eibbuy.com
মুল পাতা

ইসরায়েল সম্পর্কে বাংলাদেশের মনোভাব


Posted on: 2021-05-15 23:26:28 | Posted by: Admin

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ একবার বলেছিলেন, 'ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি বিষবৃক্ষ, এটিকে উপড়ে ফেলা উচিৎ'। সময় যত গড়িয়েছে, ইসরায়েল এটা প্রমাণ করে দিয়েছে যে আহমেদিনেজাদের উক্তিটি কতটা সঠিক ছিল। বাংলাদেশের স্বাধীনতা লাভের পরপরই ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল,কিন্তু তখন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার লিখিতভাবে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছিল। আর্যজাতি,বৃটিশ- জমিদার এবং সর্বশেষ পশ্চিম পাকিস্তানিদের কতৃক আপন ভূখণ্ডে সীমাহীন বঞ্চনা ও অত্যাচারের শিকার বাঙালি জাতির চেয়ে আর কে স্বাধীনতার যথাযথ মর্ম ভালো বুঝতে পারে?সেইজন্য বাংলাদেশ একদম শুরু থেকেই ফিলিস্তিনের মানুষের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারকে অকুন্ঠ সমর্থন দিয়ে গেছে। বাংলাদেশের সংবিধানের ২৫নং অনুচ্ছেদের (খ)(গ) ধারায় উল্লেখ আছে, (খ) রাষ্ট্র প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করিবেন; এবং (গ) সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন৷ ফিলিস্তিনের মানুষের স্বাধিকার আন্দোলনকে সমর্থন এবং ইসরায়েলের সাম্রাজ্যবাদ-ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ বাংলাদেশের সংবিধান কতৃক স্বীকৃত একটি বিষয়। সেইজন্য গতবছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কিছু গাদ্দার মুসলিম রাষ্ট্র ইসরায়েলের সাথে "আব্রাহাম একর্ড" নামক চুক্তির মাধ্যমে যখন স্বীয় সতীত্ব ইসরায়েলের হাতে তুলে দিয়েছিল, তখনো বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি না দেয়ার সিদ্ধান্তে অনঢ় ছিল। ১৯৭৪ সালের ১৮ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের ভাষণে পররাষ্ট্রনীতির ব্যাখ্যা করে বঙ্গবন্ধু বলেন, ‘আমরা আজ গর্বিত যে মধ্যপ্রাচ্যে আমরা আরব ভাইদের এবং প্যালেস্টাইনি ভাইদের পাশে রয়েছি। ইসরায়েলিরা তাদের ন্যায্য অধিকারে হস্তক্ষেপ করেছে। ইসরায়েলিরা জাতিসংঘের প্রস্তাব মানে নাই। তারা দখল করে বসে আছে আরবদের ভূমি। আরব ভাইদের এ কথা বলে দেবার চাই এবং তারা প্রমাণ পেয়েছে যে, বাংলার মানুষ তাদের পেছনে রয়েছে, আরব ভাইদের ন্যায্য দাবির পক্ষে রয়েছে। আমাদের সর্বশক্তি দিয়ে তাদের সাহায্য করব।’ আজকের এই অবস্থায় দাঁড়িয়ে বঙ্গবন্ধুর এই কথাগুলোই বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রাণের কথা।


Leave a Comment:

Login to comment

2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js