কিভাবে বিনামূল্যে গার্মেন্ট বায়ার কিভাবে খুঁজে পাবেন

কিভাবে বিনামূল্যে গার্মেন্ট বায়ার কিভাবে খুঁজে পাবেন


Posted on: 2024-07-31 06:50:04 | Posted by: eibbuy.com
কিভাবে বিনামূল্যে গার্মেন্ট বায়ার কিভাবে খুঁজে পাবেন

 কিভাবে বিনামূল্যে গার্মেন্ট বায়ার কিভাবে খুঁজে পাবেন

 বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি সুবিশাল  এখানে নতুন নতুন ফ্যাক্টরি আর বায়িং হাউজ প্রতি বছর যুক্ত হচ্ছে  সে জন্য এসব ফ্যাক্টরি আর বায়িং হাউজে প্রতিনিয়ত নতুন নতুন বায়ারের প্রয়োজন হয়। আমরা সাধারনত জানি যে বায়ার খুজে পেতে আমাদের অনেক টাকা পয়সা খরচ করতে হয়  তবে অনেকেই জানেন না কীভাবে বিনামূল্যে গার্মেন্টস বায়ার খুঁজে পাওয়া যায়। এই আর্টিকেলে আমরা কিছু কার্যকরী উপায় নিয়ে আলোচনা করবযা আপনাকে গার্মেন্টস বায়ার খুঁজে পেতে সাহায্য করবে।

 অনলাইন মার্কেটপ্লেস  বিজনেস ডিরেক্টরি

 আলিবাবা (Alibaba.com):

আলিবাবা একটি জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেসযেখানে আপনি সহজেই বিভিন্ন দেশের বায়ারদের সাথে যোগাযোগ করতে পারবেন। একটি ফ্রী একাউন্ট খুলে প্রোফাইল তৈরি করে এবং আপনার পণ্য যোগ করে বিনামূল্যে বায়ারদের আকর্ষণ করতে পারেন। তবে বর্তমানে আলিবাবার ফ্রী একাউন্ট খোলা একটু কঠিন  অনেক ধরনের ভেরিফিকেশন করতে হয়৷ কিছু লিড আপনি আলিবাবা থেকে নিতে পারবেন 

ইন্ডিয়া মার্ট (IndiaMART):

ইন্ডিয়া মার্ট একটি ব্যবসা থেকে ব্যবসার (B2B) অনলাইন মার্কেটপ্লেস। এখানে বিভিন্ন গার্মেন্টস বায়ারের প্রোফাইল এবং যোগাযোগের তথ্য পাওয়া যায়। ফ্রী সাপ্লায়ার একাউন্ট খুলে আপনি এই মার্কেট থেকে বায়ারের তথ্য খুজে পেতে পারেন 

গ্লোবাল সোর্সেস (Global Sources):

গ্লোবাল সোর্সেস একটি অনলাইন বিজনেস ডিরেক্টরিযেখানে আপনি বিভিন্ন বায়ারের তালিকা পেতে পারেন। বিনামূল্যে প্রোফাইল তৈরি করে বায়ারদের সাথে যোগাযোগ করতে পারেন।

এই তিনটা ছাড়াও আরো অনেক বি টু বি ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি বি টু বি বায়ারের লিড নিতে পারবেন 

Google map:

বর্তমানে বায়ারের তথ্য খুজে বের করার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে গুগল ম্যাপ  গুগল ম্যাপ থেকে ডাটা স্ক্রাপিং করে আপনি বায়ারের সকল তথ্য খুজে বের করতে পারবেন  যেমন বায়ারের  মেইল আইডিমোবাইল নাম্বার ইত্যাদি  এসব দিয়ে খুব সহযেই বায়ারদের সাথে যোগাযোগ করতে পারবেন  গুগল ম্যাপে সকল অফলাইন বায়ারদের স্টোরের ঠিকানাইমেইল আইডিমোবাইল নাম্বার দেয়া থাকে 

সোশ্যাল মিডিয়া  প্রফেশনাল নেটওয়ার্কিং

লিঙ্কডইন (LinkedIn):

