eibbuy.com
মুল পাতা

ইহুদি ধর্মের সাথে ইসলাম ধর্মের কী কী অমিল রয়েছে?


Posted on: 2021-05-15 22:59:54 | Posted by: বিসমিল্লাহ্ ভ্যারাইটিজ স্টোর

১. ইহুদীরা যীশু খ্রিষ্টকে মরিয়মের অবৈধ সম্পর্কের ফলে জন্ম নেয়া সন্তান মনে করে। মরিয়মকে ইহুদীরা সতী নারী মনে করে না। মরিয়মের পরিবার মরিয়মের অবৈধ সম্পর্ক ঢাকতে যীশু ইয়াহওয়ের (ঈশ্বর) এর সন্তান , কোনো মানব পুরুষের না এটা প্রচার করেন। ইহুদীরা যীশু খ্রিষ্টকে ভন্ড মসীহ মনে করে এবং তারা মনে করে যীশু ইহুদীদের একটি অংশকে বিভ্রান্ত করে খ্রিষ্টান বানিয়ে দেন এবং নিজে বানিয়ে বানিয়ে গোসপেল বা নিউ টেস্টামেন্ট লিখেন। মুসলিমরা যীশু খ্রিষ্টকে মরিয়মের বৈধ সন্তান মনে করেন এবং মরিয়মকে এ জগতের সবচেয়ে সতী ও পবিত্র নারী বিশ্বাস করেন। যীশু খ্রিষ্টকে সত্যিকারের মসীহ ও আল্লাহর নবী মান্য করেন তবে তিনি আল্লাহর পুত্র না। আল্লাহ অলৌকিকভাবে মরিয়মের গর্ভে যীশুকে পাঠান কোনো পুরুষের সাহায্য ছাড়াই। যীশুর গোসপেল বা নিউ টেস্টামেন্ট সত্য বানী তবে তা কালের বিবর্তনে বিকৃত হয়ে যায়। ২. ইহুদীরা ইসলাম ধর্মের প্রচারক মুহাম্মদ (সঃ)কে নবী মানেন না। ওনাকে ভুয়া নবী মনে করেন যা মুসলিমদের অনেক কষ্ট দেয়। ইহুদীরা ইসলামকে আরবদের ধর্ম মনে করেন এবং মুহাম্মদ (সঃ)কে ইহুদী ধর্ম দ্বারা ব্যাপক প্রভাবিত এক আরব নেতা মনে করেন এবং কোরআনের মূল উৎস মনে করেন। মুসলিমরা ইহুদি ধর্মের প্রধান নবী মোজেসকে নবী মূসা নামে ডাকেন এবং আল্লাহর অন্যতম প্রভাবশালী নবী হিসেবে মান্য করেন। ৩. ইহুদীদের ধর্ম একটি অঞ্চল ও জাতি ভিত্তিক ধর্ম। হিব্রু জাতির লোকেরা ইহুদি ধর্মের লোকজন। ইসলাম ধর্ম অঞ্চলভিত্তিক যাত্রা শুরু করলেও সেটা আরব থেকে মধ্যপ্রাচ্যের সব অঞ্চল, মধ্য এশিয়া ও দক্ষিন এশিয়ায় ছড়িয়ে পড়ে। ইহুদি ধর্ম একটি নির্দিষ্ট জাতির মাঝেই সীমাবদ্ধ। ইহুদিদের একটি যিশুপন্থী অংশ পরে খ্রিষ্টান হয়ে ইউরোপ, আমেরিকায় ছড়িয়ে পড়ে। ৪. ইহুদিরা নিজেদের ইয়াহওয়ে ঈশ্বরের সবচেয়ে আশীর্বাদপুষ্ট জাতি মনে করেন এবং নিজেদের অন্য সব জাতির চাইতে প্রভাবশালী মনে করেন যেটা ঈশ্বর কর্তৃৃক প্রাপ্ত। মুসলিমরা ইহুদীদের আল্লাহর বিশেষ মর্যাদাপ্রাপ্ত জাতি মনে করলেও তারা সেই মর্যাদা রাখেন নি বিধায় ইহুদীদের মুসলিমরা অভিশপ্ত জাতি মনে করেন। ৫. ইহুদীদের কাছে ইজরায়েল ভূমি ধর্মীয় তীর্থস্থান। বিশেষ করে জেরুজালেম। মুসলিমদের কাছে আরবের মক্কা ও মদীনা ধর্মীয় তীর্থস্থান। সেই সাথে জেরুজালেমকেও পবিত্র নগরী মনে করেন। ৬. মুসলিমদের হালাল খাবার ইহুদীদের কোশার খাবার দ্বারা প্রভাবিত হলেও হালালের চেয়ে কোশার বেশি কঠোর। ৭. ইহুদী ও ইসলাম ধর্ম ব্যাপকভাবে সাদৃশ্যপূর্ন। মূলত যীশু খ্রিষ্ট ও মুহাম্মদ (সাঃ)কে প্রকৃত নবী না মানার কারনে ইহুদীরা মুসলিম সাদৃশ্য হয়েও মুসলিম না।


Leave a Comment:

Login to comment

Admin 2021-05-16 13:10:18
সুন্দর বিশ্লেষণ ধর্মী লেখা ।
Upvote:
Admin 2021-05-16 22:01:46
আপনাকে ধন্যবাদ লেখার জন্যে
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js