৫ লাখ টাকায় শুরু করুন মবিলের আমদানি ব্যবসা

৫ লাখ টাকায় শুরু করুন মবিলের আমদানি ব্যবসা


Posted on: 2021-04-06 04:50:44 | Posted by: eibbuy.com
৫ লাখ টাকায় শুরু করুন মবিলের আমদানি ব্যবসা

আজকের ব্যবসার আইডিয়া টি একদম বাস্তব ও লাভজনক ৷ মাত্র ৫ লাখ টাকা ইনভেষ্ট করে আপনি ১ লাখ টাকা লাভ করতে পারবেন ৷ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ৷ 

বর্তমানে লুব্রিকেন্ট হলো একটি নিত্য প্রয়োজনীয় বস্তু ৷ দিন যত গড়াচ্চে এটার চাহিদা তত পরিমানে বাড়তেছে ৷ অধিকাংশ যানবাহনেই এই লুব্রিকেন্ট বা মবিলের প্রয়োজন হয় ৷ এটা কোন পচনশীল দ্রব্যও না ৷ দিন দিন এটার দাম বৃদ্ধি হয় কিন্তু কমে না ৷  আপনারা হয়তো অনেকেই জানেন না এই মোবিল কি দামে আমদানী করে কত দামে বিক্রি করা হয় ৷ বর্তমানে এটি খুবই একটি লাভজনক ব্যবসা ৷  কিন্তু এটি যেহেতু জ্বালানি তৈল সেহেতু এই পন্য আমদানী করতে সরকারী বিশেষ অনুমতি প্রয়োজন হয় ৷ এই লাইসেন্স খুবই দুর্বল আর প্রচুর ব্যায় সাধ্য ব্যাপার ৷ 

কিভাবে শুরু করবেন এই ব্যবসা ?
যেহেতু আমদানী করতে সরকারী বিশেষ অনুমতি প্রয়োজন হয়, আপনাকে প্রথমেই কোন আমদানীকারকের সাহায্য নিতে হবে যাদের অলরেডি এই লাইসেন্স আছে ৷ কিন্তু এজন্য লাইসেন্সের মালিক কে প্রতি লিটরে কিছু কমিশন প্রদান করতে হবে ৷ 
তবে আজকে আমি আপনাদের জন্য একজন আমদানীকারককে উপস্থাপন করবো যিনি আপনাদের থেকে কোন লাইসেন্স ফি নিবেন না ৷ আপনি পন্যের দুবাইতে ক্রয় মুল্য  সমপরিমান টাকা, ট্যাক্স, ভাড়া প্রদান করলেই পন্য পেয়ে যাবেন ৷ সরাসরি আমদানী মূল্যে ৷ মিনিমাম ৫ লাখ টাকার লুব্রিকেন্ট আমদানী করতে হবে ৷ আখি ট্রেডিং, মতিঝিল, ঢাকা ৷ ২০ বছরের ব্যবসার আইডিয়া নিয়ে আব্দুল ওহাব ভাই তরুনদের সাহায্য করতে চলে এসেছেন ৷ আমার খুবই কাছের মানুষ এবং একজন চরম সৎ, নিষ্ঠাবান ব্যবসায়ী ৷   

কত টাকা ইনভেষ্ট করতে হবে ?
৫ লাখ টাকা মনিনাম ইনভেষ্ট করতে হবে ৷ এই টাকায় আপনি লুব্রিকেন্ট, গ্রিজ, গিয়ার ওয়েল ইত্যাদি পাবেন ৷ তবে সবকিছু নির্দিষ্ট ব্রান্ডে হবে ৷ কেউ যদি নিজস্ব ব্রান্ডে পন্য নিতে চান তবে নূন্যতম ২০ ফিট হাফ কন্টেইনার আমদানী করতে হবে ৷ তার মানে কমপক্ষে ৩০ লাখ টাকা ৷ 

বিক্রি করবে কে ? 
আপনার পন্য আপানকেই বিক্রি করতে হবে ৷ আপনার যদি নিজস্ব দোকান থাকে তাহলে এটা সবচেয়ে ভালো ৷ আর যদি নিজস্ব দোকান না থাকে তবে আখি ট্রেডিং এর পক্ষ থেকে পন্য বিক্রির সকল প্রশিক্ষণ দেওয়া হবে ৷ ভিডিওর শেষে আমি তাদের মোবাইল নম্বর দিয়ে দিবো ঐ মোবাইলে যোগাযোগ করলেই বিস্তারিত বলে দিবে ৷ 

পন্য যদি সেল না হয় ? 
দেখুন মার্কেটিং এ একটা কথা আছে, না বলতে কোন শব্দ নেই ৷ সেল হবেনা কেন ? এই পন্য নিয়ে আব্দুল ওহাব ভাই কোটি টাকার ব্যবসা করতেছেন ৷ আপনি পারবেন না কেন ? আপনাকে পারতে হবে ৷ একদিন নিজের ব্রান্ডের পন্য বাজারে বিক্রি করবেন সে লক্ষে মার্কেটিং শুরু করুন, ইনশাআল্লাহ্ সফল হবেন ৷ আপনার ব্যবসাকে সফল না হওয়া পর্যন্ত আখি ট্রেডিং আপনাকে সর্বত্নকভাবে সাহায্য করে যাবে ৷ 

লাভ কেমন হবে ? 
আমদানী পন্যে লাভ ২০%+- এর মত হয় ৷ ধরুন আপনি ৫ লাখ টাকার পন্য ৫ মাসে সেল করলেন ৷ তাহলেও কিন্তু প্রতি মাসে ২০০০০ লাভ করতে পারবেন ৷ যদি ১০ মাসে সেল করেন তাহলেও প্রতি মাসে ১০ হাজার টাকা ৷ 

সবাই যদি আমদানী করে সেল করবো কোথায়?
অনেকেই এই প্রশ্ন করবেন ৷ এজন্যে আব্দুল ওহাব ভাই প্রতি জেলাতে ১ জন করে আমদানীকারক দিবেন ৷ ডজন ডজন আমদানীকারক দিবেন না ৷ সৌভাগ্যবান এক জন উদ্যোক্তাই পাবেন এই সুযোগ ৷

আব্দুল ওহাব ভাইয়ের মোবাইল নাম্বারঃ ০১৭০৮-৮৯৯৫০১


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2025 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js