অল্প টাকায় চা পাতার লাভজনক ব্যবসা!! চেষ্টা করে দেখুন!!!
যে
ব্যবসার কথা বলছিলাম, মাত্র ২৩০০০ হাজার টাকা ইনভেস্ট করে কিভাবে মাসে
৫০০০০ হাজার টাকা ইনকাম করা যায় । এটা আমার এক ভাই এর বাস্তব অভিজ্ঞতা
থেকেই আপনাদের জন্য শেয়ার করছি । কোন অলিক কল্পনা বা কাউকে উপদেশ দেওয়ার
জন্য নয়। তবে কউ যদি এ লেখার পর চেষ্টা করেন এবং সফল হন, তবে আমি খুশি হব ।
আমি
চা পাতার ব্যবসার কথা বলছি । খুব অল্প টাকা ইনভেস্ট করে যে কেউ শুরু করতে
পারেন । আমাদের চারপাশে অসংখ্য চায়ের দোকান রয়েছে । প্রতিদিন হাজার হাজার
মানুষ চা খাচ্ছে এসব দোকান থেকে । আর যারা চা বিক্রি করছে, তারা প্রতিদিন ১
থেকে ২ কেজি পর্যন্ত চা পাতা বিক্রি করছে । আপনি আপনার আশে পাশের মাত্র ৫০
টি চায়ের দোকানকে টার্গেট করুন। ধরুন আপনি ৫০ টি চায়ের দোকান ঠিক করেছেন
যারা আপনার কাছ থেকে প্রতিদিন আধা কেজির ১ প্যাকেট চা কিনবেন। দোকানীরা আধা
কেজির ১ প্যাকেট চা পাতা ১৮৫ টাকা থেকে ২০০ টাকা দরে বিভিন্ন কোম্পানীর
কাছ থেকে কিনে ।
আপনি
তাদেরকে এর চেয়েও কম দামে সরবরাহ করবেন। আপনি ভাল মানসম্পন্ন চা ১১৫-২০
টাকা দরে কিনতে পারবেন। ধরুন আপনি ১১৫ টাকা দরে কিনে দোকানীকে ১৫০ টাকা দরে
দিলেন। তাহলে দোকানী এখানেই ১০-২০ টাকা লাভ করতে পারবে। আর আপনার লাভ হবে
৩৫ টাকা প্রতি প্যাকেটে। তাহলে ৫০ প্যাকেটে আপনার লাভ হবে ১৭৫০ টাকা
প্রতিদিন। আপনার ইনভেস্ট ৫৭৫০ টাকা ৫০ প্যাকেটে (১১৫ টাকা প্রতি প্যাকেট)।
তাহলে ৩০দিনে আপনার লাভ হবে ৫২৫০০ টাকা। আর যদি আপনি ১৬০ টাকা করে দিন
তাহলে পার প্যাকেটে ৪৫ টাকা করে লাভ হবে যায় হক আমি সেটা এখন বলছিনা সেটা
ডিপেন করবে আপনার ওপরে যায় হোক পরের ধাপে যায়
এখন
প্রশ্ন, ৩০ দিনে তো আমাকে ১৫০০ প্যাকেট চায়ের জন্য ১৭২৫০০ টাকা দরকার ।
আমি বলব, না আপনাকে এত টাকা ইনভেস্ট করতে হবে না । আপনার একদিনে ইনভেস্ট
ছিল ২৩০০০ টাকা।
বেশি
বিক্রয় করার জন্য আপনাকে ১ প্যাকেট দোকানে দিয়ে পরের দিন টাকা নিতে হবে
এবং আরেকটি প্যাকেট তাদেরকে দিতে হবে । অথ্যাৎ এক প্যাকেটের পুজি আপনাকে
মার্কেটে রাখতে হবে আর এক প্যাকেটের পুজি দিয়ে আপনার মাল কিনে রাখতে হবে
পরের দিন তাদেরকে দিয়ে । এভাবে আপনি ২৩০০০ টাকা ইনভেস্ট দিয়ে মাসে ৫২৫০০
টাকা লাভ করতে পারবেন অনায়াসে।
প্রয়োজনে আমাদের হটলাইনে যোগাযোগ করুন :
+৮৮ ০১৬৪৮ ৯০৩ ৫২০
+৮৮ ০১৬৪৮ ৯০৩ ৫২২
হেড অফিসঃ ৩৬/এফ/৬ আসানো রহমান টাউয়ার, রোড ২, মা ভিলার গলি, কাজি অফিস, শ্যামলী, ঢাকা,,,
সকলের জন্য শুভকামনা জানিয়ে বিদায় চাইছি। ভাল থাকবেন,,,