মাত্র ৮৫ হাজার টাকা ইনভেস্ট করে আয় করুন মাসে ২০০০০ থেকে ২৫০০০ টাকা ।। Mineral Water business

মাত্র ৮৫ হাজার টাকা ইনভেস্ট করে আয় করুন মাসে ২০০০০ থেকে ২৫০০০ টাকা ।। Mineral Water business


Posted on: 2020-03-17 13:29:27 | Posted by: eibbuy.com
মাত্র ৮৫ হাজার টাকা ইনভেস্ট করে আয় করুন মাসে ২০০০০ থেকে ২৫০০০ টাকা ।। Mineral Water business

বিশুদ্ধ পানি  বা মিনারেল ওয়াটার এখন সবাই পান করতে চায় ৷ মানুষের শরীরের ৭৫ ভাগই পানি ৷ বিশুদ্ধ পানি পান করা একান্ত প্রয়োজন ৷কারন পানি বিশুদ্ধ

মানে শরীর বিশুদ্ধ ৷


আজকাল বাজারে বিশুদ্ধ পানি অনেকেই সরবরাহ করে ভালো মানের আয় করতেছে ৷ আজকের ব্যবসার আইডিয়া বিশুদ্ধ পানি সরবরাহকারী হিসাবে আপনি

কিভাবে ব্যবসা শুরু করে প্রতি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করতে পারবেন ৷


কিভাবে শুরু করবেন মিনারেল ওয়াটারের ব্যবসা

আজকাল চায়ের টং দোকান থেকে শুরু  করে বড় বড় রেষ্টুরেন্টেও মিনারেল ওয়াটারের জার ব্যবহার করা হয় ৷ প্রথমেই আপনাকে একটি নির্দিষ্ট এলাকা বেছে

নিতে হবে যেখানে আপনি মিনারেল ওয়াটার সরবরাহ করবেন। ৪-৫ টি হোটেল ম্যানেজ করতে পারলেই বিক্রি করার ঝামেলা একমদমই নাই ।

যদি তা না করতে পারেন তাহলে বিভিন্ন অফিস, স্কুল, কলেজে এ মার্কেটিং করে ১০-১৫টি বা তারও কম কাস্টমার ম্যানেজ করলেই হয়।

একবার কাস্টমার ম্যানেজ করতে পারলে আপনার আর নতুন করে খোজার ঝামেলা নাই ।


কত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করবেন ?


ব্যবসার শুরুতে আপনাকে দুই ধরনের খরচ করতে হবে। প্রথমে এক কালীন খরচ এর পর মাসিক খরচ।


এক কালিন ব্যয়ের খাত সমূহ-


১. মিনারেল ওয়াটার মেশিন সেটাপ খরচ - ৬৫০০০/-

২. জার কেনা বাবদ খরচ-৬০টি * ১৮০= ১০৮০০/-

৩. ডিসপেন্সার কেনা বাবদ খরচ- ৩০টি * ১৪০= ৪২০০/-

৪. পানি টেস্টিং মেশিন কেনা বাবদ খরচ- ১২০০/-

৫. ৫০০ লিটার রিজার্ভ ট্যাংকি- ৪৫০০/-

___________________________

মোট খরচ- ৮৫৭০০/-


মাসিক ব্যয়ের খাতসমূহ-


১.মাসিক বিদ্যুত খরচ- ১৫০/- সর্বোচ্চ

২. ফিল্টার পরিবর্তন বাবদ- ৫০০/-

৩. একজন ডেলিভারি ম্যান + ভ্যান ড্রাইভার বেতন মাসিক- ৫০০০/- ( পার্ট টাইম )


আয়ের উৎস ও পদ্ধতি -

১. প্রতি ঘণ্টায় উৎপাদন ৬০ লিটার মিনারেল ওয়াটার ।

২. ১০ ঘন্টা হিসেবে ১০*৬০=৬০০ লিটার বা জার হিসেব করলে ৬০০ % ২০ = ৩০ টি জার।

৩. প্রতি জার পানি ৪০ টাকা করে সেল করলে দৈনিক আয় হবে ৩০*৪০= ১২০০ টাকা।

তাহলে মাসিক আয়- ১২০০*৩০= ৩৬০০০/-

৪. প্রতি জার পানি ৩৫ টাকা করে সেল করলে দৈনিক আয় হবে ৩৫*৩০= ১০৫০/- টাকা।

তাহলে মাসিক আয়- ১০৫০*৩০=৩১৫০০/-


বিএসটিআই:


এতো ছোট পরিসরে পানির ব্যবসার জন্য বিএসটিআই না করলেও চলে । শুধু ট্রেড লাইসেন্স করে নিতে পারেন ।

কারণ আপনার কাস্টমার হবে মাত্র ১০-১৫ জন মানুষ সর্বোচ্চ । আর পানির কোয়ালিটি যেহেতু এ্যাকুয়াফিনা বা একমি'দের মত তাই কোন অভিযোগও আসবেনা।

তাছাড়া রিভার্স অসমোসিস সিস্টেম এমনিতেই বিএসটিআই অনুমোদিত মেশিন ।


Email : waterlogicbd@gmail.com

Office Location : 63 East bashabo,

6th floor, Sobujbug, Dhaka1214

০১৭১১১৩৫৮৮৩, ০১৯২০১৬৮১১২, ০১৮১৩৭৮১১৭৮


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js