যেদিন থেকে গুগল এ্যডসেন্স বাংলা অনুমোদন দিলো, সেদিন থেকে বাংলাদেশের ব্লগিং জগতে ঘটে গেল এক যুগান্তকারী ঘটনা ৷ এখন বংলা লেখা ব্লগ থেকে়ও আয়
করা সম্ভব ৷ মাত্র ১০০০ টাকায় ডোমেইন কিনে ব্লগস্পটে হোষ্টিং করে অনেকেই নিরবে টাকা ইনকাম করে যাচ্ছে, আমরা যার চিটে ফোটাও টের পাইনা ৷
আজকের পোষ্টে বিস্তারিত বলার চেষ্টা করবো ব্লগিং করে কিভাবে আয় করা যাবে ৷ ইনভেষ্ট মাত্র ১০০০ টাকা ৷ শেষ পর্যন্ত সাথে থাকবেন ৷
ব্লগিং কি ??
আমাদের ওয়েবসাইট টা দেখেছেন নিশ্চয়ই ৷ এটা একটা ব্লগ সাইট দিয়ে করা ৷ ব্লগস্পটে বা ওয়ার্ড প্রেসে হোস্টিং করা ৷ ব্লগিং হলে আপনার জানা কোন বিষয় ইন্টারনেটের
মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দেওয়া ৷ সেটা যাই হোক ৷ কবিতা বা গল্প বা রন্নার ফর্মুলা ৷
কিভাবে শুরু করবেন ?
প্রথমে ব্লগস্পটে একটা ওয়েবসাইট খুলুন ৷ ধরুন আপনি বাংলাদেশের দর্শনীয় স্থান গুলো নিয়ে ব্লগ ওপেন করবেন ৷ নাম দিলেন visitbd.blogspot.com
এবার অনলাইন থেকে ফ্রী টেমপ্লেট নামিয়ে আপলোড করে নিন ৷ হয়ে গেল আপনার পার্সোনাল ব্লগ ।
কিভাবে ব্লগস্পটে ওয়েবসাইট ওপেন করবেন ??
প্রথমে বলে রাখি ওয়ার্ড প্রেসে ব্লগ খুলতে হোস্টিং কিনতে হয় ২-৫০০০ টাকা দিয়ে। সে জন্য আমি blogger.com নিয়ে কথা বলবো। কারণ সেটা ফ্রি হোস্টিং।
প্রথমে blogger.com এ ক্লিক করুন ৷ এখানে আপনার যদি জিমেইল একাউন্ট থাকে তবে সেটা দিয়েই সব করতে পারবেন। যদি না থাকে তবে তবে একটা
জিমেইল একাউন্ট করে নিন। এর পর create blog এ ক্লিক করুন ৷ এবার নাম সিলেক্ট করুন ৷ ব্যাস হয়ে গেল ব্লগ ৷ না পারলে ইউটিউব এ গিয়ে
ভিডিও দেখে নিন ৷ কিভাবে blogger.com ব্লগস্পটে ওয়েবসাইট ওপেন করতে হয় এসব নিয়ে বাংলায় প্রচুর ভিডিও আছে।
কিভাবে .com ডোমেইন নিবেন ?
প্রথমে ব্লগস্পটে ফ্রী ডোমেইন দিয়ে ব্লগিং শিখুন ৷ পোষ্ট করতে থাকুন। মাঝে মাঝে ফেসবুকে শেয়ার করুন । এবার দেখুন ভিজিটর কি রকম আসে।
দুই তিন মাস পর দেখবেন অল্প অল্প ভিজিটর গুগল থেকে আসা শুরু হয়েছে। এবার webmasters tools এ গিয়ে
আপনার সাইট এর একটি সাইট ম্যাপ সাবমিট করুন। কিভাবে করবেন ইউটিউব এ গিয়ে ভিডিও দেখে নিন ৷ Webmasters এর কাজ হলো আপনার পোষ্ট গুলি
কিভাবে টাকা আয় করবো।
এবার আসি আসল কথায়। কিভাবে আপনি এই ব্লগ থেকে টাকা আয় করতে পারবেন। এখন থেকে গুগল এ্যডসেন্স বাংলা অনুমোদন দিয়েছে। এবার কাজ হল
গুগল এ্যডসেন্সে আপ্লাই করার পালা। Earning অপশন থেকে এ্যডসেন্সে ক্লিক করুন। এক সপ্তাহ অপেক্ষা করুন । এ্যডসেন্স অনুমোদন নিতে সময় লাগবে । আরও পড়ুন