বাচ্চা হবে সেগুলো বিক্রি করেই হবে। তাই বাচ্চাগুলোর প্রতি যত্নশীল থাকবেন। কোন পাখির যত্ন কিভাবে নিতে হবে তা জেনে নিবেন। এইসব সম্পর্কে ইউটিউবে নানা ভিডিও পাবেন। সেগুলো থেকেই মোটামোটি আইডিয়া পেয়ে যাবেন কিভাবে কোন পাখির যত্ন নিতে হবে। কোন পাখিকে কখন কি ঔষধ খাওয়াতে হবে তা জেনে রাখবেন। আর নিরাপত্তার বিষয়টা অবশ্যই খেয়ালে রাখবেন। অন্যান্য পাখির পাশাপাশি কবুতর পালন করবেন। কবুতর বছরে ১২ থেকে ১৩ জোড়া পর্যন্ত বাচ্চা দেয়। পাখি খাচার বাইরে ছাড়বেন না। কবুতরও অনেক সময় ছাড়লে আর ফেরত আসেনা।
বর্তমানে এমন অনেক মানুষ আছে যারা শুরু করেছিল ৫-৬ হাজার টাকার পাখি দিয়ে। এখন তাদের খামারে কোটি টাকার পাখি এবং মাসিক আয় ৫-৬ লাখ টাকা। এমন মানুষের সংখা কিন্তু অনেক, হাতে গোনা কয়েকজন নয়।
আজকের আলোচনা নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ।