১ লাখ টাকায় শুরু করুন লাইব্রেরী ও স্টেশনারী বিজনেস ।। Librery and Stationary Business

১ লাখ টাকায় শুরু করুন লাইব্রেরী ও স্টেশনারী বিজনেস ।। Librery and Stationary Business


Posted on: 2020-03-21 21:45:29 | Posted by: eibbuy.com
১ লাখ টাকায় শুরু করুন লাইব্রেরী ও স্টেশনারী বিজনেস ।। Librery and Stationary Business

আজকের পোস্টে আমি লাইব্রেরী ও স্টেশনারী বিজনেস আইডিয়া শেয়ার করব । বর্তমানে দেশে জনসংখ্য বৃদ্বির সাথে সাথে বৃদ্বি পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা
আর এ সব প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের প্রয়োজন হচ্ছে বই ও স্টেশনারী আইটেম । এ সকল আইটেম যোগান দিতে গড়ে উঠতেছে প্রচুর লাইব্রেরী আর স্টেশনারি দোকান।
আসে পাশে প্রচুর লাইব্রেরী আর স্টেশনারি দোকান রয়েছে কিন্তু মানসম্মত লাইব্রেরী আর স্টেশনারি দোকানের সংখ্যা খুব কম । এ বিজনেসটির জন্য প্রথমিক অবস্থায়
 আপনার তেমন বেশি পুজির দরকার হবে না । শুধু মাত্র যায়গা মত দোকান দিলেই হবে । লাইব্রেরী বিজনেসে  সাধারনত গাইড বইয়ে নামকরা কোম্পানিরা ১৫% থেকে
১৮% এবং নিন্ম নতুনরা ২৫% পর্যন্ত লাভ করতে পারবেন । তাচাড়া স্টেশনারী আইটেমে আপনি ২০% থেকে ২৫% পর্যন্ত লাভ করতে পারবেন । যায়
এটি একটি ভালো লাভজনক বিজনেস । আপনিও চাইলে দিতে পারেন এরকম একটি লাভজনক বিজনস ।

কিভাবে শুরু করবেন :
যদি সম্ভব হয় তবে আপনার এলাকায় কোন বড় শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশে বা যেখানে মানুষের সমাগম বেশি বা যেখানে যাতায়াত সুবিধা বেশি এমন স্থানে ব্যবসা দিয়ে
শুরু করতে পারেন ।
এ বিজনেসটি শুরু করতে হলে আপনাকে সে এলাকার প্রতিষ্ঠানের প্রতি লক্ষ রাখতে হবে বিশেষ করে গাইড বইয়ে এর ক্ষেত্রে কারন গাইড বই ভিবিন্ন কম্পানির হতে  পারে তাই আপনি যে স্থানে দিবেন তার আশে পাশে প্রতিষ্ঠানে যে কম্পানি গাইড বই পড়ায় আপনি সেই বই রাখবেন । এবং বিশেষ করে কাস্টমারের প্রতি খেয়াল  রাখবেন তারা যে পন্যটি প্রচন্দ করে আপনি সেটি আনতে চেষ্ট করবেন । এ বিজনেটির জন্য আপনাকে মোটমুটি একটু পড়া লেখা জানতে হবে এবং হিসাব নিকাশের
প্রতি ধারনা থাকতে হবে । এগুলো মুটামুটি থাকলে আপনি শুরু করতে পারবেন লাইব্রেরী বিজনেস ।

কি কি আইটেম রাখতে পারবেন :
আমার লাইব্রেরী বলতে শুধু বুঝি  শিক্ষা প্রতিষ্ঠানে বই কিন্তু ব্যপক অর্থে লাইব্রেরী হলো যেখানে প্রতিষ্ঠানিক বই থাকবে তার সাথে থাকবে  যে কোন উপন্যসের বই এবং
যে কোন ধর্মীয় বই উপন্যস সহ আরো আনেক আইটেমের বই । তাছাড়া বর্তমানে  লাইব্রেরীতে চাহিদার দিকে খেয়াল রেখে স্টেশনারী আইটেম রাখতে পারেন কারন
এগুলোও ছাত্রদের জন্য জরুরী । এছাড়া মোবাইল ফ্লেক্সিলোড, বিকাশও সাথে রাখতে পারেন ।

ডেকারেশন:
লাইব্রেরীতে ডেকারেশন একটু ভালো ভাবে করতে হবে। কারন আপনার ডেকারেশন যত ভালো হবে তত আপনার দোকান মানস্মত হবে ।
আপনি আপনার শহরের বা আপনার আশে পাশের কোন দোকান দেখে আসতে পারেন ।

কোথায় থেকে বই সংগ্রহ করবেন :
বইয়েরর জন্য ঢাকার বাংলা বাজার বিখ্যাত অর স্টেশনারী আইটেমের জন্য চক বাজার বিখ্যাত । আর কাগজের জন্য বাংলা বাজার ও চক বিখ্যাত । আপনি যদি ঢাকার
বাইরে হন তবে আপনি আপনার শহরের যে কোন বই ডিলারের কাছ থেকে প্রথমিক আবস্থায় সংগ্রহ করবেন এতে সুবিধা হলো বইটি বচর শেষে যখন ফেরত নিবে তখন
খুব সহজে ফেরত দিতে পারবেন। স্টেশনারী আইটেম যদি কম পরিমানে আনেন তাহলে আপনি আপনার
শহরে কোন হোলসেলার এর কাছ থেকে আনতে চেষ্ট করবেন । আর যদি আপনি ঢাকা থেকে আনেন এবং নদী পথে আনেন তাহলে সে ক্ষেত্রে টেকনিক হলো আপনার
শহরের যে কোন পরিচিত দোকানের নামে দিয়ে দিবেন এতে আপনার আনার  খরচ কম হবে  । যে কোন ভারি পন্য আপনার নিকটস্থ শহর থেকে কিনতে চেষ্টা করবেন ।
এতে আপন জন্য ভলো হবে  । তবে চেস্টা করবেন মানস্মত প্রডাক্ট ক্রয় করতে ।  

মুলধন :
এ বিজনেসটিতে আপনাকে প্রথমিক আবস্থায় তেমন বেশি মুলধন ব্যয় করতে হবে না । আপনি প্রথমিকভাবে কাস্টমারের চাহিদা আনুযায়ী পন্য আনবেন । তবে বেশি
পরিমানে প্রথিক আবস্থায় আনবেন না । আপনার প্রথমিক আবস্থায় ৫০ হাজার টাকা বই বাবদ হলেই চলবে এবং স্টেশনারী আইটেমে ৩০ হাজার টাকা হলেই চলবে ।
এবং দোকানের ডেকারেশন বাবদ ২০ হাজর টাকা ।  তো সব মিলিয়ে আপনার ১ লক্ষ টাকা হলেই আপনি ভালো মনের একটি লাইব্রেরী দিতে পারবেন । আপনার
বিক্রির উপর নির্ভর করে আপনার মুলধন আরো বাড়াতে হবে । তবে দেশের বিভিন্ন স্থানে দাম বিভিন্ন হতে পারে । আপনি চেষ্টা করবেন শহরের যে কোন হোলসেলের
দোকান থেকে পন্য সরবারহ করতে ।

লাভ লোকাসান :
এ বিজনেটিতে কোন লোকসান নেই । আনেকে বলবেন বর্তমানে ইন্টারনেটে মানুষ এখন বই পড়চে তাই বই বিক্রয় কমে গেচে কিন্তু কথাটি ঠিক নয় বই তো বই ।
এই বিজনেসটিতে বই বাবদ আপনি কমপক্ষে ১৫% লাভ করতে পারবেন যেগুলো ভালো মানের বই এবং মার্কেটে খুব চলে ।

আর যেগুলো মার্কেটে ভালো প্রচলন
নেই সেগুলো আপনি ২০% থেকে ২২% লাভ করতে পারবেন । তো এটি আপনার ছয় মাস পর্যন্ত ১ থেকে ৮ শ্রেনী পর্যন্ত বিক্রয় করতে পারেবেন আর বাকি গুলো
পুরো বছর বিক্রয় করতে পারবেন ।  স্টেশনারী আইটেমে আপনি ২০% থেকে ২৮% পর্যন্ত লাভ করতে পারবেন । এমন অনেক পন্য রয়েছে যেগুলোতে আপনি ৪০%
পর্যন্ত লাভ করতে পারবেন । লাভ আপনার পন্য ক্রয়ের উপর নির্ভর করবে ।

টেকনিক: আপনার সব সময় নজর রাখতে হবে কোন সময়ে কম্পানিরা আফার দেয় সে সময় পন্য কিনলে আপনি বেশি লাভ করতে পারবেন । বইয়ের ক্ষেত্রে বচরের
প্রথমে দাদন দিলে  আপনাকে তারা বিশেষ ছাড় দিবে  আর প্রতি বাংলা মাসের বৈশাখে তারা একটি আফার দিবে সে সময়ে টাকা দিয়ে রাখলে তার অন্য দিনের চেয়ে
 ১০% কমিশন দিবে ।  সব সময় ছাত্রদের প্রতি ভালো ব্যবহার করবেন এবং প্রথমিক আবস্থায় তাদের কিছু গিফট দিবেন এতে তারা আপনার দোকানে বেশি আসবে ।
পণ্যের দাম অন্যন্য দোকানের চেয়ে একটু কম রাখতে চেষ্টা করবেন ।

সতর্কতা:
আপনি বুঝে শুনে ব্যবসা শুরু করবেন কারন একবার শুরু করে বন্ধ করে দিলে আপনাকে লোকসানে সমুখীন হতে হবে । বইয়ের ক্ষেত্রে আপনাকে অরজিনাল বই
সংগ্রহ কবেন । বই বছরের প্রথমে সংগ্রহ করলে সে কম্পানি আপনাকে বছরের শেষে অবিক্রিত বই তারা ফেতর  নিয়ে নিবে ।আপনি সঠিক সময়ে বই ফিরত দিয়ে
 দিবেন তা না হলে আপনাকে লোকসানের সমুখীন হতে হবে । বই বিক্রর আশায় আপনি কোন বই রেখে দিবে না । সর্বশেষ আপনার ব্যবসার সফলতা কামনা করচি ।
আরও পড়ুন


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:

Comment as:

alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js