লিঙ্কডইন একটি প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। এখানে আপনি গার্মেন্টস বায়ারদের খুঁজে পেতে পারেন। আপনার প্রোফাইলটি সুন্দর ভাবে সাজিয়ে রাখুন যাতে করে আপনাকে একজন প্রফেশনাল উৎপাদনকারী মনে হয়  এবার আপনার গার্মেন্ট ব্যবসা রিলেটেড গ্রুপগুলোতে যোগ দিন। নিয়মিত বিভিন্ন পোষ্টের সাথে যোগাযোগ রক্ষা করুন  নিজেও মাঝে মধ্যে পোষ্ট করুন  সুন্দর সুন্দর আর্টিকেল লিখুন  আজকাল চ্যাট জি পি টি দিয়ে অনেক সুন্দর সুন্দর আর্টিকেল লেখা যায়  আপনার ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখে ওসব গ্রুপে পাবলিক করুন  কিছুদিনের মধ্যেই আপনি একটা পপুলারিটি পাবেন  দু এক জন বিজ ওনারের পোষ্টে কমেন্ট করুন  তাদের সাথে সাখ্যাতা গড়ে তুলুন  এক সময় আপনি তাদেরকে আপনার সার্ভিস অফার করুন 

ফেসবুক গ্রুপ:

ফেসবুকে বিভিন্ন গার্মেন্টস এবং টেক্সটাইল সম্পর্কিত গ্রুপ রয়েছে। এই গ্রুপগুলোতে যোগ দিয়ে আপনি বায়ারদের খুঁজে পেতে পারেন এবং আপনার পণ্য সম্পর্কে তথ্য শেয়ার করতে পারেন এছাড়া আমদানি রপ্তানি সম্পর্কিত অনেক বড় বড় গ্রুপ আছে  সেখানে আপনার পন্য বা সার্ভিস নিয়মিত পোষ্ট করুন  একটা বিষয় মনে রাখবেনহুট করেই কিন্ত আপনি বায়ার খুজে পাবেন না  এটার জন্য ধৈয্য ধরে পড়ে থাকতে হবে  নিয়মিত আপনার কাজ চালিয়ে গেলে কিছু দিন পর আপনি ফল পেতে শুরু করবেন 

ইন্সটাগ্রাম:

ইন্সটাগ্রাম একটি ভিজ্যুয়াল প্ল্যাটফর্ম।আপনার পণ্যের সুন্দর ছবি এবং ভিডিও পোস্ট করে এবং পন্য রিলেটেড কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেও কিন্ত আপনি বায়ারদের আকর্ষণ করতে পারেন। কারন এসব প্লাটফর্মে অনেক গার্মেন্টস রিলেটেড মানুষের বিচরন থাকে  একটা বিষয় খেয়াল রাখবেনপ্রতিদিন আপনাকে এসব কাজ চালিয়ে যেতে হবে  মাঝে মধ্যে করলে হবে না  

বিজনেস ফোরাম  অনলাইন কমিউনিটি

রেডিট (Reddit):

রেডিটে বিভিন্ন বিজনেস এবং উদ্যোক্তা সম্পর্কিত সাবরেডিট রয়েছে। এখানে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং পরামর্শ নিয়ে বায়ার খুঁজে পেতে পারেন। এছাড়া অনেকেই এখানে সাপ্লায়ার খোজার জন্য পোস্ট করে থাকেনতাদেরকে আপনি আপনার সার্ভিস অফার করতে পারেন 

কোরা (Quora):

কোরা একটি প্রশ্ন-উত্তরের প্ল্যাটফর্ম। এখানে আপনি গার্মেন্টস বায়ার খোঁজার উপায় সম্পর্কে প্রশ্ন করতে পারেন এবং বিশেষজ্ঞদের থেকে উত্তর পেতে পারেন। অনেকে কোরাতে সাপ্লায়ার কিভাবে পেতে পারে সেসব নিয়েও প্রশ্ন করে থাকেন  আপনি কৌশলে সেসব প্রশ্নের উত্তর দিতে পারেন  সাথে তাদেরকে আপনার সার্ভিস অফার করতে পারেন  তবে এসব করতে হবে সুকৌশলে  যাতে করে বায়াররা বুঝতে না পারে আপনি বিজ্ঞাপন করতেছেন 

সরাসরি ইমেইল মার্কেটিং

ইমেইল লিস্ট সংগ্রহ:

বিভিন্ন বিজনেস ডিরেক্টরি এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে বায়ারদের ইমেইল সংগ্রহ করুন। তারপর তাদের কাছে আপনার পণ্যের তথ্যসহ ইমেইল পাঠান।

নিচে কিছু বিজনেস ডিরেক্টরী এবং ডাটাবেজের ঠিকানা দেওয়া হল এগুলো থেকে আপনি প্রাথমিকভাবে ফ্রিতে কিছু বায়ারের ইমেইল লিস্ট কালেক্ট করতে পারবেন তবে বেশি পরিমাণে কালেক্ট করতে গেলে সেখানে আপনি পেইড অ্যাকাউন্ট খুলে নিতে হবে 

Business Directories and Databases:

LinkedIn SalesNavigator: Allows you to filter and find business owners based on various criteria.

