মাত্র ২০ লাখ টাকায় এই লাভজনক সৌখিন আমদানি ব্যবসাটি শুরু করতে পারেন। ।। Jersey Business

মাত্র ২০ লাখ টাকায় এই লাভজনক সৌখিন আমদানি ব্যবসাটি শুরু করতে পারেন। ।। Jersey Business


Posted on: 2020-03-21 23:33:09 | Posted by: eibbuy.com
মাত্র ২০ লাখ টাকায় এই লাভজনক সৌখিন আমদানি ব্যবসাটি শুরু করতে পারেন। ।। Jersey Business

যারা আমদানি ব্যবসা করতে চান কিন্তু কোন আইডিয়া খুজে পাচ্ছেনা তাদের জন্যই আজকের এই আইডিয়া ।
আজকে আমি একটা অতি পরিচিত আমদানি ব্যবসা নিয়ে আলোচনা করবো। এটা নিয়ে আমি বেশ কিছু দিন ধরে

মার্কেট রিসার্চ করেছিলাম। আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো। শেষ পর্যন্ত সাথে থাকার অনুরধ রইলো ।

খেলা দুলার সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত। বাংলাদেশে প্রচুর পরিমাণে স্পোর্টস আইটেম আমদানি করা হয়।
তবে গোপন কথা হল এই আইটেম গুলি খুব বেশি জনে আমদানি করেনা । তাই আপনি চাইলে এই মার্কেটে নিজেকে
প্রতিষ্ঠা করতে পারেন।

কি পণ্য আমদানি করবেন?
আমদানি পণ্যের কোন ধরা বাধা সিমা নেই। হাজার হাজার পণ্য আমদানি করা যায়। তবে আজকে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো।
পরবর্তীতে বাকি গুলি দিবো । আজকে আমি চায়না জার্সি আমদানি ব্যবসা নিয়ে আলোচনা করবো। এটাকে এজন্য বেছে নিলাম যে
এই পণ্যটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠতেছে। আজকাল তরুণরা অনেকেই টি শার্ট এর বদলে প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে ঘুরাঘুরি করেন।

কেন চায়না জার্সি আমদানি করবেন ?

কারণ এই জার্সি খুব ভালো কোয়ালিটি হয়। আর এরা অরজিয়ান জারসির রেপ্লিকা বানাতে ওস্তাদ।


কিভাবে ক্রয় থেকে শুরু করে মাল ছাড়াবেন =

ক্রয় প্রথম ধাপ=



কিভাবে সেলার এর সাথে দাম নিরদাহ্রন করতে হয়?
চায়না থেকে কিভাবে পণ্য ক্রয় করতে হয় সেটা নিয়ে আমদের চেনেলে অনেক ভিডিও আছে দেখে নিতে পারেন। তবে আমারা একটু হাল্কা ভাবে
দেখে নেই কিভাবে আলিবাবা থেকে জার্সি ক্রয় করতে হবে।
আলিবাবা সাইটে প্রবেশ।

স্যাম্পল আনা দ্বিতীয় ধাপ=

আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুজতে পেরেছেন যে কিভাবে পণ্য সিলেক্ট করতে সেলার এর সাথে যোগাযোগ করতে হবে।
এবার তাদের বলবেন আপনাকে স্যাম্পল পাঠাতে।  তবে সাম্পাল অনেকে ফ্রি দিতে ছাইবেনা। দাম দিয়ে আনতে হবে। সেক্ষেত্রে
আপনাকে আগে অদের পায়মেন্ট করতে হবে। কিভাবে পায়মেন্ট করতে হয় সেটা নিয়েও ভিডিও আছে প্রয়োজনে দেখে নিবেন।


স্যাম্পল কনফিরম হলেই এল সি করে পণ্য আনবেন। কিভাবে এল সি করতে হয় ভিডিও আছে দেখে নিবেন।

কত ইনভেস্ট করা লাগবে
আমি প্রথমেই বলেছিলাম ২০ লাখ টাকার কথা বলেছিলাম। আসুন দেখি কিভাবে এই টাকা লাগবে
জার্সি ৫৫০০ পিস - ১২ লাখ টাকা ( ২২০ টাকা প্রতি পিস)
শিপিং চার্জ- ৫০ হাজার টাকা
ট্যাক্স- ৫ লাখ টাকা (সম্ভাব্য) ১২৭% ( টোটাল ক্রয় মূল্যের ৩ ভাগের এক ভাগ ডিক্লার করলে ) ৬১১০৯০০০ কোড
সি এন্ড এফ-২০০০০ টাকা
ট্রান্সপোর্ট-৫০০০ টাকা
-----------------
১৮ লাখ টাকা ( দুই লাখ হাতে রাখবেন, ) আমদানি বাবসার মা বাপ নাই)
তাহলে ১৮০০০০০/৫৫০০ = ৩২৭ টাকা প্রতি পিস (সম্ভাব্য) কম বেশি হতে পারে

কত দামে বিক্রি হবে?
চায়না জার্সি পাইকারি বিক্রি হয় ৪৩০ থেকে ৪৫০ টাকায়। আপনি এই দামে বিক্রি করতে পারবেন না। আপনি ৩৮০-৩৯০ টাকায়
বিক্রি করতে পারবেন। তাহলে আপনি ৫৫০০ পিস ৩৯০ টাকা দরে বিক্রি করলে পাবেন ২১৪৫০০০ টাকা।
১৮০০০০০-২১৪৫০০০= ৩৪৫০০০ টাকা লাভ করতে পারবেন। লাভ কিন্তু বেশি হবেনা ।  তবে একটা শিপমেন্ত করে টাকা হাতে নিতে আপনার
৪০ থেকে ৫০ দিন লাগবে। স্পোর্টস আইটেম বাকিতে বিক্রি হয়না।


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:

Comment as:

alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js