সি এন্ড এফ এর কাজ-c&f এর কাজ কি

সি এন্ড এফ এর কাজ-c&f এর কাজ কি


Posted on: 2022-08-09 16:34:46 | Posted by: eibbuy.com
সি এন্ড এফ এর কাজ-c&f এর কাজ কি

সি এন্ড এফ হলো এক ধরনের সরকারী এজেন্ট। যেকোনো পণ্য যখন আপনি কোন দেশ থেকে বৈধ ভাবে আমদানি করেন তবে আপনাকে সেই পণ্যের কাস্টমস ক্লিয়ারিং করতে হবে। কাস্টমসে আপনার সকল ডকুমেন্ট সাবমিট করলে কাস্টমস থেকে আপনার ট্যাক্স নির্ধারণ করা হবে। অনেকের প্রস্ন থাকে তাহলে c&f এর কাজ কি ? কারন সরকারী কর্মকর্তা যদি ট্যাক্স নির্ধারণ করে থাকেন তবে c&f এর কাজ কি ? সি এন্ড এফ এর কাজ আসলে আপনার হয়ে কাগজ পত্র কাস্টমসে সাবমিট করা।
ব্যাক্তি পর্যায়ে যে কেউ কোন পণ্য আমদানি করলে তার ট্যাক্স সম্পর্কে পুরা পুরি ধারনা থাকা সম্ভব না। ঠিক এই কাজে c&f এর কাজ হলো আপনাকে সঠিক পরামর্শ দেওয়া।
সি এন্ড এফ একটু ভিন্ন কাজে আপনাকে সহযোগীতা করবে ৷ আসলে সি এন্ড এফ আপনাকে যে সহযোগীতা করবে তা আপনি নিজেও করতে পারতেন ৷  কিন্তু আপনার পক্ষে এই জটিল বিষয়টি রপ্ত করতে আপনাকে প্রচুর সময় ও জ্ঞান লাগবে ৷ সরকার সি এন্ড এফ কে নিয়োগ দিয়েছে এই জটিল কাজটিকে  সহজ করতে ৷ সি এন্ড এফ কে সরকার একটি লাইসেন্স দিয়ে থাকে ৷ তাদের কাজ হলো সঠিক HS কোড নির্ধারন করে , যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাষ্টমসে আমদানী পেপার সাবমিট করা ৷

উদাহরন স্বরুপ বলা যায় , আপনি যখন ঢাকা এয়ারপোর্ট দিয়ে পন্য আমদানী করবেন তখন পন্য আসার পর আপনার প্রথম কাজই হলো আপনার সমস্ত  ডকুমেন্ট সি এন্ড এফ কে প্রদান করা ৷ সি এন্ড এফ তার লাইসেন্সের ইউনিক কোডের মাধ্যমে সমস্ত পেপার অনলাইনে কাষ্টমসে সাবমিট করবে ৷  সরকার আপনার ডকুমেন্ট গুলি একটি C-Number দিয়ে চিহ্নিত করবে ৷ এবার আপনার পেপারটি সি এন্ড এফ কাষ্টমসে নিয়ে যাবে ডিউটি এ্যসেসমেন্ট করতে ৷

এ্যসেসমেন্ট শেষ হলে এবার ডিউটি পরিশোধ করে পন্য ডেলিভারীর ব্যবস্থা করবে ৷ এই কাজের জন্য আপনি সি এন্ড এফ কে আপনি একটি ফি দিতে হবে ৷  সি এন্ড এফ ছাড়া আপনি কোনভাবেই পন্য ছাড়াতে বা সরকারী ট্যাক্স দিতে পারবেননা ৷  

সরকারী লাইসেন্স বিধিমালার অধীনে একজন c&f লাইসেন্সধারীর দায়িত্ব ও কর্তব ̈ হইবে নিম্নরূপ যথাঃ-
(ক) প্রতিনিধি হিসাবে মনোনীত ব ̈ক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক লাইসেন্সিকে প্রদত্ত ক্ষমতা অর্পণের পত্র সংশিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করা ;
(খ) গ্রাহক আইন অনুযায়ী কার্য সম্পাদন করেন নাই বা কোন দলিলে কোন মিথ্যা তথ্যা উপস্থাপন করিয়াছেন, তদসম্পর্কে অবগত হইবার সঙ্গে সঙ্গে উহা লিখিতভাবে শুল্ক কর্তৃপক্ষকে অবহিত করা;
(গ) কাস্টমস সংশিষ্ট কার্য সম্পাদনে গ্রাহককে সঠিক তথ্য প্রদান করা;
(ঘ) জানিবার অধিকার রহিয়াছে এমন কোন কাস্টমস সংশিষ্ট তথ্য গ্রাহকের নিকট গোপন না করা;
(ঙ) গ্রাহকের নিকট হইতে সরকারের কোন পাওনা প্রাপ্তির সঙ্গে সঙ্গে সরকারী কোষাগারে জমা প্রদান করা এবং সরকারের নিকট হইতে গ্রাহকের পাওনা প্রাপ্তির সঙ্গে সঙ্গে গ্রাহককে প্রদান করা;
(চ) শুল্ক কর্তৃপক্ষের কোন কাজে অযাচিত প্রভাব বিস্তার না করা;
(ছ) সংশিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব ̈তিরেকে কাস্টম হাউস বা কাস্টমস স্টেশনের রেকর্ড বা শুল্ক কর্তৃপক্ষের অধিকারে থাকা কেন তথ ̈ সংগ্রহ না করা;
(জ) লাইসেন্স সংশিষ্ট কাজে এমন কোন ব্যাক্তিকে নিয়োগ না করা, যাহার লাইসেন্সের আবেদন প্রত্যাখ্যাত হইয়াছে বা বাতিল করা হইয়াছে;
(ঝ) কাস্টম হাউস বা কাস্টমস স্টেশনের কোন কর্মকর্তা বা কর্মচারীকে কোন অর্থ ধার বা কর্জ হিসাবে প্রদান না করা এবং এইরূপ কোন কর্মকর্তা বা কর্মচারী কর্তৃক গৃহীত ধার বা কর্জ পরিশোধের জন ̈ জিম্মাদার না হওয়া;
(ঞ) ব ̈বসায়িক অফিসের ঠিকানা পরিবর্তন হইলে, উক্ত পরিবর্তন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে লাইসেন্সিং কর্তৃপক্ষকে উহা অবগত করা;
(ট) লাইসেন্স সংশিষ্ট আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ দলিল এবং উহা দ্বারা সকল কাস্টমস দলিল, চিঠি, বিল, হিসাব কমপক্ষে তিন বৎসর সময়ের জন ̈ নিজ ̄^ দপ্তরে সংরক্ষণ ও মজুদ রাখা;
(ঠ) সংশিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত কো ন কাস্টমস কর্মকর্তা দফা
(ট) এ বর্ণিত কোন দলিল তলব করিলে উহা উপস্থাপন করা এবং উহার কোন অংশ গোপন, অপসারণ বা ধ্বংস না করা;
(ড) লাইসেন্সিং কর্তৃপক্ষের লিখিত অনুমোদন ব ̈তিরেকে লাইসেন্সিং কার্যক্রমের কোনরূপ গঠনগত পরিবর্তন না করা।


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:

Comment as:

alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js