মোবাইল রিচার্জ আর বিকাশ থেকে প্রতি মাসে ২০ হাজার টাকা কিভাবে আয় করবেন

মোবাইল রিচার্জ আর বিকাশ থেকে প্রতি মাসে ২০ হাজার টাকা কিভাবে আয় করবেন


Posted on: 2020-03-22 06:57:18 | Posted by: eibbuy.com
মোবাইল রিচার্জ  আর বিকাশ থেকে  প্রতি মাসে ২০ হাজার টাকা  কিভাবে আয় করবেন

বন্ধুরা আমরা প্রত্যেকেই প্রতিদিন কম বেশী মোবাইল রিচার্জ করে থাকি। এই মোবাইল রিচার্জ ব্যবসা মুদি দোকান হতে শুরু করে ফার্মেসী সর্বত্র করা হয়।

নতুন করে যোগ হয়েছে মোবাইল ব্যাংকিং ব্যবসা যেটাকে আমরা বলি বিকাশের ব্যবসা। আজকের আইডিয়াতে আমি  মোবাইল রিচার্জ ব্যবসা এবং বিকাশের ব্যবসা নিয়ে

বিস্তারিত বলবো।


মোবাইল রিচার্জ ব্যবসা

আসলে এটাকে  Mobile Recharge ব্যবসা না বলে  Mobile Recharge সেবা বলা যায়। যে প্রফিট আপনি  মোবাইল রিচার্জ ব্যবসা থেকে করতে পারবেন

সেটা খুবই নগণ্য। আসলে আপনি যদি  মোবাইল রিচার্জকে, ব্যবসা হিসাবে নিতে চান তবে শুধু  Mobile Recharge করলেই হবেনা সাথে আনুসাঙ্গিক কিছু ব্যবসা রাখতে হবে।

বাংলাদেশে এখন  Grammeen Phone, Airtel, Robi, Banglalink হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক। এদের গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশী। সেহেতু

এই সব সিমের মোবাইল রিচার্জ বেশী হবে। এবার আসুন কি পরিমাণ  মোবাইল রিচার্জ হলে কি পরিমাণ লাভ হতে পারে সেটা নিয়ে আলোচনা করি।


১০০ টাকা  Mobile Recharge করতে পারলে আপনি  ২.৭৫ টাকা কমিশন পাবেন। ১০০০ টাকা Mobile Recharge করতে পারলে কমিশন পাবেন ২৭.৫০ টাকা।

এটা খুবই সামান্য। গ্রামে প্রতিদিন ৫০০০ টাকা Mobile Recharge করা খুবই কষ্টের। প্রতিদিন ৫০০০ টাকার Mobile Recharge করতে পারলে ১৩৭.৫০ টাকা আয়

করতে পারবেন। ৩০ দিন দোকানদারী করতে পারলে আপনি ৪১২৫ টাকা আয় করতে পারবেন। এছাড়া কিছু কমিশন, সিম বিক্রির লাভ, টার্গেট পুরুন ইত্যাদি করে আপনি সবমিলিয়ে ৫০০০

টাকা মাসে আয় করতে পারবেন।


এজন্য আপনাকে সাথে রাখতে হবে বিকাশ, মোবাইলের খুচরা যন্ত্রাংশ, কম দামি কিছু মোবাইল। এগুলি থেকে আরও ২০০০ টাকা আয় করতে পারলে আপনি ৭০০০ টাকা আয় করতে পারবেন।


Mobile Banking Business (Bkas Business)

মোবাইল ব্যাংকিং ব্যবসা  এখন সবচেয়ে লাভজনক ব্যবসা।  Mobile Recharge যেখানে ৫০০০ টাকা প্রতিদিন হবে সেখানে আপনি ১ লাখ টাকার মোবাইল ব্যাংকিং ব্যবসা করতে পারবেন।

অধিকাংশ  Mobile Recharge ব্যবসায়িরা মোবাইল ব্যাংকিং ব্যবসা সাথে রাখেন। এখান থেকে আপনি ভালো পরিমাণে আয় করতে পারবেন, যেটা Mobile Recharge থেকে সম্ভব না।


এবার আসুন কি পরিমাণ  Mobile Banking Business থেকে আপনি কি পরিমাণ লাভ করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করি। যেহেতু বিকাশ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়

Mobile Banking নেটওয়ার্ক, সেহেতু বিকাশ ব্যবসা থেকে আপনি কি পরিমাণ লাভ করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করবো।


বিকাশের এজেন্টদের কমিশন হচ্ছে ১০০ টাকায় .৪০ পয়সা। ১০০০ টাকায় ৪ টাকা এবং ১ লাখ টাকায় ৪০০ টাকা। তার মানে আপনাকে প্রতিদিন ১ লাখ টাকা মিনিমাম বিকাশ করতে হবে। তাহলে

মাসে ১২০০০ টাকা আয় করতে পারবেন। তবে এক লাখ টাকা প্রতিদিন বিকাশে লেনদেন করতে হলে আপনাকে দের লাখ টাকা ইনভেস্ট করতে হবে।


Mobile Banking এবং Mobile Recharge থেকে প্রতি মাসে ২০-২৫ হাজার টাকা আয় করতে হলে আপনাকে দোকান, ডেকোরেশন, লাইসেঞ্চ সহ দুই লাখ টাকা ইনভেস্ট করতে হবে।

তবে একটা ব্যবসা থেকে এর চেয়ে কম আয় করলে আপনার লোকসান হবে। কারণ এখানে আপনাকে নিজে সারাদিন শ্রম দিতে হবে।


Mobile Banking এবং Mobile Recharge এর সাথে সাইড ব্যবসা

অনেক ফার্মেসিতে, ষ্টেশনারী দোকানে, কনফেক্সনারি দোকানে সাইড ব্যবসা হিসাবে Mobile Banking এবং Mobile Recharge ব্যবসা করে থাকেন। এভাবে করলে আপনার দোকান ভাড়া লাগবেনা।

একটা ছোট টেবিল হলেই চলবে। তবে একজনকে নিয়োগ দিতে হবে। কারণ নাম্বার তোলা, বা পাঠানো ভুল হলে জরিমানা গুনতে হবে। এসব দোকানে বিক্রিও বেশী হয়।

কারণ কাস্তমার  Mobile Banking এবং Mobile Recharge করতে এসে অন্য কিছু কিনে নিয়ে যাবে।


কি কি সমস্যা হতে পারে?

আসলে দৈনিক যদি উপরের পরিমাণ সেল না করতে পারেন তবে আপনি লাভ করতে কষ্ট হবে।


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2025 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js