ধন্যবাদ আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য। বন্ধুরা আপনারা জানেন, সম্প্রতি আমরা আমাদের ভিজিটরদের সকল ধরনের মেশিন আমদানি করে সেগুলি বাংলাদেশে স্থাপন করার সকল ধরনের সহযোগিতা করার উদ্যোগ নেই। আজকের এই পোষ্টে আমি আপনাদের চায়না অটো ব্লক মেশিন/ কংক্রিট হলো ব্লক মেশিন নিয়ে বিস্তারিত বলবো এবং এই মেশিন আমদানি করে বাংলাদেশে স্থাপন করতে কেমন খরচ হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ।
Hollow/ Solid block কি ?
সহজ ভাষায় ব্লক হল ইটের বিকল্প। সিমেন্ট, বালু আর পাথর দিয়ে এই ব্লক তৈরি করা হয়। এগুলু ইটের ছেয়েও মজবুত। ভুমিকম্প সহনশীল ।
কি কি ধরনের মেশিন আছে ?
ব্লক তৈরির মেশিন দুই ধরনের ৷ একটা হলো স্যালো মেশিন দ্বারা চালিত সেমি অটোমেটিক ৷ আরেকটি হলো বিদ্যুত চালিত ফুল অটোমেটিক ৷ এছাড়া ও হস্তচালিত মেশিন ও রয়েছে ৷ তবে ব্লক উৎপাদন করা মানেই শেষ না ৷ আপনাকে অবশ্যই এর কোয়ালিটি ঠিক রেখে উৎপাদন করতে হবে ৷ ব্লকের কোয়ালিটি নির্ভর করবে আপনার মেশিনের কোয়ালিটির উপর ৷ মেশিন যত অত্যাধুনিক হবে ব্লকের কোয়ালিটি তত ভালো হবে ৷
Hollow/ Solid block তৈরির মেশিনের দাম কত ?
মেশিনের দামের কোন শেষ নাই ৷ আপনি দুই ধরনের মেশিন ব্যবহার করতে পারেন ৷
দেশীয় প্রযুক্তিতে তৈরি করা মেশিন
চায়না অটোম্যাটিক হলো ব্লক নেশিন
দেশীয় প্রযুক্তিতে তৈরি করা মেশিন
দেশীয়
প্রযুক্তির মেশিন আপনি ১ লাখ টাকার মধ্যেই পাবেন ৷ কিন্তু ব্লকের মান হবে
খুবই নিম্ন মানের ৷ আপনার এসব ব্লক বড় কোন নির্মানে ব্যবহার করা যাবেনা ৷
ছোটখাট বাড়ি ঘর নির্মানে এই ব্লক ব্যবহার হবে ৷ দেশীয় মেশিনের উৎপাদন
ক্ষমতা খুবই কম হবে ৷ অধিক পরিশ্রম সাধ্য বিধায় আপনার উৎপাদন খরচ অনেক
বেড়ে যাবে ৷ ফলে বাজারে আপনার ব্লক বিক্রি অনেক প্রতিযোগিতার সম্মুখীন হবে
৷
চায়না অটোম্যাটিক হলো ব্লক মেশিন
চায়না অটোম্যাটিক হলো ব্লক তৈরির একটি স্টান্ডার্ড কোয়ালিটির মেশিনের দাম পড়বে ১০ লাখ টাকা ৷ বাজারে অনেক ধরনের সস্তা মেশিন পাওয়া যায় ৷ আবার দেশীয় প্রযুক্তি দিয়েও মেশিন তৈরি হয় ৷ কিন্তু সব ধরনের মেশিন সমান ফিডব্যাক দেয়না ৷ যেসব মেশিন দেশীয় প্রযুক্তি দিয়ে তৈরি করা হয় সেসব মেশিনের মোল্ড গুলির ফিনিশিং ভালো হয়না ৷ কারন এসব মোল্ড দেশীয় মেশীনে ঘষা মাজা করে তৈরি করা হয় আমাদের সরবরাহকৃত মেশিন
আমাদের কাস্টমারদের জন্য আমরা এই মেশিনটি সরবরাহ করে থাকি ।
এই মেশিনের উৎপাদন ক্ষমতাঃ
এই মেশিনের উৎপাদন ক্ষমতাঃ
হলো ব্লকঃ ২৪০০ পিস প্রতি ৮ ঘণ্টায় । ( সাইজঃ ১৬ ইঞ্চি , ৮ ইঞ্চি, ৪ ইঞ্চি)
ষ্ট্যাণ্ডার্ড ইটঃ ১৪০০০ পিস ( সাইজঃ ৯ ইঞ্চি, ৫.৫০ ইঞ্চি,২ ইঞ্চি )
পাওয়ারঃ ১১.৮ কে ভি
প্যালেট সাইজঃ৩৫ ইঞ্চি, ২১ ইঞ্চি, ১.৫ ইঞ্চি
এই মেশিন দিয়ে কয় ধরনের ব্লক বানানো সম্ভব ?
একটা মেশিন বসাতে কত টুকু জায়গার দরকার ?
এই মেশিনটা বসাতে আপনাকে ১০ হাজার স্কয়ার ফুট জাগার প্রয়োজন । তবে জায়গা যত বেশী হবে আপনার জন্য ব্যবসা করাটা তত সহজ হবে ।
কেবল মেশিন হলেই চলবে ?
না, কেবল মেশিনের দাম ১০ লাখ হলেই হবেনা। এর সাথে আরও কিছু লাগবে।
১। এ ভি আরঃ ৭০০০০ টাকা।
২। শেডঃ ২ লাখ টাকা ।
৩। প্যালেটঃ ৫ লাখ টাকা ।
৪। কাঁচা মালঃ ২ লাখ টাকা ।
সর্বমোট- প্রায় ১০ লাখ টাকা । মেশিনের দাম ১০ লাখ টাকা । এই বিশ লাখ টাকা হলে আপনি ব্যবসাটি শুরু করতে পারবেন।
এই ব্লক উৎপাদন করতে কি কি কাঁচা মাল দরকার হয় ?
ইট, বালি, সিমেন্ট ইত্যাদি দিয়ে এই ব্লক তৈরি করা যায়।
মেশিন সম্পর্কে আরও কিছু জানার থাকলে আমাদের সরাসরি ফোন করুন ০১৩১০-৫৭৬৩৫৭ । অথবা আমাদের ফেসবুকে মেসেজ করতে এখানে ক্লিক করুন।
আয় - ইনকাম
ব্লক মেশিনের একেকটা ব্লক সমান আমাদের দেশের ৪.৫ (সারে চার) টা ইট । একটা ব্লক তৈরি করতে খরচ হয় ২৫-৩০ টাকা । প্রতি পিস ব্লক সেল করা হয় ৪০ টাকা। এছাড়া হলো সাধারণ ব্লক প্রতি পিস ৬ টাকা করে উৎপাদন করা হয়। এই ব্লক বিক্রি হয় প্রতি পিস ১০ টাকা করে।