আলিএক্সপ্রেস থেকে পণ্য কেনার নিয়ম

আলিএক্সপ্রেস থেকে পণ্য কেনার নিয়ম


Posted on: 2022-06-14 03:56:15 | Posted by: eibbuy.com
আলিএক্সপ্রেস থেকে পণ্য কেনার নিয়ম

কিভাবে আলিএক্সপ্রেস থেকে পণ্য ক্রয় করবেন

আলিবাবা এবং আলিএক্সপ্রেস একই প্রতিষ্ঠানের দুটি ভিন্ন ওয়েবসাইট ৷ আলিবাবা থেকে কিভাবে কম খরচে পন্য আমদানী করতে হয় সেটা নিয়ে আমাদের ওয়েবসাইটে অনেক পোষ্ট আছে দেখে নিতে পারেন ৷ আজকের পোষ্টে আমি দেখানোর চেষ্টা করবো কিভাবে আলিএক্সপ্রেস থেকে কম খরচে পন্য আমদানী করবেন ?

আলিএক্সপ্রেস হলো চায়না প্রতিষ্ঠান ৷ যেখান থেকে বিভিন্ন পন্য খুচরা সেল করা হয় ৷ এরা আন্তর্জাতিক ই-কমার্স ওয়েবসাইট ৷ এখান থেকে সারা বিশ্বে পন্য ডেলিভারি করা হয় পোস্ট অফিসের মাধ্যমে ৷ ফলে আপনার সামান্য ডেলিভারি চার্জ লাগলেও কাস্টসের কোন ঝামেলা করা লাগবেনা ৷

কিভাবে ওর্ডার প্লেস করবেন ?
বাংলাদেশ থেকে আপনি যদি আলিএক্সপ্রেসের পন্য ওর্ডার করতে চান তবে প্রথমেই আপনাকে আলিএক্সপ্রেসের এ্যাপ ডাউনলোড করে নিতে হবে ৷ এর পর সেখানে একটা ইমেইল আই ডি দিয়ে একাউন্ট খুলতে হবে ৷ এবার পছন্দ করুন আপনার পন্যটি ৷ ওর্ডার প্লেস করার সময় আপনার ঠিকানাটি দিয়ে দিন ৷ ওর্ডার প্লেস হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার পন্য চলে আসবে ৷

কিভাবে পেমেন্ট করবেন ?
বাংলাদেশে পন্য পোষ্ট অফিসের মাধ্যমে চলে আসলেও পেমেন্ট করাটা খুবই কঠিন ৷ যে কেউ চাইলে পেমেন্ট করতে পারবেন না ৷ এ জন্য আপনার থাকতে হনে আন্তর্জাতিক পেমেন্ট কার্ড ৷ যেটা দিয়ে আপনি একই সাথে টাকা এবং ডলার পেমেন্ট করতে পারবেন ৷

কিভাবে ডুয়েল কারেন্সি পেমেন্ট কার্ড তৈরি করবেন ?
ডুয়েল কারেন্সি পেমেন্ট কার্ড করাটা একটু ডিফিকাল্ট ৷ যে কেউ চাইলে এটা করতে পারবেনা ৷ প্রথম কাজ হলো আপনার একটি ভ্যালিড পার্সপোর্ট থাকতে হবে ৷ যে পার্সপোর্টে ডলার এন্ডোর্স করা হবে ৷ এখন বিভিন্ন ব্যাংক থেকে ট্রেড লাইসেন্স ও চাওয়া হচ্চে ৷ কারন অনেকে এই কার্ড দিয়ে বিভিন্ন জুয়া খেলার ওয়েবসাইটে পেমেন্ট করে থাকে ৷ বাংলাদেশে প্রায় সকল ব্যাংক থেকে এই কার্ড ইস্যু করে থাকে ৷ তবে বিশেষ করে ইষ্টার্ন ব্যাংক থেকে একুয়া বা লাইফস্টাইল কার্ড দিয়ে পেমেন্ট করা অনেক নিরাপদ ও ঝামেলা মুক্ত ৷ আপনার যদি সকল ডকুমেন্ট থাকে তবে আপনি এসব ডকুমেন্ট নিয়ে ব্যাংকে যোগাযোগ করতে পারেন ৷ এছাড়াও পেপাল, পেয়নিয়ার ইত্যাদি দিয়েও পেমেন্ট করতে পারবেন ৷

ডেলিভারি কিভাবে হবে ?
আলিএক্সপ্রেস সাধারনত কুরিয়ারে ডেলিভারি করেনা ৷ পোষ্ট অফিসের আন্তজার্তিক কুরিয়ারে পন্য ডেলিভারি করে থাকে ৷ এটা খুব কম খরচে পন্য ডেলিভারি করে ৷ তবে ডেলিভারি করতে অনেক সময় নিবে ৷ প্রায় ৩৯-৫০ দিন সময় লাগবে ৷

ট্যাক্স লাগবে কিনা ?
ছোটখাট পন্য ডেলিভারি করতে কোন প্রকার ট্যাক্স লাগবে না ৷ তবে আপনি যদি বড় পন্য ওর্ডার করেন যেটার ওজন বেশী বা আকারে বড়, সেসব ক্ষেত্রে কাস্টম চার্জ আসতে পারে ৷ তবে এটা খুবই সামান্য ৷ তত বেশী চার্জ ধরবে না ৷ যে ট্যাক্স ধরা হবে সেটার রিসিট আপনাকে দেয়া হবে ৷

পন্য রিটার্ন হবে কিনা ?
আলিএক্সপ্রেসের পন্য রিটার্ন করার কোন সুযোগ নেই ৷ পন্য যদি আপনার মন মত না হয় তবে আপনি সেটা কম্প্লেইন করতে পারবেন ৷ ওরা টাকা রিটার্ন করবে ৷

কি কি ধরনের পন্য আমদানী নিষিদ্ধ ?
বাংলাদেশ আমদানী নীতিমালা অনুযায়ী যেসব পন্য আমদানী নিষিদ্ধ সেসব পন্য আপনি আমদানী করতে পারবেন না ৷

কোন এজেন্সি দিয়ে আমদানী করাতে চাইলে কি করবেন ?
বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা আলিবাবা থেকে পন্য আমদানী করে দেন ৷ আমরা  eibbuy.com থেকেও এই সেবা দিয়ে থাকি ৷ আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ওর্ডার প্লেস করতে পারবেন ৷
আমরা আপনার হয়ে পেমেন্ট করে দিবো ৷ পন্য আসলে আপনাকে ডেলিভারি করে দিবো ৷ ডলার রেট সম্পর্কে অনেকেই জানতে চান ৷ যে সময় যে রেট থাকবে আপনাকে সে রেটেই ডলার দেয়া হবে ৷

01931125727 (WhatsApp)



Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2025 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js