পাঁচ লাখ টাকার মেশিন দিয়ে প্রতি মাসে দুই লাখ টাকা আয় করুন ।। Full automatic Wire Nail Making Machine

পাঁচ লাখ টাকার মেশিন দিয়ে প্রতি মাসে দুই লাখ টাকা আয় করুন ।। Full automatic Wire Nail Making Machine


Posted on: 2020-03-21 20:39:47 | Posted by: eibbuy.com
পাঁচ লাখ টাকার মেশিন দিয়ে প্রতি মাসে দুই লাখ টাকা  আয় করুন ।। Full automatic Wire Nail Making Machine

বাংলাদেশে পেরেক বা তারকাটা একটি অতি প্রয়োজনিয় বস্তু । বড় দালান কোঠা নির্মাণে , গৃহ নির্মানের কাজে, ফার্নিচার তৈরিতে, অনুস্টানের প্যান্ডেল তৈরি করতে,

বিভিন্ন অনুষ্ঠানের স্টেজ তৈরিতে পেরেক খুবই জরুরি একটা উপাদান।

গ্রামে বা শহরে সর্বত্র এই পেরেকের চাহিদা খুব বেশী, তাই এই পেরেক উৎপাদন ব্যবসা খুবই লাভজনক। এই ব্যবসা করতে খুবই অল্প পুঁজি ইনভেস্ট করতে হয় ।

তবে এটা খুবই লাভ জনক ব্যবসা।


কিভাবে শুরু করবেন

এই ব্যবসা শুরু করতে আপনাকে প্রথমে শহরের আসে পাশে একটি ভালো যায়গা বেঁছে নিতে হবে। যেখানে পেরেকের কাঁচা মাল সহজেই আনা নেওয়া যাবে ।

কারণ পেরেক তৈরিতে অনেক লোহার তার প্রয়োজন হয়। এসব তার অনেক ভারী হয়ে থাকে। যেন ছোট ট্রাক ভ্যান আপনার কারখানায় পৌছতে পারে সেরকম

একটা স্থানে কারখানা দিতে হবে। তবে এসব কারখানায় প্রচুর শব্দ উৎপন্ন করে। তাই জনসমাগম এলাকায় এসব কারখানা দিবেন না।

পেরেক বানানোর কাঁচামাল হিসেবে পুরাতন বিল্ডিংয়ের ছাদের ও ব্রিজের লোহা/রড ব্যবহার করা হয়। প্রথমে লোহাগুলোকে সোজা করে ৪ ইঞ্চি, ৫-৬ ইঞ্চি,

৮-১০ ইঞ্চি, ১২-১৬ ইঞ্চি মাপে কেটে  কয়লার আগুনে পুরিয়ে চৌরাশ  করে নির্দিষ্ট ছাঁচে ফেলে ছাদ পিটিয়ে পেরেক তৈরি করা হয়।

এছাড়াও ২০০০ টাকা মণ দরে নতুন লোহা কিনে এনে পেরেক তৈরি করা যায়। পুরাতন লোহায় করলে খরচ কম হবে।


মেশিন এর দাম:

৩৮০০০০-৪৫০০০০ টাকা, মুল্য আপ ডাউন করে।


এই ফ্যাক্টরিতে তেমন কোন শ্রমিক লাগবেনা, এটা দুই এক জন হলেই সম্ভব, ৮-১০ টা মেশিন ১-২ জন লোকেই চালাতে পারে, ফুল ওটোমেটিক সিস্টেম।

তবুও যদি নিতে চান সহকারি হিসেবে একজন নিতে পারেন। এক জন শ্রমিকদের প্রতি কেজি তৈরিতে মজুরি হিসেবে ৪০ টাকা দেওয়া হয়।

দুইজন শ্রমিক দৈনিক ১৫-২০ কেজি পেরেক তৈরি করতে পারে।  এতে প্রতি শ্রমিক দৈনিক ৩০০-৪০০ টাকা আয় করে। আমরা খরচ বাদে বাজার ভেদে

প্রতি কেজি  ১৪০-১৫০ টাকা দরে বিক্রি করি।


কাঁচামাল কোথায় পাবেন:

কাচামাল মালিটুলা, নবাবপুর থেকে কিনতে পাবেন।


কোথায় বিক্রি করবেন এসব মালামাল :

মালিটোলা, নবাবপুর ছারাও আপনার এলাকার বা বিভিন্ন হার্ডওয়ারের দোকানে খুচরা বিক্রি বা পাইকারি সাপ্লাই দিতে পারবেন।

আরও পড়ুন


আয়- ইনকাম:

একটি মেশিন কিনে ব্যবসা শুরু করলে প্রতিমাসে মিনিমাম ১-৫ লক্ষ টাকা ইনকাম করা যায়, ব্যবসা বুঝে গেলে মেশিন বাড়িয়ে আয় বাড়ানো যায়।

 ২০০০ টাকা মণ দরে নতুন লোহা কিনে এনে পেরেক তৈরি করা করা হলে খরচ বাদে বাজার ভেদে

প্রতি কেজি  ১৪০-১৫০ টাকা দরে বিক্রি করতে পারবেন। তার মানে ৪০ কেজিতে ৬০০০ টাকা আয় করতে পারবেন। মাসে আপনি ১৮০০০০ টাকার

পেরেক বিক্রি করতে পারবেন। কাঁচা মাল ক্রয় করতে ৬০ হাজার টাকা খরচ হলে বাকি ১২০০০০ টাকা আপনার লাভ হবে।


মেশিন কোথায় পাবেন ?


এ বি সি ইঞ্জিনিয়ারিং লিমিটেড

রাজেন্দ্রপুর বাজার ( ক্যান্টনমেন্ট)

গাজীপুর ১৭৪১, ঢাকা

০১৯৭৭৮৮৬৬৬০, ০১৭৫৮৬৩১৮১৩


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:

Comment as:

alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js