আসসালামুয়ালাইকুম ভিজিটর, আসাকরি সবাই ভালো আছেন ৷ একজন আমাকে আমাকে করে প্রশ্ন করেছিল কিভাবে মাত্র ৫০০০ টাকা দিয়ে তিনি আমদানি ব্যবসা শুরু করতে পারবেন ? তো চলুন দেখা যাক কিভাবে মাত্র ৫০০০ টাকা দিয়ে আমদানী ব্যবসা শুরু করা যায় ৷ আমদানি ব্যাবসার দুইটি ধাপ রয়েছে ৷ প্রথমটি হলো পণ্য নির্বাচন , দ্বিতীয়টি পণ্য ক্রয় এবং চতুর্থটি হলো পণ্য বিক্রি ৷
আসুন
আমার পণ্য নির্বাচন নিয়ে আলোচনা করি ৷ আমদানি করার শুরুতে আপনাকে জানতে
হবে আপনি কোন পণ্য টি নিয়ে ব্যবসা শুরু করবেন ? অর্থাৎ কোন পণ্যটি আপনি
আমদানি করে মার্কেটে বিক্রি করতে পারবেন ৷ এজন্য প্রথমে আপনাকে পণ্য
নির্বাচনের কাজটি করে নিতে হবে ৷ এক্ষেত্রে আপনি মার্কেটে গিয়ে দেখতে পারেন
কোন কোন পণ্য চায়না থেকে মার্কেটে এনে বিক্রি করা যাবে ৷
আসুন আমরা কয়েকটা পন্য নিয়ে আলোচনা করি যেগুলোর বাজার মূল্য অনেকটা কম ৷
কম মুল্যের পণ্যের মধ্যে আমি দুই ধরণের পণ্য নির্বাচন করতেছি ৷
একটি হলো মোবাইল সামগ্রী আরেকটি হলো ইলেকট্রিক গেজেট ৷
আপনার নিশ্চই জানেন যে মোবাইলের বিশাল মার্কেট বাংলাদেশে রয়েছে ৷ এই পন্য এখন এক ধরণের নিত্য ব্যাবহৃত সামগ্রীর মতো ৷ আপনি চাইলে এটি নিয়ে ব্যবসা করতে পারেন কারণ এতে ইনভেস্টমেন্ট কম লাগবে ৷ এছাড়াও রয়েছে ইলেকট্রিক গ্যাজেট যা আমরা সাধারণত মোবাইলের মতই ব্যবহার করে থাকি ৷ আপনারা বিভিন্ন ই কমার্স সাইট থেকেও এগুলি দেখে নিতে পারবেন ৷
পণ্য
বাছাই করার পর আমাদের কাজ হলো পণ্য ক্রয় করা ৷ পণ্য ক্রয়ের জন্য বিভিন্ন ই
কমার্স সাইট থেকে নিতে পারেন ৷ তবে বর্তমান সময়ে সচেয়ে পপুলার হলো আলী
এক্সপ্রেস ৷ আলী এক্সপ্রেস হলো আলিবাবার একটি ওয়েবসাইট যেখানে আপনি ছোট ছোট
পণ্য ক্রয় করতে পারেবন ৷
কিভাবে আলী এক্সপ্রেস এ পণ্য অর্ডার করতে হয় ?
প্রথমে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করুন ৷ এরপর আপনার পণ্যটি লিখে সার্চ করুন ৷ এবার পণ্যের পশে দেখুন ফ্রি শিপিং লেখা আছে কিনা ৷ যদি থাকে তবে সেলারকে পে করুন ৷ পেমেন্ট মাস্টার কার্ড, ভিসা কার্ড দিয়েও নেয় ৷ আপনি চাইলে কারো মাধমে ওয়েস্টার্ন ইউনিয়ন ও পরিশোধ করতে পারবেন