ডিভাইস টির কার্যপদ্ধতি :
ডিভাইস টি আপনার প্রতিষ্ঠানের শাটার এর সাথে লাগনো থাকবে। যখনি শাটার বন্ধ হবে অটোমেটিক ১০ থেকে ১৫ সেকেন্ড এর মধ্যে ডিভাইস টি একটিভ হবে এবং SMS করে জানিয়ে দিবে যে শাটার বন্ধ করা হয়েছে এবং ডিভাইসটি একটিভ হয়েছে। এর সাহায্যে আপনি কাছে না থাকলেও আপনার প্রতিষ্টান কখন বন্ধ বা খোলা হচ্ছে এবং কে করছে তা জানতে পারবেন যে কোনো জায়গায় থেকেই।
ডিভাইস টি অন থাকা অবস্থায় কেউ আপনার প্রতিষ্ঠানের শাটার খোলার চেষ্টা করলে সাথে সাথে সাইরেন বাজতে শুরু করবে যা আশেপাশের ৭০ থেকে ১০০ ফুট পর্যন্ত স্পষ্ট শুনা যাবে। এই শব্দ শুনার পর বহিরাগত কেউ সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পাবে না। ডিভাইস টি এমন ভাবে ডিসাইন করা যে শুধু মাত্র অনুমোদিত ব্যক্তিরাই তাদের মোবাইল এর মাধ্যমে এটার সাইরেন বন্ধ করতে পারবে।
সেই সাথে কয়েক সেকেন্ড এর মধ্যে আপনি সহ অন্য সকল রেজিস্ট্রি কৃত মোবাইলে অনবরত কল করতে থাকবে। শাটার খোলার সর্বোচ ১০ সেকেন্ড এর মধ্যে অ্যাডমিন এর নম্বরে প্রথম কল যাবে ।
ডিভাইস টি যে নম্বর থেকে ডিএক্টিভ করা হোক না কেন তা এস এম এস এর মাধ্যমে অ্যাডমিন কে জানিয়ে দিবে যে কোন নম্বর থেকে ডিভাইস টি ডিএক্টিভ করা হয়েছে।
SMS এর সাহায্যে যে কোনো জায়গা থেকে ডিভাইস টি একটিভ বা ডিএক্টিভ করা যাবে। আপনি আপনার নিজে সহ মোট ৫ টি নম্বর রেজিস্টার করতে পারবেন। ইচ্ছা করলে আইন শৃঙ্খলা বাহিনীর নাম্বার ও রেজিস্টার করতে পারবেন।
ডিভাইস টিতে অটোমেটিক ডিএক্টিভ করার সুবিধা সম্বলিত করা আছে। আপনি চাইলে প্রতিদিন অথবা সপ্তাহের নির্দিষ্ট দিনে , নির্দিষ্ট সময়েই ডিভাইস টি ডিএক্টিভ করার সেটিং করে রাখতে পারেন। যেমন – শনি থেকে বৃহস্পতি প্রতিদিন সকাল ৯ টা ৩০ মিনিটে ডিভাইস টি অটোমেটিক ডিএক্টিভ হয়ে যাবে।
ডিভাইস টির নিজস্ব নিরাপত্তা :
ডিভাইস টি ডিসাইন করার সময় এটার নিজের নিরাপত্তার দিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। ডিভাইস টি যদি নিজেই নিরাপদ না থাকে তাহলে আপনার প্রতিষ্ঠানের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করে।
অপ্রিয় হলেও সত্যি যে বেশির ভাগ ক্ষেত্রেই নিজেদেও আত্মীয়, প্রতিষ্ঠান বা বাসার কেউ বা জানাশুনা কারোর যোগসাগোজেই চুরি বা ডাকাতির ঘটনা গুলো সংঘটিত হয়। তাই আমাদের দেশের প্রেক্ষাপটে এটার ডিসাইন করা হয়েছে যার উল্লেখযোগ্য কিছু ফীচার হলো —
- এটি সূম্পর্ণ মেটাল বডি। তাই আগুন, পানি থেকে থাকবে নিরাপদ।
- মরিচা প্রতিরোধক কালার করা তাই মরিচ পড়ার কোনো সুজুগ নেই।
- ডিভাইস টি পাসওয়ার্ড প্রোটেক্টেড। শুধুমাত্র অ্যাডমিন এটার সেটিং পরিবর্তন করে পারবে।
- ডিভাইস টির সিম কার্ড মেটালিক বডির ভিতরে থাকে তাই কেউ চেষ্টা করলেও SIM কার্ড টি বের করে রাখা বা ডিএক্টিভ করে রাখতে পারবে না।
- এটার সাউন্ড সিস্টেম ও মেটাল বডির ভিতরে তাই কেউ ইচ্ছা করলেই এটার সাউন্ড বন্ধ করে রাখতে পারবে না।
- উন্নত মানের রিচার্জেবল ব্যাটারী যুক্ত। তাই ব্যাটারী চার্জ শেষ হয়ে যাওয়া বা ঘনঘন ব্যাটারী পরিবর্তন করার প্রয়জন নেই।
- ব্যাটারী চার্জ এর ইনডিকেটর লাইট যুক্ত, যার দ্বারা চার্জ এর পরিমান দেখা যাবে তাছাড়া নির্দিষ্ট পরিমান চার্জ কমে আসবে ডিভাইস টি SMS এর মাধ্যমে অ্যাডমিন কে জানিয়ে দিবে চার্জ দেয়ার জন্য।
- একবার চার্জ করলে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে
- সকল সেন্সর যেহুতু ডিভাইসটির মধ্যেই সংযুক্ত করা আছে তাই সেন্সর এর জন্য আলাদা ব্যাটারী ব্যবহার করার প্রয়োজন নেই এবং সেন্সর এর ব্যাটারী হটাৎ করে শেষ হয়ে যাবার কোনো ভয় নেই।
- ফলস এলার্ম আসার কোনো সুযোগ নেই।
- ৪ মিটার দীর্ঘ চার্জিং ক্যাবল দেওয়া আছে।