ZoomInfo:Provides detailed information about businesses and their key contacts.

 Hoover's: Offers business data, including contacts for many companies.

 Dun & Bradstreet: Has a comprehensive database of business information.

 UpLead: Offers access to business contacts and email lists.

 Lead411: Provides targeted sales leads and email lists.

 InfoUSA: Sells business contact lists that can be filtered by various criteria.

 

ইমেইল মার্কেটিং:

একটি প্রফেশনাল ইমেইল টেমপ্লেট তৈরি করুনযেখানে আপনার পণ্যের বিবরণছবি এবং আপনার কোম্পানির তথ্য থাকবে। এটি বায়ারদের আকর্ষণ করতে সাহায্য করবে।

একটা বিষয় মনে রাখবেন সেটি হচ্ছে যে আপনি যদি নিজে হাজার হাজার বায়ারের কাছে একত্রে ইমেইল পাঠাতে চান সেটি আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে  কারণ আপনার নিজস্ব ইমেইল দিয়ে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ ইমেইল পাঠাতে পারবেন এবং একই ইমেইল যদি মানুষের কাছে বারবার ফরওয়ার্ড করে সে ক্ষেত্রে আপনার নিজস্ব ইমেইল আইডি স্পাম হিসেবে ধরে নিতে পারে এবং সেই ক্ষেত্রে আপনার সমস্ত ইমেইল বায়ারের স্পাম বক্সে গিয়ে জমা হবে এবং অনেক ক্ষেত্রে বায়াররা ইমেইল গুলি ওপেন করে দেখেন না এজন্য আপনি প্রফেশনালদের থেকে অল্প কিছু টাকা খরচ করে সার্ভিস নিতে পারেন 

 

বাল্ক ইমেইল সেন্ডিং সার্ভিস নিতে হলে আপনি ফাইবার থেকে একজন ফ্রিল্যান্সার হায়ার করে নিতে পারেন  এক্ষেত্রে আপনাকে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা সর্বোচ্চ খরচ করা লাগতে পারে  এই টাকা দিয়ে তারা আপনাকে প্রতি দিন পাঁচ থেকে দশ হাজার ইমেল আইডিতে মেইল করার ব্যবস্থা করে দেবে  সুতরাং এটা আপনার জন্য বেস্ট হবে  নিজে একটা একটা করে মেইল যদি আপনি পাঠাতে চান সেক্ষেত্রে আপনার প্রচুর সময় লাগবে 

 

বিনামূল্যে বিজনেস ইভেন্ট  এক্সিবিশন

 অনলাইন ওয়েবিনার:

বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইন ওয়েবিনার এবং ভার্চুয়াল এক্সিবিশন আয়োজন করেযেখানে বিনামূল্যে অংশগ্রহণ করে বায়ারদের সাথে পরিচিত হওয়া যায়।

 বিজনেস মিটআপ:

স্থানীয় এবং আন্তর্জাতিক বিজনেস মিটআপ এবং নেটওয়ার্কিং ইভেন্টে যোগ দিন। এটি বায়ারদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের একটি ভালো উপায়। 

তবে উপরের এই দুটি অপশন খুবই লিমিটেড  এই ভাবে আপনি বায়ার খুব কমই খুঁজে পাবেন  আপনি চাইলে বিভিন্ন ইন্টারন্যাশনাল মেলা গুলোতে বায়ার হিসাবে অংশগ্রহণ করে আশেপাশের দু চারজন বায়ারের সাথে কথা বলে দেখতে পারেন যে তারা কোন প্রোডাক্ট নেওয়ার আগ্রহ রয়েছে কিনা  চাইলে আপনার সাথে তারা যোগাযোগ করতে পারেন  তবে এটা খুব সাবধানে করতে হবে কারণ যারা স্টল নিয়ে থাকেন তারা সাধারণত এই ধরনের কোন গেস্ট এলাউ করে থাকে না৷

উপসংহার

 গার্মেন্টস বায়ার খুঁজে পাওয়া কঠিন হতে পারেতবে সঠিক প্ল্যাটফর্ম এবং পদ্ধতি ব্যবহার করলে এটি সহজ হতে পারে। অনলাইন মার্কেটপ্লেসসোশ্যাল মিডিয়াবিজনেস ফোরামসরাসরি ইমেইল মার্কেটিং এবং বিনামূল্যে বিজনেস ইভেন্টের মাধ্যমে আপনি বিনামূল্যে গার্মেন্টস বায়ার খুঁজে পেতে পারেন। এই উপায়গুলো ব্যবহার করে আপনার ব্যবসার পরিধি বাড়ান এবং সফলতার পথে আরও একধাপ এগিয়ে যান।


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2025 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js