ucb ব্যাংক এর মোবাইল ব্যাংকিং সেবা "উপায় upay " A to Z.

ucb ব্যাংক এর মোবাইল ব্যাংকিং সেবা "উপায় upay " A to Z.


Posted on: 2021-06-05 06:58:24 | Posted by: eibbuy.com
ucb  ব্যাংক এর মোবাইল ব্যাংকিং সেবা "উপায়  upay " A to Z.

ইউনাইটেড কমাশিয়াল ব্যাংক এর নতুন মোবাইল ব্যাংকিং সেবা হচ্ছে  "উপায়  upay "। ব্যাংকটি দীর্ঘ ৮ বছর ধরে ইউক্যাশের মাধ্যমে মোবাইল  ব্যাংকিং সেবা দিলেও এ বছর চলতি মাসে আলাদা সাবসিডিয়ারির মাধ্যমে নতুন মোবাইল ব্যাংকিং সেবা "উপায়  upay " চালু করেছে। এর ফলে ইউক্যাশ এর গ্রহক স্বয়ক্রিয় ভাবে মোবাইল ব্যাংকিং সেবা "উপায়  upay " এর মধ্যে যুক্ত হবে। আজকে পর্বে আলোচনা করব মোবাইল ব্যাংকিং সেবা "উপায়  upay " এর সেবা সমুহ।  মোবাইল ব্যাংকিং সেবা "উপায়  upay " এর গ্রহক কিভাবে হব। উপায় এর কোড ক্যাশ অউট খরচ উপায় এর পিন কোড ভুলে গেলে করনীয় এবং সর্বশেষ আলোচনা করব কিভাবে মোবাইল ব্যাংকিং সেবা "উপায়  upay " এর এজেন্ট হব উপায় এজেন্ট দের কমিশন কত এ সব বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক।

*  মোবাইল ব্যাংকিং সেবা "উপায়  upay "  এর সুবিধা বা  সেবা সমুহ।


বাংলাদেশ ব্যাংকের পেমেন্টস সার্ভিস গত বছরের ডিসেম্বর মাসে ইউসিবির সাবসিডিয়ারি ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডকে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানের জন্য অনুমোদন দিয়েছে।
ট্রাফিক ফাইন, ইন্ডিয়ান ভিসা ফি, তিতাস গ্যাসের বিল পেমেন্টসহ বেশ কিছু সেবা  আট বছর যাবত ইউক্যাশের মাধ্যমে সফলভাবে মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে আসছে ইউসিবিএল ব্যাংক।

ইউক্যাশের সুফলতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মোবাইল ব্যাংকিং সেবা আরও বিস্তৃত আকারে দিতে সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেয় ইউসিইবি। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকে আবেদনের পরপ্রেক্ষিতে গত ২৮ ডিসেম্বর ইউসিবি ফিনটেকের অনুকুলে লাইসেন্স দেওয়া হয়।

সাইদুল হক খন্দকার বলেন, ‘উপায়’ সেবা চালু হওয়ার দিন থেকেই ইউক্যাশের গ্রাহকরা নতুন মোবাইল সেবার গ্রাহক হয়ে যাবেন। ‘উপায়’-এর এমএফএস প্ল্যাটফর্ম হবে ব্লক চেইনভিত্তিক। এখানে গ্রাহক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। উপায়ের গ্রাহকেরা ইউএসএসডি ও মোবাইল অ্যাপ উভয়ই ব্যবহার করে লেনদেন করতে পারবেন।

‘উপায়’-এর মাধ্যমে মোবাইলে টাকা লেনদেন, ইউটিলিটি বিল পেমেন্ট, কেনাকাটার মূল্য পরিশোধ, রেমিট্যান্স গ্রহণ, বেতন প্রদান, এয়ারটাইম ক্রয়, ইন্ডিয়ান ভিসা ফি, ট্রাফিক ফাইন পেমেন্টসহ নানা ধরনের ভ্যালু অ্যাডেড সেবা পাওয়া যাবে। গ্রাহকেরা দেশজুড়ে ‘উপায়’-এর এজেন্ট এবং মার্চেন্ট নেটওয়ার্ক থেকে এই সেবা নিতে পারবেন।  
সাইদুল হক খন্দকার বলেন,গ্রাহক চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে, উৎকৃষ্ট গ্রাহকসেবা,  নিরাপদ লেনদেন আর নিত্যনতুন উদ্ভাবন নিয়ে সর্বদা তাদের পাশে থেকে কাজ করবে ‘উপায়’।  

