গ্রামে লাভজনক ব্যবসার ৪ টি আইডিয়া

গ্রামে লাভজনক ব্যবসার ৪ টি আইডিয়া


Posted on: 2020-12-24 18:56:41 | Posted by: eibbuy.com
গ্রামে লাভজনক ব্যবসার ৪ টি আইডিয়া

বাংলাদেশ হচ্ছে হাজারো গ্রামের সমন্বয়ে তৈরি একটি দেশ ৷ এখানকার মানুষের মধ্যে গ্রামে বসবাস করার একটা ঝোক সবসময় থাকে ৷ ফলে অনেকেই চান গ্রামে লাভজনক ব্যবসা শুরু করতে ৷ আসলে গ্রামে লাভজনক ব্যবসা শুরু করতে তেমন বেশী বেগ পেতে হয়না ৷ কারন গ্রামের মানুষের পরিবারের পরিচালনা ব্যায় খুব কম ৷ সেহেতু একজন মানুষের তেমন বেশী আয় না করলেও চলে ৷ যেমন ধরুন গ্রামে বসবাস করতে কোন বাসস্থান খরচ লাগেনা ৷ পানি, শাকসবজি, মাছ, মাংশ সহজেই পাওয়া যায় ৷
যে কেউ চাইলে গ্রামে লাভজনক ব্যবসা শুরু করতে পারেন খুব সহজে ৷ আজকের পোষ্টে আমি গ্রামে লাভজনক ব্যবসা শুরু করার অনেক গুলি আইডিয়া শেয়ার করবো ৷  গ্রামে লাভজনক ব্যবসা শুরু করার প্রথম আইডিয়া হলো কৃষি কাজ করা ৷

গ্রামে জুম চাষ
জুম চাষ শব্দটি অনেকের কাছেই পরিচিত একটি শব্দ ৷ সাধারনত পাহাড়ে এসব চাষ করা হয় ৷ আসলে জুম কোন সব্জি না ৷ এটা হলো সমন্বিত চাষ ব্যাবস্থা ৷ একটা জমিতে বিভিন্ন প্রকার শাক সবজি চাষ করা ৷
গ্রামে শাক সবজি ব্যাপক হারে ক্রয় বিক্রয় হয়ে থাকে ৷ জুম চাষ হতে পারে গ্রামে লাভজনক ব্যবসার একটা প্রকৃষ্ট উদাহরণ ৷ প্রথমে সিলেক্ট করুন একটি উচু জমি ৷ যেখানে পানি জমবেনা ৷
বর্ষায় যেন পানি না জমে ৷ এবার সীজন খেয়াল করুন ৷ যেমন ধরুন শীতের আরো ৩ মাস বাকি আছে ৷ এই সময়ে আপনি শীতের কিছু শাক সবজি গোপন করলেন ৷  জত্ন করে যদি আপনি এগুলি শীতের অগ্রীম মৌসুমে উৎপাদন করে বাজারে আনতে পারেন তবে অনেক বেশি মুল্য পাবেন ৷ তবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে,  কোন শাক সবজি এত বেশী উৎপাদন করা যাবেনা যেটা আপনাকে বিক্রি করতে সমস্যায় ফেলবে ৷ অল্প পরিমাণে উৎপাদন করে বাজারে নিয়ে যাবেন আর সেটা বিক্রি করবেন নিশ্চিন্তে।  এভাবে অগ্রিম শাক সবজি উৎপাদন করতে পারলে দিগুন দামে পণ্য বিক্রি করা সম্ভব। সারা বছর এভাবে উৎপাদন করতে পারলে গ্রামে লাভজনক ব্যবসা করতে পারবেন।

গাছের চারা উৎপাদন

বাংলাদেশ হলো সবুজে ঢাকা একটি দেশ। গ্রামে লাভজনক ব্যবসা হিসাবে আপনি এই আইডিয়াটাকে কাজে লাগাতে পারেন। গ্রামে প্রচুর পরিমাণে গাছ পালা লাগানো হয়ে থাকে।  প্রতি বছর লাখ লাখ টাকা খরচ করে মানুষ গাছ পালা রোপণ করে। ইদানীং অনেকে বিভিন্ন জাতের ফল, ফুলের গাছ ও লাগাতে শুরু করেছে। এসব  ফল ফুলের গাছ অনেক দামে বিক্রি হয়ে থাকে। যে কেউ চাইলে গ্রামে লাভজনক ব্যবসা হিসাবে একটা নার্সারি তৈরি করে ব্যবসা শুরু করতে পারেন। একটু উঁচু কোন স্থানে গাছের চারা রোপণ করতে পারেন। বিভিন্ন মার্কেট থেকে ফল, ফুল, কাঠ গাছের বীজ সংগ্রহ করে রোপণ করতে হবে। কিছু গাছের বীজ হয়না। বিভিন্ন বাড়ি থেকে এসব গাছের কন্দ, ডাল, কলম সংগ্রহ করে রোপণ করা যেতে পারে।

হাঁসের খামার

হাঁস হলো শক্ত প্রাণের প্রাণী । সহজে মরেনা। শীত গ্রীষ্ম বা বর্ষা, সব সিজনেই হাঁস বেচে থাকতে পারে । হাঁস তাদের খাবার খাল বিল থেকেই সংগ্রহ করতে পারে। গ্রামে লাভজনক ব্যবসা হিসাবে  হাঁসের খামার একটি লাভজনক ব্যবসা হিসাবে শুরু করা যেতে পারে। ২০-৫০ টা হাঁস দিয়ে যে কেউ খুব কম খরছে হাঁসের একটি খামার শুরু করতে পারেন। একটা পূর্ণ বয়স্ক হাঁস, বছরে প্রায় ৩০০ ডিম দিয়ে থাকে। ৫০ টা হাঁস থেকে ৪০ টা হাঁস ডিম দিবে । ৪০০ টাকা আয় করা সম্ভব প্রতিদিন। মাসে ১২-১৩০০০ টাকা। আর ডিম বিক্রি নিয়ে নো টেনশন। গ্রামের হোটেল গুলিতে হাঁসের ডিমের ব্যাপক চাহিদা আছে।

ছাগলের খামার

গ্রামে লাভজনক ব্যবসা হিসাবে ছাগলের খামার একটি লাভজনক ব্যবসা হিসাবে ধরে নেয়া যায়। ৪-৫ টি ছাগল কিনে শুরু করতে পারেন গ্রামে লাভজনক ব্যবসা হিসাবে ছাগলের খামার।  আসলে আগেই বলেছিলাম, গ্রামে আপনি তেমন আয় ইনকাম করার চিন্তা করার দরকার নাই। কয়েকটা উৎস থেকে আপনার মাসে ২০-৩০ হাজার টাকা আয় করলেই চলবে। ৫ টা ছাগল আপনি  ২৫-৩০ হাজার টাকায় ক্রয় করতে পারবেন। বছর শেষে আপনি ৫ টা ছাগল কমপক্ষে ৫০-৬০ হাজার টাকা সেল করতে পারবেন।


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2025 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js