* কিভাবে মোবাইল ব্যাংকিং সেবা "উপায়  upay " এর গ্রাহক হবো।


ইউসিবি এর অনুমোদিত যে কোন এজেন্ট পয়েন্ট থেকে রেজিস্ট্রেশন এর মাধ্যমে গ্রাহক হতে পারেন। গ্রাহক হতে হলে আপনার এন আইডি কার্ড থাকতে হবে।

* মোবাইল ব্যাংকিং সেবা "উপায়  upay " এর কোড


উপায় এর কোড হলো *২৬৮# হেল্পলাইন ১৬২৬৮


উপায় এর ক্যাশ আউট খরচ হাজারে ১৪ টাকা এপ্সে বা ডায়াল উভয় ক্ষেত্রে। এবং ucb এটি এম থেকে ৮ টাকা খরচ হবে।

যদি কোন গ্রহক পিন কোড ভুলে যায় তাহলে হেল্পলাইনে যোগাযোগ করলে তার সমাধান পাবে।

* কিভাবে মোবাইল ব্যাংকিং সেবা "উপায়  upay " এর এজেন্ট নিবেন।

প্রথমে জানব মোবাইল ব্যাংকিং সেবা "উপায়  upay " এর এজেন্ট নিতে কি কি কাগজ পত্র লাগে,
এজেন্ট নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র।
(১) দোকানের ট্রেড লাইসেন্স যার মেয়াদ রয়েছে।
(২) যার নামে ট্রেড লাইসেন্স তার তিন কপি ছবি।
(৩) তার ন্যাশনাল অইডি কার্ডের ফটকপি
(৪) আয়কর বা টিন সাটিফিকেট এর ফটোকপি।
(৫) দোকানের সিল।
(৬) একটি সিম কার্ড যাতে উপায় এর কোন একাউন্ট নেই।
উপায় ডিস্ট্রিবিউটর অফিসে গিয়ে আপনার প্রয়োজনীয় কাগজ পত্র দিয়ে আসুন তারা যাছাই বাছাই করে আপনাকে এজেন্ট দেওয়ার উপযুক্ত হলে তারা এজেন্ট দিয়ে দিবে।
* এখন অনেকে প্রশ্ন করবেন আমার পাশে  ডিস্ট্রিবিউটর অফিস কোথায় পাবো এর সমাধন হলো তাদের হেল্পলাইনে কল করুন বা তাদের ফেসবুক পেইজ " উপায় " তে নক করুন তারা আপনাকে এজেন্ট হতে সহায়তা করবে।
অথবা কোন এজেন্ট পয়েন্ট হতে তাদের নাম্বার সংগ্রহ করতে পারেন।

* মোবাইল ব্যাংকিং সেবা "উপায়  upay " এর এজেন্টদের কমিশন বা লাভ কত??

প্রতি ক্যাশ ইন বা ক্যাশ আউট এ প্রতি হাজারে ৪টাকা১০ পয়সা। অথাৎ কাস্টমারকে টাকা পাঠালে প্রতি হাজারে ৪.১০ টাকা এবং কাস্টমার ক্যাশ আউট বা আপনার কাছ থেকে টাকা উঠালে প্রতি হাজারে ৪.১০ টাকা পাবেন। প্রতি লাখে ৪১০ টাকা পাবেন।  টাকা সাথে সাথে আপনার এজেন্ট একাউন্টে যোগ হয়ে যাবে। কাস্টমার এর এ সকল টাকা আপনি বিকাশ ডিস্ট্রিবিউটর অফিস এর কর্মকর্তা ডিএসও এর কাছ থেকে তুলতে হবে। এতে কোন প্রকার চার্জ নেই। এ ছাড়া যাদের কাস্টমার একাউন্ট খুলে দিলে একটা এমাউন্ট আপনার একাউন্টে যোগ হয়ে যাবে। তবে বিভিন্ন সময়ে এর থেকে বেশি হতে পারে।

 মোবাইল ব্যাংকিং সেবা "উপায়  upay " এর সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে তাদের ফেসবুক পেইজে নক করুন "উপায় "। মোবাইল ব্যাংকিং ব্যবসায় খুব সতর্কতা অবলম্বন করুন সফলতা আসবেই।


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2025 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js